Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 9:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ বিপুল পরিমাণে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। তোমাদের যা কিছু প্রয়োজন তা সবসময়ই পেতে পার, এবং তার থেকে সব রকমের ভাল কাজে তোমরা যথেষ্ট পরিমাণে দান করতে পার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর আল্লাহ্‌ তোমাদের সর্ব প্রকার রহমতের উপচয় দিতে সমর্থ; যেন সর্ব বিষয়ে সর্বদা সর্ব প্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্ব প্রকার সৎকর্মের জন্য উপচে পড়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে, সবসময়, সব ধরনের পর্যাপ্ততা থাকায়, তোমরা সব ধরনের সৎকর্মে উপচে পড়ো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর ঈশ্বর তোমাদিগকে সর্ব্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ; যেন সর্ব্ববিষয়ে সর্ব্বদা সর্ব্বপ্রকার প্রাচুর্য্য থাকায় তোমরা সর্ব্বপ্রকার সৎকর্ম্মের নিমিত্ত উপচিয়া পড়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 ঈশ্বর তোমাদের সর্বপ্রকার আশীর্বাদ প্রচুর পরিমাণে দিয়ে থাকেন, যেন সব সময় তোমাদের সব কিছুই বেশী পরিমাণে থাকে এবং যেন সব রকম ভাল কাজ করার জন্য সর্ব সময়ে তোমাদের ইচ্ছা ও প্রয়োজনের অতিরিক্ত সবই থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 এবং ঈশ্বর তোমাদের সব রকম আশীর্বাদ উপচে দিতে পারেন, সুতরাং, সবদিন, সব বিষয়ে, তোমাদের সব রকম প্রয়োজনে, সব রকম ভালো কাজে তোমরা এগিয়ে চল।

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 9:8
28 ক্রস রেফারেন্স  

যাঁর শক্তি আমাদের মধ্যে সক্রিয়, যিনি অসাধ্যসাধনে সক্ষম, যিনি আমাদের সকল চাওয়া-পাওয়া ও কল্পনার অতিরিক্ত দান করতে সমর্থ,


ঈশ্বরের আশীর্বাদই মানুষকে ধনবান করে কিন্তু তার সঙ্গে আনে না কোন সমস্যা।


তোমাদের সব কিছুর দশমাংশ আমার ভাণ্ডারে আন যেন সেখানে খাদ্য মজুত থাকে। এইভাবে তোমরা আমাকে পরীক্ষা করে দেখ, আমি তোমাদের উপর অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না।


দরিদ্রকে যে দান করে তার অভাব হয় না, কিন্তু দরিদ্রের দিক থেকে যে মুখ ফিরিয়ে নেয় সে অভিশাপ কুড়ায়।


প্রভু পরমেশ্বরই আমাদের রক্ষক ও সহায়, আমাদের মহান রাজা, তিনি আমাদের উপর বর্ষণ করেন করুণা, ভূষিত করেন সম্মানে। যারা ন্যায়ের পথে চলে, তারা কখনও হয় না বঞ্চিত তাঁর কল্যাণ ও আশিস লাভে।


তোমার ধনসম্পদ ও ফসলের অগ্রভাগ প্রভুকে নিবেদন কর, সম্মান জানাও তাঁকে।


আমাদের লোক যেন জনহিতকর কাজে যোগ দিতে শেখে এবং তাদের জীবন সার্থক হয়।


তোমরা যেমন বিশ্বাস, বাগ্মিতা, জ্ঞান, সেবাব্রত সর্ববিষয়ে এবং আমাদের প্রতি ভালবাসায় উৎকর্ষতা লাভ করেছ তেমনি এই দানব্রতেও তোমরা অগ্রণী হও।


অতএব প্রিয় বন্ধুগণ, তোমরা দৃঢ়প্রতিষ্ঠ হও, অবিচল থাক, প্রভুর কাজে সর্বদা তৎপর হও। তোমরা একথা জান যে প্রভুর জন্য তোমাদের পরিশ্রম কখনও নিষ্ফল হবে না।


এইভাবে তোমরা যাতে সর্বদা উদারহস্তে দান করতে পার তার জন্য তোমাদের সর্বপ্রকারে সমৃদ্ধ করা হবে। আমাদের হাত দিয়ে তোমাদের এই দান ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা নিবেদনে পরিণত হবে।


দুঃখকষ্টের মহাপরীক্ষার মধ্যেও তারা আনন্দে উচ্ছল এবং অপরিসীম দারিদ্র্যের মধ্যেও তাদের আন্তরিক বদান্যতার পরিচয় দেখা গিয়েছে।


অনেকে মুক্তহস্তে দান করেও সমৃদ্ধিলাভ করে, আবার অনেকে ব্যয়সঙ্কোচ করেও দারিদ্র্য ঘুচাতে পারে না।


অমৎসিয় নবীকে জিজ্ঞাসা করলেন, তাহলে আমি যে সমস্ত রূপো ওদের দিলাম, তার কি হবে? নবী বললেন, প্রভু পরমেশ্বর আপনাকে তার চেয়ে বেশি দিতে পারেন।


তোমাকে আমি যা বললাম, জেনো সবই সত্য। আমি চাই এসব বিষয়ে তুমি বিশেষ গুরুত্ব দেবে যেন ঈশ্বরবিশ্বাসী সকলেই জনহিতকর কাজে আত্মনিয়োগ করে। এতে মানুষের কল্যাণ হয়।


আমরা তাঁরই সৃষ্টি, খ্রীষ্ট যীশুর সঙ্গে সম্মিলিত হয়ে সৎকর্ম করার জন্য সৃষ্ট। এইরকম সদাচরণের জন্যই ঈশ্বর আমাদের নির্দিষ্ট করেছেন।


এই হল ঈশ্বরের বহুবিধ অনুগ্রহপ্রাপ্ত সুযোগ্য দেওয়ানের কাজ।


আমাদের সকল অধর্ম থেকে মুক্ত করার জন্য তিনি আত্মদান করেছেন যেন শুচিশুদ্ধ হয়ে আমরা তাঁর আপনজন হিসাবে সাগ্রহে সৎকাজ করতে পারি।


শুধু তাই নয়, সেবাকার্যে আমাদের আগ্রহ প্রমাণ করার জন্য এবং প্রভুর গৌরবের জন্য যে দান সংগ্রহের কাজে আমরা ব্যাপৃত, তাতে আমাদের সহযোগী হিসাবে বিভিন্ন মণ্ডলী তাঁকে মনোনীত ও নিযুক্ত করেছে।


তাহলে তোমরা এমন আচরণ করবে যা হবে প্রভুর কাছে সর্বতোভাবে গ্রহণযোগ্য ও তাঁর প্রীতিজনক। আমাদের প্রার্থনা এই যেন তোমরা সবর্প্রকার সৎ কাজে সফল হ্য এবং ঈশ্বর সম্পর্কিত প্রজ্ঞায় পূর্ণতা লাভ কর।


যোপ্পা নগরে টাবিথা নামে একজন শিষ্যা ছিলেন। তাঁর নামের অর্থ গ্রীক ভাষায় দর্কা অর্থাৎ হরিণী। তিনি খুব দয়াশীল মহিলা ছিলেন। দান-ধ্যান ও মানুষের সেবায় তিনি দিন কাটাতেন।


তিনি তোমাদের হৃদয়ে প্রেরণা দান করুন এবং সর্বপ্রকার শুভকর্মে ও কথায় তোমাদের সুপ্রতিষ্ঠা করুন।


এইভাবে সেবা করা সর্বাংশে যোগ্য হয় এবং সর্বপ্রকার সৎকর্মের জন্য প্রস্তুত থাকে।


খ্রীষ্ট আমার মধ্য দিয়ে কথা বলেন কি না তার প্রমাণ তোমরা চাইছ? তেআমরা তাঁর কোন অক্ষমতা দেখনি বরং তোমরা তাঁর শক্তির পরিচয়ই পেয়েছ।


আমার অভাবের কথা বলছি না কারণ যে অবস্থায়ই থাকি না কেন, আমি মানিয়ে নিতে শিখেছি।


কেউ যদি নিজেকে কলঙ্কমুক্ত করতে পারে তাহলে সে হবে বিশেষ কাজের উপযুক্ত শুদ্ধ পাত্র। স্বয়ং বাড়ির কর্তার ব্যবহারের উপযোগী, যে কোন শুদ্ধ কাজে ব্যবহারের যোগ্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন