Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 6:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 আমার সন্তান মনে করেই আমি তোমাদের বলছি, আমাদের উদারতার প্রতিদানে তোমরা হৃদয় উন্মুক্ত কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আমি তোমাদের সন্তানের মত জেনে বলছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরাও অন্তর উম্মুক্ত রাখ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 শোভনীয় বিনিময়রূপে—আমি আমার সন্তানরূপে তোমাদের বলছি—তোমরাও তোমাদের হৃদয় উন্মুক্ত করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আমি তোমাদিগকে বৎসের ন্যায় জানিয়া বলিতেছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরাও প্রশস্ত হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আমি তোমাদের সন্তান মনে করে বলছি, আমরা যেমন তোমাদের ভালবেসেছি তোমরাও যেন তেমনি মনপ্রাণ খুলে আমাদের ভালবাস।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 আমি তোমাদের কাছে সন্তানের মতই বলেছি এখন তোমরা সেইরূপ প্রতিদানের জন্য তোমাদের হৃদয় বড় করো।

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 6:13
19 ক্রস রেফারেন্স  

আমার সন্তানেরা সত্যের পথে চলছে শুনে যে আনন্দ হয় তার চেয়ে বেশী আনন্দ আমার আর কিছুতে নেই।


স্নেহাস্পদেরা, শুধু মুখের কথায় ও ভাষণে নয় কিন্তু আমাদের কর্মে সেই প্রকৃত প্রেমের প্রকাশ ঘটুক।


বৎসগণ, কেউ যেন তোমাদের প্রতারিত না করে। যে ন্যায্য আচরণ করে সে ধার্মিক, যেমন তিনি ধর্মময়।


প্রিয় বৎসগণ, এ সব কথা আমি তোমাদের লিখছি যেন তোমরা পাপ না কর। কেউ যদি পাপ করে তাহলে পিতার কাছে আমাদের জন্য অনুরোধ করার একজন আছেন, তিনি ধর্মময় যীশু খ্রীষ্ট।


তোমরা জান, আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে পিতার মত আচরণ করেছি।


বন্ধুগণ, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার মত হও কারণ আমি যে তোমাদেরই একজন হয়েছি। আমার কোন ক্ষতি তোমরা করনি।


সুতরাং আমি তোমাদের বলছি, যা কিছু তোমরা প্রার্থনায় চাও, বিশ্বাস কর যে তাই তোমরা পেয়ে গেছ, তাহলেই তোমরা তা পাবে।


আমিই প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশর থেকে এনেছি উদ্ধার করে। পক্ষীশাবকের মত বিস্তার কর তোমাদের মুখ আমি পূর্ণ করে দেব পক্ষীমাতার মত।


আমার বৎসগণ, খ্রীষ্ট যতদিন না তোমাদের মধ্যে মূর্ত হয়ে ওঠেন, ততদিন আমি তোমাদের নিয়ে প্রসববেদনাতুরা জননীর মতই কষ্ট পাচ্ছি।


তোমার নির্দেশিত পথে আমি হব সাগ্রহে ধাবমান, তুমি উদার করেছ আমার হৃদয় তোমার গভীর জ্ঞানে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন