Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 4:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কিন্তু ঈশ্বর তাঁর এই অমূল্য সম্পদ আমাদের মত মৃন্ময় পাত্রে রেখেছেন, এতেই বোঝা যায় যে এই অসাধারণ শক্তি একমাত্র ঈশ্বরের আমাদের নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কিন্তু এই ধন মাটির পাত্রে করে আমরা ধারণ করছি, যেন এই অসাধারণ মহাশক্তি আল্লাহ্‌র হয়, আমাদের থেকে নয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে ধারণ করছি, যেন এরকম প্রত্যক্ষ হয় যে সর্বগুণে উৎকৃষ্টতর এই পরাক্রম আমাদের থেকে নয়, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়, আমাদের হইতে নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে অর্থাৎ এই মরণশীল দেহে ধারণ করছি, যাতে বুঝতে পারা যায় যে এই মহাপরাক্রম ঈশ্বরের কাছ থেকেই এসেছে, আমাদের নিজেদের কাছ থেকে আসে নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে (আমাদের পার্থিব দেহ) রেখেছি, যেন লোকে বুঝতে পারে যে এই মহাশক্তি আমাদের থেকে নয় কিন্তু ঈশ্বরের কাছ থেকেই এসেছে।

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 4:7
31 ক্রস রেফারেন্স  

আমরা জানি আমাদের এই মর্ত্য দেহরূপ পার্থিব শিবির যদি ধ্বংস হয়ে যায় তাহলেও ঈশ্বর নিরূপিত এক শিবির আমাদের জন্য রয়েছে। এ শিবির হস্তনির্মিত নয়, কিন্তু চিরস্থায়ী ও স্বর্গে অবস্থিত।


জগতের বিচারে যা কিছু হেয়, অবজ্ঞেয়, অপাংক্তেয়, ঈশ্বর তাদেরই মনোনীত করেছেন প্রতিষ্ঠিত সব কিছুকে বিনষ্ট করার জন্য,


কারণ খ্রীষ্টেই সর্ববিধ ঐশ্বরিক প্রজ্ঞা ও জ্ঞানের ঐশ্বর্য নিহিত রয়েছে।


সিয়োনের যে নবীন যুবারা একদিন ছিল মূল্যবান সোনার মতই, আজ মূল্যহীন তুচ্ছ মাটির পাত্রের মত পড়ে আছে তারা অনাদরে।


সর্বজাতির মঙ্গলের জন্য তাঁর ভক্তদের কাছেই এই নিগূঢ়তত্ত্বের ঐশ্বর্য প্রকাশ করার সঙ্কল্প ঈশ্বর করেছেন। তেআমাদের অন্তরে বিরাজমান খ্রীষ্টই সেই নিগূঢ়তত্ত্ব —তোমাদের ভাবী মহিমার প্রত্যাশার আধার।


ঈশ্বরের ভক্তজনের মধ্যে সবচেয়ে নগণ্য যে আমি, সেই আমাকেই বিজাতীয়দের কাছে খ্রীষ্টের অতুল ঐশ্বর্যের সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে,


কেউ কেউ অবশ্য বলে, পৌলের চিঠিপত্র গুরুগম্ভীর ও কঠোর ভাষায় লেখা কিন্তু দৃশ্যতঃ তাঁর কোন ব্যক্তিত্ব নেই, কথারও কোন সারবত্তা নেই।


স্বর্গরাজ্য ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা গুপ্তধনের মত। একটি লোক তার সন্ধান পেয়ে তা গোপন করে রাখল। পরে সে মনের আনন্দে ফিরে গিয়ে তার সর্বস্ব বিক্রী করে সেই ক্ষেতটি কিনে নিল।


কোন ধনীর গৃহে শুধু সোনা আর রূপোর বাসনপত্রই থাকে না, কাঠের এবং মাটির বসনও থাকে। কোনগুলি সাধারণ কাজে ব্যবহার করা হয়ে থাকে।


সেইজন্য, ঈশ্বরের মহা অনুগ্রহে এই কার্যভার পেয়েছিল বলে আমরা কখনও হতাশ হই না।


বাপ্তিষ্মের মাধ্যমে তোমরা তাঁর সঙ্গে সমাধিলাভ করেছ এবং যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন সেই ঈশ্বরের সক্রিয় শক্তিতে বিশ্বাস করে তোমরাও তাঁর সঙ্গে পুনরুত্থিত হয়েছ।


তাহলে মাটি দিয়ে গড়া যে প্রাণী ধূলি থেকেই যার উৎপত্তি, পতঙ্গের মতই যে পিষ্ট হয়, তাকে তিনি কি করে বিশ্বাস করবেন?


কারণ আমরা শুধু মুখের কথায় তোমাদের কাছে সুসমাচার প্রচার করিনি। এর যথার্থতা ঐশী পরাক্রমে, পবিত্র আত্মার প্রভাবে এবং গভীর প্রত্যয়ে প্রতিভাত হয়েছিল। তোমরা দেখেছ, তোমাদের মঙ্গলের জন্য তোমাদের সঙ্গে থাকার সময় আমরা কিভাবে জীবন যাপন করেছি।


আমরা যারা দুষ্কর্মের ফলে মৃত ছিলাম, তাদের তিনি খ্রীষ্টের সঙ্গে করলেন সঞ্জীবিত। তাঁর অনুগ্রহেই তোমরা পরিত্রাণ লাভ করেছ।


কারণ তিনি দুর্বলের মত ক্রুশে বিদ্ধ হলেও ঈশ্বরের পরাক্রমে জীবিত। আমরা তাঁরই দুর্বলতার অংশীদার। কিন্তু ঈশ্বরের পরাক্রমে আমরা তাঁরই সঙ্গে তোমাদের জন্য জীবনধারণ করব।


পরমেশ্বর গিদিয়োনকে বললেন, তোমার দলে খুব বেশি লোক হয়ে গেছে। আমি এত লোকের হাতে মিদিয়নীদের সমর্পণ করব না, তাহলে ইসরায়েলীরা আমাকে উপেক্ষা করে গর্বিত হয়ে বলবে, আমরা নিজেদের বাহুবলে জয়লাভ করেছি।


আমরা দুঃখ পাই অথচ সদাই প্রফুল্ল। আমরা দরিদ্র হলেও আনেককে করছি সমৃদ্ধ, আমাদের কিছুই নেই, অথচ আমরা সব কিছুর অধিকারী।


তিনি তাঁদের আবার বললেন, কাজেই স্বর্গরাজ্য সম্বন্ধে সুশিক্ষিত শাস্ত্রগুরু এমন একজন গৃহস্থের মত যিনি নিজের ভাণ্ডার থেকে নূতন ও পুরাতন রত্ন বার করে আনতে পারবেন।


মাটি দিয়ে যেমন মূর্তি গড়ে তেমনি করেই তুমি গড়েছ আমায় সে কথা কি ভুলে গেছ? আমায় মিশিয়ে দেবে নির্মম হাতে?


দেখুন, ঈশ্বরের সাক্ষাতে আপনি ও আমি সমান, আমাকে মাটি দিয়ে গড়া হয়েছে।


আমারই মাঝে তোমরা শান্তিলাভ করবে, এইজন্যই এমন কথা আমি তোমাদের বললাম। জগত তোমাদের দুঃখ-যন্ত্রণা দেবে কিন্তু সাহস কর আমিই বিজয়ী, আমিই জয় করেছি এই জগতকে।


তোমরা প্রত্যেকে দেহের পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্য সংযমী হতে শেখো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন