Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 8:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 শুধু তাই নয়, সেবাকার্যে আমাদের আগ্রহ প্রমাণ করার জন্য এবং প্রভুর গৌরবের জন্য যে দান সংগ্রহের কাজে আমরা ব্যাপৃত, তাতে আমাদের সহযোগী হিসাবে বিভিন্ন মণ্ডলী তাঁকে মনোনীত ও নিযুক্ত করেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 কেবল তাই নয়, কিন্তু তিনি সেই দানশীলতার কাজ সম্বন্ধে আমাদের সহচর হবার জন্য মণ্ডলীগুলো কর্তৃক নির্বাচিতও হয়েছেন, যে কাজ প্রভুর গৌরবের জন্য ও আমাদের আগ্রহ প্রকাশের জন্য আমাদের পরিচর্যায় সমপাদিত হচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 শুধু তাই নয়, আমরা যখন সেই দান বহন করে নিয়ে যাই, আমাদের সঙ্গী হওয়ার জন্য তিনিও মণ্ডলীগুলির দ্বারা মনোনীত হয়েছেন। প্রভুর গৌরবের জন্য ও সহায়তা প্রদানে আমাদের ঐকান্তিক আগ্রহ প্রকাশের জন্য আমরা এই পরিচর্যা সম্পন্ন করছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 কেবল তাহা নয়, কিন্তু তিনি সেই অনুগ্রহ-কার্য্য সম্বন্ধে আমাদের সহচর হইবার জন্য মণ্ডলীগণ কর্ত্তৃক নির্ব্বাচিতও হইয়াছেন, যে কার্য্য প্রভুর গৌরব ও আমাদের আগ্রহ প্রকাশার্থে আমাদের পরিচর্য্যায় সম্পাদিত হইতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 কেবল তাই নয়, আমাদের সহযাত্রী হিসেবে প্রভুর মহিমার জন্য এই দান নিয়ে যাবার দরুন ও আমাদের সাহায্য করার ইচ্ছাকে প্রমাণ করতে বাস্তবিক মণ্ডলীগুলি তাকে মনোনীত করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 কেবল এই নয়, কিন্তু মণ্ডলীর দ্বারা তিনিও নিয়োগ হয়েছিলেন তাঁর সঙ্গে এই দান বয়ে নিয়ে যাবার ও এই অনুগ্রহ কার্য্য প্রভুর নিজের গৌরবের জন্য এবং আমাদের আগ্রহ প্রকাশ করার জন্যই পরিষেবা সম্পাদিত হচ্ছে।

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 8:19
20 ক্রস রেফারেন্স  

এ সবকিছুই তোমাদের জন্য, যাতে আরও অনেকে ঈশ্বরের করুণা লাভ করে, যেন আরও অনেকের মুখে ঈশ্বরের ধন্যবাদ ও প্রশস্তি উচ্চারিত হয়।


তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ বিপুল পরিমাণে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। তোমাদের যা কিছু প্রয়োজন তা সবসময়ই পেতে পার, এবং তার থেকে সব রকমের ভাল কাজে তোমরা যথেষ্ট পরিমাণে দান করতে পার।


আমরা সর্বসম্মতিক্রমে আমাদের প্রিয় বন্ধু এবং প্রভু যীশু খ্রীষ্টের সেবায় উৎসর্গিত প্রাণ বারনাবাস ও পৌলের সঙ্গে আমাদের প্রতিনিধিদের তোমাদের কাছে পাঠালাম।


তখন প্রেরিত শিষ্য ও প্রবীণেরা মণ্ডলীর সকলের অনুমোদনক্রমে স্থির করলেন যে তাঁদের মধ্যে থেকে কয়েকজনকে প্রতিনিধিস্বরূপ পৌল ও বারনাবাসের সঙ্গে পাঠানো হবে। ভ্রাতৃগমের মধ্যে থেকে যিহুদা ওরফে বারনাবাস ও সীল —এই দুজন নেতৃস্থানীয় ব্যক্তির হাতে নিম্নলিখিত পত্রখানি পাঠাল হলঃ


প্রত্যেকটি মণ্ডলীর পরিচালনার জন্য তাঁরা প্রবীণদের নিযুক্ত করলেন এবং যে প্রভুকে তাঁরা বিশ্বাসে গ্রহণ করেছিলেন, প্রার্থনা ও উপবাস সহকারে তাঁরই কাছে প্রেরিত শিষ্যেরা তাঁদের সমর্পণ করলেন।


তিনি তাই তাঁর দুজন সহকারী তিমথি আর ইরাস্‌টাস্‌কে ম্যাসিডনে পাঠিয়ে দিলেন এবং তিনি নিজে আরও কিছুদিন এশিয়াতে থেকে গেলেন।


সারা শহরে হৈ চৈ বেধে গেল। জনতা পৌলের সহযাত্রী দুই ম্যাসিডনবাসী গাইয়াস ও আরিস্টারকাসকে ধরে টানতে টানতে নিয়ে গেল পৌর রঙ্গমঞ্চে।


শুধু তাই নয়, নানাবিধ দুঃখ কষ্টের জন্যও আমরা গৌরব বোধ করি,


শুধু তাই নয়, যাঁর দ্বারা ঈশ্বরের সঙ্গে এখন আমাদের পুনর্মিলন হয়েছে, সেই প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরের জন্য উল্লসিত হয়েছি।


সঙ্কল্প গ্রহণের সময় তোমাদের যে আগ্রহ ছিল, কাজ শেষ করা পর্যন্ত যেন সেই আগ্রহ বজায় থাকে। তোমাদের সামর্থ্য অনুযায়ী দান কর।


দেওয়ার আগ্রহ যদি থাকে তাহলে মানুষ তার সামর্থ্য অনুযায়ী দান করে তাতেই ঈশ্বর সন্তুষ্ট হন, যা নেই ঈশ্বর তারর কাছে তা চান না।


উদার হস্তের এই দান বিতরণের ব্যাপারে কেউ যাতে আমাদের অপবাদ দিতে না পারে, সেইজন্য আমরা সর্বদাই সতর্ক।


কারণ আমি তোমাদের আগ্রহের কথা জানি এবং ম্যাসিডনের অধিবাসীদের কাছে তোমাদের সম্পর্কে এই বলে গর্বও করে থাকি যে গত বৎসর থেকে আখায়া প্রদেশ সাহায্য দানের জন্য প্রস্তুত হয়ে আছে। তোমাদের উদ্যম অনেককেই উদ্যোগী করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন