Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 6:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 যারা খ্রীষ্টে বিশ্বাস করে না, তাদের সঙ্গে তোমরা অসম মেলবন্ধনে আবদ্ধ হয়ো না। ধর্মের সঙ্গে অধর্মের মিল কোথায়? অন্ধকারের সঙ্গে আলোর কি সম্পর্ক?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 তোমরা অ-ঈমানদারদের সঙ্গে অসম-ভাবে যোয়ালিতে আবদ্ধ হয়ো না; কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা হয়? অন্ধকারের সঙ্গে দীপ্তিরই বা কি সহভাগিতা?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালে আবদ্ধ হোয়ো না। কারণ ধার্মিকতা ও দুষ্টতার মধ্যে কী সাদৃশ্য আছে? অথবা, অন্ধকারের সঙ্গে আলোর কী সহভাগিতা থাকতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে যোঁয়ালিতে বদ্ধ হইও না; কেননা ধর্ম্মে ও অধর্ম্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা, তাই তাদের সঙ্গে নিজেদের যুক্ত করো না, কারণ ন্যায় ও অন্যায়ের মধ্যে কোন যোগ থাকতে পারে না। অন্ধকারের সাথে আলোর কি কোন যোগাযোগ থাকতে পারে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তোমরা অবিশ্বাসীদের সঙ্গে একই যোয়ালীতে আবদ্ধ হয়ো না; কারণ ধর্ম্মের সঙ্গে অধর্ম্মের যোগ কোথায় আছে? অন্ধকারের সঙ্গে আলোরই বা কি সহভাগীতা আছে?

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 6:14
44 ক্রস রেফারেন্স  

তোমরা ভুল করো না, ‘কুসংসর্গে স্বভাব নষ্ট হয়’।


প্রভুর পানপাত্র এবং অপদেবতাদের পানপাত্র, এই উভয় পাত্র থেকে তোমরা পান করতে পার না। তোমরা প্রভুর ভোজন এবং অপদেবতাদের ভোজ —এই উভয় ভোজে যোগ দিতে পার না।


নষ্টভ্রষ্টের দল, তোমরা কি জান না যে সংসারের প্রতি আসক্তি ঈশ্বরের সঙ্গে শত্রুতারই নামান্তর? সুতরাং সংসারের সঙ্গে যে মৈত্রী স্থাপন করতে চায় সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে।


তোমরা আমার সমস্ত বিধি পালন করবে। তোমরা ভিন্ন জাতের পশুদের সংসর্গ করতে দেবে না। একই ক্ষেত্রে তোমরা দুই রকমের বীজ বুনবে না। দুই রকমের সুতোয় বোনা কাপড় তোমরা পরবে না।


আমার চিঠিতে আমি লিখেছিলাম যে তোমরা দুশ্চরিত্র লোকদের সংসর্গে থাকবে না।


বরং বিধর্মীদের সঙ্গে মিশে গিয়ে তারা শিখেছিল তাদেরই কার্যকলাপ।


এলিয় সমগ্র জনতার কাছে গিয়ে বললেন, আর কতকাল তোমরা দুই নৌকায় পা দিয়ে থাকবে? যদি মনে কর, প্রভুই পরমেশ্বর, তাহলে তাঁরই অনুগামী হও। আর যদি মনে কর বেলদেবই ঈশ্বর, তাহলে তার অনুগামী হও। তাঁর এ কথায় জনতার কাছ থেকে কোন সাড়া পাওয়া গেল না।


বদরাগী লোকের সঙ্গে বন্ধুত্ব করো না, মেলামেশাও করো না তাদের সঙ্গে।


এই কুটিলতা ও বিভ্রান্তির যুগে তোমরা ঈশ্বরের নির্দোষ, অমায়িক ও নিষ্কলঙ্ক সন্তানরূপে প্রতিপন্ন হও। তোমরাই এই অন্ধকার জগতে উজ্জ্বল নক্ষত্র, তোমরাই জীবনবেদের ধারক।


ইহুদী জাতি বিশ্বাস ভঙ্গ করেছে, তারা ইসরায়েল দেশে ও জেরুশালেমে জঘন্য অনাচার করেছে। তারা পরমেশ্বরের প্রিয় পীঠস্থান অশুচি করেছে। তারা বিধর্মী কন্যাদের বিবাহ করেছে যারা অন্য দেবতার উপাসনা করে।


ন্যায়নিষ্ঠেরা দুষ্টদের ঘৃণা করে, দুষ্টেরা ঘৃণা করে ন্যায়নিষ্ঠদের।


তোমাকে সম্ভ্রম করে যারা, মেনে চলে তোমার অনুশাসন আমি তাদের সকলের সাথী।


জগত তোমাদের ঘৃণা করতে পারে না। কিন্তু আমাকে ঘৃণা করে কারণ তার পথ যে মন্দ, সে কথা আমি প্রকাশ করে দিই।


সেই প্রভু পরমেশ্বরই কি তোমাদের একাঙ্গ ও একাত্ম করেননি? তাকেও কি নিজের আত্মার অংশ দেননি? এর কারণ কি? কারণ তিনি সুসন্তান চান। অতএব সাবধান! সেই স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করো না।


স্বামী যতদিন জীবিত থাকে ততদিন স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক থাকে, কিন্তু স্বামীর মৃত্যুর পর সে মুক্ত হয়, তখন সে যাকে ইচ্ছা বিবাহ করতে পারে, তবে কেবল মাত্র প্রভুর আশ্রিত জনকেই বিবাহ করা উচিত।


তোমরা তাদের কন্যাদের সঙ্গে তোমাদের পুত্রদের বিবাহ দেবে, আর সেই কন্যারা তাদের দেবতার পূজার নামে ব্যভিচার করে তোমাদের সন্তানদের ভ্রষ্ট করবে।


এ ধরণীতে যাঁরা পুণ্যাত্মা, তোমার ভক্ত মহান, তাঁদের সঙ্গ লাভেই আমার পরমানন্দ।


এরা নিজ নিজ স্ত্রী ত্যাগ করবে বলে প্রতিজ্ঞা করল এবং দোষ করার জন্য পালের একটি মেষ উৎসর্গ করল।


হনানির পুত্র নবী যেহু রাজার সঙ্গে দেখা করে তাঁকে বললেন, আপনি কি মনে করেন দুর্জনদের সাহায্য করা যাবে এবং যারা প্রভু পরমেশ্বরকে ঘৃণা করে তাদের পক্ষ অবলম্বন করা উচিত? আপনি যা করেছেন তাতে প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছেন।


পিতর আর যোহন মুক্তিলাভ করেই নিজেদের বন্ধুদের কাছে চলে গেলেন। পুরোহিত প্রধানেরা ও সমাজের প্রধানেরা তাঁদের যা বলেছিলেন, সব বললেন তাঁদের কাছে।


আর যিনি স্বর্গ মর্ত্যের ঈশ্বর, সেই প্রভু পরমেশ্বরের নামে শপথ করে আমাকে বল যে তুমি আমার পুত্রের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমার প্রতিবেশী কনানী জাতির কোন কন্যাকে গ্রহণ করবে না।


তোমাদের মণ্ডলীতে ভাইয়ে ভাইয়ে বিরোধের নিষ্পত্তি করে দেওয়ার মত বিচক্ষণ লোক তোমাদের মধ্যে কি একজনও নেই? ভাইয়ের বিরুদ্ধে ভাইকে কি মামলা করতে হবে? তাও সাধারণ-আদালতে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন