Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ তীমথিয় 2:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 বহু শ্রোতার মাঝে যখন আমি প্রচার করেছি, সেই প্রচারে যে শিক্ষা তুমি লাভ করেছ, সেগুলি তুমি এমন যোগ্য লোকদের দান কর যারা আরও বহু মানুষের কাছে সেই শিক্ষা বিতরণ করতে পারে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর অনেক সাক্ষীর মুখে আমার যেসব শিক্ষার কথা শুনেছ, সেসব এমন বিশ্বস্ত লোকদেরকে দাও, যারা অন্য লোকদেরকেও শিক্ষা দিতে সক্ষম হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আর বহু সাক্ষীর উপস্থিতিতে তুমি আমাকে যেসব বিষয় বলতে শুনেছ, সেগুলি এমন নির্ভরযোগ্য ব্যক্তিদের হাতে অর্পণ করো, যারা অন্যদের কাছে সেগুলি শিক্ষা দিতে সমর্থ হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সে সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ কর, যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তুমি ও অন্যান্য অনেকে আমি যে বিষয় শিক্ষা দিয়েছি তা শুনেছ; সেইসব এমন বিশ্বস্ত লোকদের শেখাও যারা অন্য লোকদের শিক্ষা দিতে সক্ষম হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর অনেক সাক্ষীর মুখে যে সমস্ত বাক্য আমার কাছে শুনেছ, সে সব এমন বিশ্বস্ত লোকদের কাছে সমর্পণ কর, যারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হবে।

অধ্যায় দেখুন কপি




২ তীমথিয় 2:2
33 ক্রস রেফারেন্স  

ভ্রাতৃমণ্ডলীকে যদি এসব বুঝিয়ে দিতে পার তাহলে তুমি হয়ে উঠবে খ্রীষ্ট যীশুর যোগ্য সেবক। যে বিশ্বাস এবং সুশিক্ষা তুমি এতকাল লাভ করেছ সেই শিক্ষা এই কাজে তোমাকে সাহায্য করবে।


বিশ্বাসের প্রতিযোগিতায় প্রাণপণ সংগ্রাম কর, জয় কর শাশ্বত জীবন। এরই জন্য তুমি আহূত হয়েছ এবং অনেক সাক্ষীর সামনে বিশ্বাসে অটল থেকেছ।


প্রকৃতপক্ষে যাজকের ওষ্ঠাধরই প্রজ্ঞার আধার, লোকে তার মুখ থেকেই উপদেশ শোনে কারণ সে সর্বাধিপতি ঈশ্বরের বার্তাবহ।


তুমি আমার শিক্ষা, আচরণ, আমার জীবনের উদ্দেশ্য, বিশ্বাস, ধৈর্য, ভালবাসা, দৃঢ়তা লক্ষ্য করেছ।


যে সব নবী স্বপ্ন দেখে থাকে, তাদের বলা উচিত, এ শুধু স্বপ্ন। কিন্তু যারা আমার বাণী শুনেছে, বিশ্বস্তভাবে তাদের সেই বাণী ঘোষণা করা উচিত। গমের তুলনায় খড়ের মূল্য কতখানি?


প্রভু বললেন, কে সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দেওয়অন, যাকে তার প্রভু পরিবারের সকলকে যথাসময়ে খাবার পরিবেশনের দায়িত্ব দেবেন?


আর হে ইষ্রা, তোমার আরাধ্য ঈশ্বর তোমাকে যে প্রজ্ঞা দান করেছেন, সেই অনুযায়ী ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের অধিবাসীদের শাসন পরিচালনা করবার জন্য এমন শাসক ও বিচারপতিদের নিযুক্ত কর যাদের ঈশ্বরের বিধান সম্পর্কে সম্যক জ্ঞান আছে।


বৎস তিমথি, অতীতে তোমার বিষয় সকল দিব্যবাণী স্মরণ করে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যাতে ধর্মবিশ্বাস এবং নিষ্কলুষ বিবেকের অস্ত্রে সজ্জিত হয়ে তুমি প্রাণপণে সংগ্রাম কর। অনেকে বিবেক বিসর্জন দিয়ে বিশ্বাসের তরী ডুবিয়ে দিয়েছে।


প্রভু যীশুকে ধন্যবাদ, কারণ এই কাজ করার শক্তি তিনি আমাকে দিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করে তাঁর কাজ করার জন্য নিয়োগ করেছেন।


অবিশ্বস্ত সংবাদবাহক বিপত্তি ঘটায়, কিন্তু বিশ্বস্ত দূত সন্ধি স্থাপন করে।


দিব্যনির্দেশে মণ্ডলীর নেতৃবৃন্দ তোমার উপর হস্তার্পণ করার ফলে তুমি যে ঐশী শক্তি লাভ করেছ তা উপেক্ষা করো না।


আপন প্রভুর সেবকের বিশ্বস্ততা প্রমাণিত হওয়া একান্ত আবশ্যক।


ইষ্রা প্রভু পরমেশ্বরের বিধি-বিধান অধ্যয়ন, অনুশীলন ও পালনে ব্রতী হলেন এবং ইসরায়েলীদের সেই বিধান শিক্ষাদানে মনোনিবেশ করলেন।


কিন্তু তোমায় বলি, তুমি যা কিছু শিখেছ এবং নিঃসন্দেহে বিশ্বাস করেছ, তা পালন করে চল। মনে রেখ, কাদের কাচে তুমি এসব শিক্ষা পেয়েছ


আমাদের প্রিয় সহকর্মী ইপাফ্রার কাছে তোমরা এই শিক্ষাই লাভ করেছ। তিনি খ্রীষ্টের দাস ও আমাদের বিশ্বস্ত প্রতিনিধি।


দেশের ধর্মনিষ্ঠ মানুষের প্রতি থাকবে আমার দৃষ্টি, আমার প্রাসাদে বাস করবে তারা। নিখুঁত পথে যে চলে সে-ই হবে আমার পরিচারক।


আমি আমার ভাই হনানিকে এবং দুর্গের রক্ষক হনানিয়কে জেরুশালেমের প্রশাসক নিযুক্ত করলাম কারণ সে অন্য সকলের চেয়ে অধিক বিশ্বাসযোগ্য এবং ঈশ্বরভক্ত ছিল।


আমি নিজের জন্য একজন বিশ্বস্ত যাজক উত্থাপন করব। তার আচরণ হবে আমার মনের মত এবং আমি তার জন্য স্থায়ী বংশ প্রতিষ্ঠা করব। সে আজীবন আমার অভিষিক্তজনের অনুগ্রহভাজন হবে।


সেইজন্যই সর্বতোভাবে ভ্রাতাদের সদৃশ হওয়া তাঁর পক্ষে আবশ্যক হয়এছিল যেন মানব জাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরের সমক্ষে তিনি দরদী ও বিশ্বস্ত প্রদান পুরোহিত হতে পারেন।


তড়িঘড়ি কারও মাথায় হাত রেখ না। কারও পাপের ভাগী হয়ো না। নিজেকে শুচিশুদ্ধ রেখ।


দেখ, আগে থেকেই আমি তোমাদের এসব বলে রাখলাম।


তিনি তাঁদের আবার বললেন, কাজেই স্বর্গরাজ্য সম্বন্ধে সুশিক্ষিত শাস্ত্রগুরু এমন একজন গৃহস্থের মত যিনি নিজের ভাণ্ডার থেকে নূতন ও পুরাতন রত্ন বার করে আনতে পারবেন।


কিন্তু আমার দাস মোশি তেমন নয়, আমার এই বিশ্ব সংসারে সে-ই আমার একমাত্র বিশ্বাসভাজন ব্যক্তি।


ঈশ্বরকে ধন্যবাদ, আমরা খ্রীষ্টের বন্দী। বিজয় মিছিলে ঈশ্বর আমাদের পরিচালিত করেন এবং আমাদের মধ্য দিয়েই সর্বত্র খ্রীষ্টের সম্পর্কিত তত্ত্বজ্ঞানের সৌরভ বিতরণ করেন।


এতে আমাদের নিজেদের কোন কৃতিত্ব নেই, কোন কৃতিত্ব দাবী করার যোগ্যতাও নেই, আমাদের যোগ্যতা ঈশ্বর থেকে উদ্ভূত।


অন্য পাথর এনে ঐ পাথরগুলির জায়গায় বসাতে হবে এবং দেওয়ালের অন্য পলেস্তারা লাগাতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন