Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 9:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 কারণ আমি তোমাদের আগ্রহের কথা জানি এবং ম্যাসিডনের অধিবাসীদের কাছে তোমাদের সম্পর্কে এই বলে গর্বও করে থাকি যে গত বৎসর থেকে আখায়া প্রদেশ সাহায্য দানের জন্য প্রস্তুত হয়ে আছে। তোমাদের উদ্যম অনেককেই উদ্যোগী করেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 কারণ আমি তোমাদের আগ্রহ জানি এবং তোমাদের পক্ষে সেই বিষয়ে ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এই গর্ব করে থাকি যে, গত বৎসর থেকে আখায়ার ভাইয়েরা প্রস্তুত হয়ে রয়েছে; আর তোমাদের গভীর আগ্রহ তাদের অধিকাংশ লোককে উৎসাহিত করে তুলেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সাহায্যের জন্য তোমাদের আগ্রহের কথা আমি জানি। ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এ সম্পর্কে আমি গর্বও করে থাকি, তাদের বলি যে, আখায়া প্রদেশের মধ্যে তোমরা গত বছর থেকেই দান করার জন্য প্রস্তুত হয়েছ এবং তোমাদের উদ্যম তাদের অধিকাংশ লোককে এ বিষয়ে তৎপর করে তুলতে উৎসাহিত করেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 কারণ আমি তোমাদের আগ্রহ জানি, এবং তোমাদের পক্ষে সে বিষয়ে মাকিদনীয়দের কাছে এই শ্লাঘা করিয়া থাকি যে, গত বৎসর হইতে আখায়া প্রস্তুত হইয়া রহিয়াছে; আর তোমাদের উদ্যোগ তাহাদের অধিকাংশ লোককে উৎসাহিত করিয়া তুলিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 কারণ আমি তোমাদের আগ্রহ জানি এবং তোমাদের বিষয়ে মাকিদনিয়ানদের কাছে এই গর্ব করে থাকি যে গত বছর থেকে আখায়ার লোকরা অর্থাৎ তোমরা তৈরী হয়ে রয়েছ। আর এই ঘটনা তাদের বেশীর ভাগ লোককে দানের বিষয়ে উৎসাহিত করে তুলেছে, তারাও দিতে চাইছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমি তোমাদের ইচ্ছা সম্বন্ধে জানি, আমি মাকিদনীয়ার লোকদের জন্য গর্ব বোধ করি। আমি তাদের বলেছিলাম যে গত বছর থেকেই আখায়া তৈরী হয়ে রয়েছে। তোমাদের আগ্রহ তাদের বেশিরভাগ লোককে উৎসাহিত করে তুলেছে।

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 9:2
14 ক্রস রেফারেন্স  

এই বিষয়ে আমার পরামর্শ এই যে, এতে তোমাদের সুবিধাই হবে। গত বৎসর তোমরা যে কাজ শুরু করেছিলে এবার সেই কাজ সমাপ্ত কর এবং যে কাজের সঙ্কল্প গ্রহণ করেছিলে তা সুসম্পন্ন কর।


আদেশ হিসাবে নয়, বরং অন্যান্যদের দৃষ্টান্ত দিয়ে আমি তোমাদের অকপট প্রেম প্রমাণ করার জন্যই একথা বললাম।


সুতরাং তাঁদের কাছে তোমাদের ভালবাসার পরিচয় দাও। বিভিন্ন মণ্ডলীর কাছে আমি তোমাদের সম্পর্কে যে গর্ব করেছি তা যেন বৃথা না হয়।


এস আমরা পরস্পরের জন্য চিন্তা করি যেন সকলকে ভালবাসা এবং ভাল কাজে অড়ুপ্রাণিত করতে পারি।


বন্ধুগণ, তোমরা জান যে, স্তেফানার পরিবারবর্গ আখায়া প্রদেশের প্রথম খ্রীষ্টান। তারা খ্রীষ্টভক্তদের সেবায় আত্মনিয়োগ করেছে।


এইজন্য তোমরা ম্যাসিডোনিয়া ও আখায়া প্রদেশের খ্রীষ্ট ভক্তদের কাছে আদর্শস্বরূপ হয়েছ।


শুধু তাই নয়, সেবাকার্যে আমাদের আগ্রহ প্রমাণ করার জন্য এবং প্রভুর গৌরবের জন্য যে দান সংগ্রহের কাজে আমরা ব্যাপৃত, তাতে আমাদের সহযোগী হিসাবে বিভিন্ন মণ্ডলী তাঁকে মনোনীত ও নিযুক্ত করেছে।


তোমাদের উপর আমার আস্থা গভীর, তোমাদের সম্পর্কে আমার গর্বও যথেষ্ট। আমি তাই সম্পূর্ণ আশ্বস্ত হয়েছি, সর্বপ্রকার দুঃখকষ্টের মধ্যেও আজ আমি পরম আনন্দে উচ্ছ্বাসিত।


ঈশ্বরের ইচ্ছানুসারে নিযুক্ত খ্রীষ্ট যীশুর প্রেরিতশিষ্য আমি পৌল এবং ভ্রাতা তিমথী এই পত্র লিখছি। করিন্থ নগরের ঈশ্বরের মণ্ডলীর এবং আখায়া প্রদেশের সকল ভক্তজন সমীপে আমাদের এই নিবেদন।


গ্যালিও আখায়ার শাসনকর্তা নিযুক্ত হলে ইহুদীরা একত্র হয়ে পৌলকে আক্রমণ করল এবং নিয়ে গেল তাঁকে বিচারসভায়।


বেশ কয়েক বছর পরে আমি আমার স্বজাতীয়দের জন্য কিছু ত্রাণসামগ্রী নিয়ে এসেছিলাম এবং মন্দিরে বলি উৎসর্গ করতে গিয়েছিলাম।


কারণ জেরুশালেমের খ্রীষ্টানুরাগীদের ম্যাসিডন ও আখায়ার লোকেরা কিছু অর্থ সংগ্রহ করেছে।


তাঁর কাছে আমি তোমাদের সম্পর্কে যে গর্ব প্রকাশ করেছিলাম তার জন্য আমাকে লজ্জা পেতে হয়নি বরং আমরা তোমাদের যা কিছু বলেছি তা যেমন সত্য তেমনি তীতের বিষয় আমাদের গর্বও সত্য বলে প্রমাণিত হয়েছে।


সঙ্কল্প গ্রহণের সময় তোমাদের যে আগ্রহ ছিল, কাজ শেষ করা পর্যন্ত যেন সেই আগ্রহ বজায় থাকে। তোমাদের সামর্থ্য অনুযায়ী দান কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন