Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 3:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 এই প্রত্যাশা আছে বলেই আমরা অনেক সাহসভরে প্রচার করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 অতএব, আমাদের এরূপ প্রত্যাশা থাকাতে আমরা অতি স্পষ্ট কথা ব্যবহার করি;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 সেই কারণে, আমাদের এরকম প্রত্যাশা আছে বলেই আমরা এরকম অতি সাহসী হয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 অতএব, আমাদের এই প্রকার প্রত্যাশা থাকাতে আমরা অতি স্পষ্ট কথা ব্যবহার করি;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 অতএব আমাদের এই ধরণের প্রত্যাশা থাকাতে আমরা খুব নির্ভীক হতে পারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 অতএব, আমাদের এই রকম দৃঢ় আশা আছে বলেই আমরা সাহসের সঙ্গে কথা বলি;

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 3:12
21 ক্রস রেফারেন্স  

তোমাদের উপর আমার আস্থা গভীর, তোমাদের সম্পর্কে আমার গর্বও যথেষ্ট। আমি তাই সম্পূর্ণ আশ্বস্ত হয়েছি, সর্বপ্রকার দুঃখকষ্টের মধ্যেও আজ আমি পরম আনন্দে উচ্ছ্বাসিত।


আমার একান্ত ইচ্ছা ও আশা এই যে আমি কখনও লজ্জায় পড়ব না। বরং আমি সাহসভরে কর্তব্য পথে এগিয়ে যাব। সবসময় যেমন করে এসেছি আজও তেমনি আমি বাঁচি কিম্বা মরি, আমার সমগ্র সত্ত্বা দিয়ে খ্রীষ্টই হবেন মহিমান্বিত।


পিতর ও যোহনেরর মত অশিক্ষিত ও নিতান্ত সাধারণ মানুষের এরকম দুঃসাহস দেখে তাঁরা অবাক হয়ে গেলেন। পরে তাঁরা জানতে পারলেন যে এঁরা যীশুর সঙ্গী ছিলেন।


তাঁর শিষ্যেরা তাঁকে বললেন, এবার আপনি রূপক দিয়ে না বলে সোজাসুজিই বলছেন।


মণ্ডলী পরিচালনার এই দায়িত্ব যাঁরা সুষ্ঠুভাবে পালন করবেন, তাঁরা সমাজে সম্মান লাভ করবেন এবং যীশু খ্রীষ্টে তাঁদের প্রগাঢ় বিশ্বাস সম্বন্ধে তাঁরা সাহসভরে সকলকে শিক্ষা দিতে পারবেন।


তোমরা জান যে এর আগে যদিও ফিলিপীতে আমাদের অনেক দুঃখকষ্ট ও লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল, তবুও ঈশ্বরের সহায়তায় আমরা অনেক বাধাবিপত্তি সত্ত্বেও তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছিলাম।


প্রার্থনা করো, আমি যেন সেই তত্ত্ব যথাযথভাবে ব্যক্ত করতে পারি।


আমি পৌল —আমার সম্বন্ধে বলা হয় যে, আমি নাকি তোমাদের সামনে নিতান্ত অমায়িক ও বিনয়ী কিন্তু অসাক্ষাতে আমি অত্যন্ত কঠোর ও রুক্ষ। কিন্তু আমি তোমাদের বলছি, যারা মনে করে আমরা স্বার্থবুদ্ধি নিয়ে চলি, তাদের বিরুদ্ধে কঠোর হবার সাহস আমার আছে। তাই খ্রীষ্টের নম্রতা ও মহানুভবতার দোহাই, তোমাদের সঙ্গে দেখা হলে আমাকে যেন তেমন কঠোর হতে না হয়।


শাস্তের যেমন লেখা আছে, ‘আমি বিশ্বাস করলাম, আর সেইজন্যই কথা বললাম’ —আমরাও সেই একই প্রত্যয়দৃপ্ত আত্মায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বাস করি আর তাই প্রচার করি।


কিন্তু মণ্ডলীতে আমি দুর্বোধ্য ভাষায় দশ হাজার কথা বলার চেয়ে বোধগম্য ভাষায় পাঁচটি কথা বলা শ্রেয় মনে করি কারণ তার দ্বারা আমি লোকদের শিক্ষা দিতে পারি।


পৌল ও বারনাবাস সেখানে অনেক দিন কাটালেন এবং নির্ভীক দৃঢ়তায় প্রভুর ওপর বিশ্বাস করে প্রকাশ্যে প্রচার করতে লাগলেন। প্রভু তাঁদের মাধ্যমে নানা অলৌকিক কার্য সাধন করে তাঁর অনুগ্রহের শুভবার্তার সত্যতা প্রমাণিত করলেন।


তিনি প্রকাশ্যে দৃঢ়ভাবে প্রভুর নাম প্রচার করতে থাকলেন। গ্রীকভাষী ইহুদীদের সঙ্গে এ নিয়ে তাঁর আলাপ-আলোচনা ও বিতর্ক চলত। তাই তারা তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করল।


কিন্তু বারনাবাস তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়ে প্রেরিত শিষ্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং কিভাবে পথের মাঝখানে শৌল প্রভুর দর্শন পেয়েছিলেন ও প্রভু তাঁর সঙ্গে কথা বলেছিলেন, কিভাবে শৌল অসমসাহসে দামাস্কাসে যীশুর নামে প্রচার করেছিলেন —সমস্ত কথা তাঁদের কাছে বললেন।


রূপকের মাধ্যমে এ সব কথা তোমাদের আমি বলেছি কিন্তু এমন সময় আসছে যখন আমি রূপক দিয়এ আর কিছউ বলব না, পিতার সম্বন্ধে যা কিছু বক্তব্য সব সোজাসুজিই বলব।


ইহুদীরা তাঁকে চারদিক থেকে ঘিরে জিজ্ঞাসা করল, আর কতদিন তুমি আমাদের সংশয়ের মধ্যে রাখবে? তুমি যদি মশীহ হও তাহলে তা স্পষ্ট করে বল।


যা লুপ্তপ্রায় তা যদি গৌরবদীপ্ত হয়ে থাকে তাহলে যা স্থায়ী তার গৌরবদীপ্তি হবে আরও বেশি ভাস্বর।


আমার কারাবাসের ফলে অধিকাংশ ভ্রাতা প্রভুর উপর নির্ভরশীল হয়ে আরও বেশী সাহসের সঙ্গে ঈশ্বরের বাণী প্রচার করছেন।


যদিও আমাদের পারস্পরিক সম্পর্কের জন্য খ্রীষ্টের নামে তোমার কর্তব্য সম্পর্কে নির্দেশ দেওয়ার সাহস আমার আছে, তবুও


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন