Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 4:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 শাস্তের যেমন লেখা আছে, ‘আমি বিশ্বাস করলাম, আর সেইজন্যই কথা বললাম’ —আমরাও সেই একই প্রত্যয়দৃপ্ত আত্মায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বাস করি আর তাই প্রচার করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 কিন্তু ঈমানের সেই রূহ্‌ আমাদের আছে, যেরূপ পাক-কিতাবে লেখা আছে, “আমি ঈমান এনেছি, তাই কথা বললাম;” তেমনি আমরাও ঈমান এনেছি, তাই কথাও বলছি;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 বিশ্বাসের সেই একই আত্মা আমাদের আছে বলে, যেমন লেখা আছে, “আমি বিশ্বাস করেছি, তাই কথা বলেছি,” সেই অনুযায়ী আমরাও বিশ্বাস করি ও সেই কারণে কথা বলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, “আমি বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম; তেমনি আমরাও বিশ্বাস করিতেছি, তাই কথাও কহিতেছি;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 কিন্তু সেই বিশ্বাসের একই আত্মা আমাদের মধ্যে আছে। শাস্ত্রে যেমন লেখা আছে, “আমি বিশ্বাস করেছি বলেই কথা বলেছি।” তেমনি আমরা বিশ্বাস করেছি বলেই কথা বলছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 আর আমাদের কাছে বিশ্বাসের সেই আত্মা আছে, যেরূপ পবিত্র শাস্ত্রে লেখা আছে, “আমি বিশ্বাস করলাম, তাই কথা বললাম;” ঠিক সেই রকম আমরাও বিশ্বাস করছি তাই কথাও বলছি;

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 4:13
9 ক্রস রেফারেন্স  

যখন আমি বলেছিলাম, হায়! আমি নিতান্তই হতভাগ্য, আতঙ্কে আমি বলেছিলাম: কারো উপরই নির্ভর করা যায় না, কিন্তু তখনও প্রভুর উপরে ছিল আমার গভীর আস্থা।


এই প্রত্যাশা আছে বলেই আমরা অনেক সাহসভরে প্রচার করি।


সেই একই আত্মা আর একজনকে দেন প্রত্যয়, অন্যজনকে দেন নিরাময়ের শক্তি,


যেন তোমরা ও আমি উভয় পক্ষই, পারস্পরিক বিশ্বাসের সাহচর্যে নতুনভাবে উদ্দীপিত হই।


মিথ্যা সাক্ষ্য বিনষ্টহয় কিন্তু স্থায়ী হয় বিবেচক লোকের সাক্ষ্য।


ঈশ্বর এবং আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের ধার্মিকতার গুণে যারার আমাদের ধর্মবিশ্বাসের অধিকারী হয়েছ তোমাদের সকলের কাছে আমি শিমোন পিতর, যীশু খ্রীষ্টের সেবক ও প্রেরিতশিষ্য এই পত্র লিখছি।


আমরা বিশ্বাস করি যে প্রভু যীশুর অনুগ্রহে আমরা পরিত্রাণ লাভ করেছি আর এ কথা তাদের পক্ষেও সমান সত্য।


যখন আমাদের মধ্যে মৃত্যু সক্রিয়, তখন তোমাদের মধ্যে সেই জীবন কাজ করে চলেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন