২ করিন্থীয় 5:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)6 এইজন্য আমরা নিশ্চিত বোধ করছি। আমরা জানি যে যতদিন আমরা দেহকে আশ্রয় করে আছি, এই ততদিন আমরা প্রভুর কাছ থেকে দূরে প্রবাসে জীবন যাপন করছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 অতএব আমরা সর্বদা সাহস করছি, আর জানি, যত দিন এই দেহে বাস করছি, তত দিন প্রভুর কাছ থেকে দূরে প্রবাস করছি; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 অতএব, আমরা সবসময়ই সুনিশ্চিত এবং জানি যে, যতক্ষণ আমরা এই শরীরে অবস্থান করছি, আমরা প্রভু থেকে দূরে আছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 অতএব আমরা সর্ব্বদা সাহস করিতেছি, আর জানি, যত দিন এই দেহে নিবাস করিতেছি, তত দিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 আমাদের মনে সর্বদা ভরসা আছে; আমরা জানি যতদিন এই দেহের ঘরে বাস করব ততদিন আমরা প্রভুর কাছ থেকে দূরে থাকব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 সেইজন্য আমরা সবদিন সাহস করছি, আর আমরা জানি যে, যত দিন এই দেহে বাস করছি ততদিন প্রভুর থেকে দূরে আছি; অধ্যায় দেখুন |