Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 7:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 তোমরা সকলে যেমন তাঁর বাধ্য ছিলে এবং যেভাবে সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তাঁকে বরণ করেছিলে সে কথা স্মরণ করে তাঁর হৃদয় তোমাদের জন্য আরও উদ্বেলিত হয়ে উঠেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আর তোমরা সকলে কেমন বাধ্য ছিলে, কেমন সভয়ে ও সকম্পে তাঁকে গ্রহণ করেছিলে, তা স্মরণ করতে করতে তোমাদের প্রতি তাঁর স্নেহ অধিক প্রবল হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 আর তোমাদের জন্য তাঁর স্নেহ আরও বেশি প্রবল হয়েছে, যখন তিনি স্মরণ করেন যে, তোমরা কেমন আদেশ পালন করেছিলে, তাঁকে সভয়ে ও কম্পিত হৃদয়ে গ্রহণ করেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আর তোমরা সকলে কেমন আজ্ঞাবহ ছিলে, কেমন সভয় ও সকম্পে তাঁহাকে গ্রহণ করিয়াছিলে, তাহা স্মরণ করিতে করিতে তোমাদের প্রতি তাঁহার স্নেহ অধিক প্রবল হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 তোমরা সকলে তাঁকে কেমন মান্য করেছিলে, কেমন ভয় ও সম্মানের সঙ্গে তাঁকে গ্রহণ করেছিলে, সে সব স্মরণ করে তোমাদের প্রতি তাঁর ভালবাসা আরও বেড়ে গেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 আর তোমরা সবাই তাকে ভয় ও সম্মানের সঙ্গে গ্রহণ করে বাধ্যতা দেখিয়েছিলে, তা স্মরণ করতে করতে তোমাদের ওপর তাঁর হৃদয়ে ভালবাসা অনেক বেড়ে গেছে।

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 7:15
23 ক্রস রেফারেন্স  

সুতরাং প্রিয় বন্ধুগণ, আমি যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমরা যেমন সর্বদা বাধ্য ছিলে, আমরা অবর্তমানেও তেমনি বাধ্য থাকবে। সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তোমরা নিজের নিজের পরিত্রাণের জন্য সক্রিয় হও।


তোমরা আমার সমস্ত নির্দেশ পালনে ইচ্ছুক কিনা, একথা পরীক্ষা করে জানার জন্য আমি এই চিঠি লিখেছিলাম।


বিত্তবান কোন ব্যক্তি যদি অভাবগ্রস্ত কোন মানুষকে দেখেও মুখ ফিরিয়ে নেয়, ঈশ্বরের প্রেম কি করে তার অন্তরে থাকবে?


আমাদের চিঠিতে যে নির্দেশ আছে তা যদি কেউ মানতে না চায় তবে তাকে চিনে রাখ, তার সঙ্গে কোন সম্পর্ক রেখো না, তাতে হয়তো সে লজ্জা পাবে।


তোমরা ঈশ্বরের মনোনীত প্রজা, পবিত্র ও তাঁর প্রিয় পাত্র। করুণা, মমতা, নম্রতা, সৌজন্য এবং সহিষ্ণুতাই হোক তোমাদের ভূষণ।


ঈশ্বর জানেন, তোমাদের দেখতে আমার কত ইচ্ছা, খ্রীষ্ট যীশুর হৃদয় যেমন সকলের জন্য স্নেহে বিগলিত তেমনি আমার হৃদয়।


যদি কিছু বাধা থাকে তবে তা রয়েছে তোমাদের মনে আমাদের মনে কিছু নেই।


কারাধ্যক্ষ তখন আলো আনতে বলে দৌড়ে গিয়ে পৌল ও সীলের সামনে ভয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেল।


ইসরায়েল কথা বললে লোকে কাঁপত, ইসরায়েলকুলে সে লাভ করেছিল উন্নতি, কিন্তু তার মরণ হল বেল দেবতার পূজার অপরাধে।


আমি স্বয়ং সৃষ্টি করেছি এই বিশ্বসংসার! এ সবই আমার। যারা দলিত ও নিপীড়িত, যারা আমার ইচ্ছা পালন করে এবং আমাকে ভক্তি সম্ভ্রম করে, তাদের প্রতি আমার দৃষ্টি সজাগ, আমি তাদের ভালবাসি।


প্রিয়তম যবে অনুরাগভরে হাতখানি রাখে দ্বারে, উঠল যে নেচে পরাণ আমার আবেগে আকুল হিল্লোলে।


তোমার প্রতি সম্ভ্রমে, ভয়ে ও বিস্ময়ে সঙ্কুচিত আমি, আমি ভয় করি তোমার বিচার ও শাসনবিধি।


ভক্তিভরে প্রভু পরমেশ্বরের সেবা কর তোমরা সানন্দে প্রণত হও তাঁর পুত্রের চরণে।


আমার এই দশার কথা যখন আমি চিন্তা করি ভয়ে আমি কাঁপতে থাকি, তখন আমি স্তম্ভিত হয়ে যাই।


নবম মাসের বিংশতিতম দিনে যিহুদা ও বিন্যামীন বংশের সমস্ত পুরুষ জেরুশালেমের মন্দির চত্বরে একত্র হল। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। সেদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং গুরুত্বপূর্ণ সভার অধিবেশনের বিষয় মনে করে সকলে উদ্বেগে আকুল হচ্ছিল।


সান্ধ্যকালীন বলিদানের সময় পর্যন্ত আমি গভীর বেদনায় বসেই রইলাম এবং নির্বাসন থেকে প্রত্যাগত ইসরায়েলীদের এই ঘৃণ্য আচরণে ক্ষুব্ধ প্রকৃত ঈশ্বরভক্ত লোকেরা চারিদিকে সমবেত হতে শুরু করল।


ক্রীতদাসেরা, তোমরা ঐকান্তিক শ্রদ্ধায়, ভয়ে ও সরল মনে তোমাদেরর গৃহস্বামীদের অনুগত হও। মনে কর, তোমরা খ্রীষ্টেরই সেবা করছ।


জ্যান্ত ছেলেটির আসল মা যে, তার প্রাণ কেঁদে উঠল। সে রাজাকে বলল, মহারাজ, দোহাই আপনার। ছেলেটিকে মারবেন না, ওকেই দিয়ে দিন। কিন্তু অন্য মেয়েটি বলল, না আমাদের কাউকেই দিতে হবে না। ঐ ছেলেকে কেটে দুটুকরোই করা হোক।


বৎস, ঈশ্বর তোমার প্রতি করুণা করুন। যোষেফ তখন তাড়াতাড়ি সেখান থেকে সরে গেলেন। কারণ ভাইদের জন্য তাঁর প্রাণ কাঁদছিল, তাই তিনি একটি নিভৃত কক্ষে গিয়ে কাঁদতে লাগলেন।


সন্তান প্রসবের সময় নারী বেদনায় আর্ত হয় কিন্তু সন্তান বূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সে ভুলে যায় তার যন্ত্রণা, একটি শিশুর আগমন হয়েছে এই জগতে-এই আনন্দই তাকে করে উদ্বেল।


আমি ভীত, সন্ত্রস্ত ও দুর্বল হয়েই তোমাদের কাছে গিয়েছিলাম,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন