Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 13:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তোমরা যখন সবল হও তখন আমরা দুর্বল হয়েও আনন্দলাভ করি। তোমাদের সিদ্ধিলাভের জন্যই আমরা প্রার্থনা করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 বাস্তবিক আমরা যখন দুর্বল হই আর তোমরা বলবান হও তখন আমরা আনন্দ করি; আর এর জন্য মুনাজাতও করি যেন তোমরা পরিপক্ক হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তোমরা যদি সবল হও, আমরা দুর্বল হতেও আনন্দ বোধ করি। তোমাদের পরিপক্বতার জন্য আমরা প্রার্থনা করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 বাস্তবিক আমরা যখন দুর্ব্বল ও তোমরা বলবান্‌, তখন আমরা আনন্দ করি; আর ইহার জন্য প্রার্থনাও করি, যেন তোমরা পরিপক্ব হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তোমরা শক্তিশালী হলে আমরা দুর্বল হলেও আনন্দ করি। আমরা প্রার্থনাও করি, যেন তোমাদের খ্রীষ্টীয় জীবন উত্তরোত্তর শক্তিশালী হয়ে ওঠে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 যখন আমরা দুর্বল হই এবং তোমরা বলবান হও তখন আমরা আনন্দ করি। আমরা প্রার্থনা করি যে তোমরা সবদিন অবশ্যই সম্পূর্ণরূপে ঈশ্বরকে বিশ্বাস করও মান্য কর।

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 13:9
21 ক্রস রেফারেন্স  

শেষ কথা এই, বন্ধুগণ, তোমাদের মঙ্গল হোক, তোমাদের আচরণ সংশোধন কর, আমাদের পরামর্শ গ্রহণ কর, সকলে একমত হও এবং শান্তিতে বাস কর। প্রেম ও শান্তির আকর ঈশ্বর তোমাদের সঙ্গে থাকু।


খ্রীষ্টের জন্য আমরা মূর্খ বলে পরিচিত, কিন্তু খ্রীষ্টাশ্রিত তোমরা বুদ্ধিমান! আমরা দু্র্বল কিন্তু তোমরা সবল। আর তোমরা সম্মানিত আমরা অবমানিত।


আমরা দিনরাত একান্তভাবে এই প্রার্থনাই করছি যেন তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হয় এবং তোমাদের বিশ্বাসের পূর্ণতা অর্জনের জন্য আর যেটুকু বাকী আছে তা পূরণ করতে পারি।


যীশু খ্রীষ্টের মাধ্যমে সর্ব অনুগ্রহের আধার ঈশ্বর তাঁর শাশ্বত মহিমা তোমাদের দান করার জন্য আহ্বান করেছেন। তিনিই এই ক্ষণস্থায়ী নির্যাতন ভোগের পর তোমাদের সক্ষম, সবল, সুস্থ এবং সুপ্রতিষ্ঠিত করবেন।


স্বর্গীয় তালিকাভুক্ত অগ্রজদের মণ্ডলী, সকলের বিচারক ঈশ্বর ও ধার্মিক ব্যক্তিদের সিদ্ধিপ্রাপ্ত আত্মাসমূহের সম্মুখীন হয়েছ।


সুতরাং এস, খ্রীষ্টধর্ম সংক্রান্ত প্রাথমিক বিষয়গুলি ছেড়ে আমরা পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য এগিয়ে চলি। আমরা যেন আবার অতীতের প্রাণহীন আচার অনুষ্ঠান থেকে মন ফিরানো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের জন্য


এইভাবে সেবা করা সর্বাংশে যোগ্য হয় এবং সর্বপ্রকার সৎকর্মের জন্য প্রস্তুত থাকে।


তোমাদের দেশের লোক ইপাফ্রা তোমাদের অভিবাদন জানাচ্ছেন। ইনি খ্রীষ্ট যীশুর দাস, তোমাদের জন্য সর্বদা ঐকান্তিকভাবে প্রার্থনা করে থাকেন, যেন তোমরা পরিণত ও প্রতিষ্ঠিত হয়ে ঈশ্বরের সর্ব ইচ্ছা পালন করতে পার।


তাঁকেই আমরা প্রচার করি, তাই আমরা সকল মানুষকে সচেতন করি, সকলকে সর্ববিধ জ্ঞানে শিক্ষিত করে তুলি যেন প্রত্যেকজনকে খ্রীষ্টের জ্ঞানে পূর্ণ পরিণত রূপে ঈশ্বরের কাছে উপস্থিত করতে পারি।


গর্ব যদি করতেই হয় তবে আমার এইসব দুর্বলতার জন্যই আমি গর্ব করব।


প্রিয় বন্ধুগণ, এই সব প্রতিশ্রুতি স্মরণে রেখেই আমরা দেহ ও আত্মার মালিন্য দূর করে নিজেদের শুচিশুদ্ধ করি এবং ঈশ্বরকে সম্ভ্রম করে পবিত্র ও সার্থক জীবন যাপন করার চেষ্টা করি।


আমাদের প্রত্যেকেরই উচিত খ্রীষ্টবিশ্বাসী ভাই-বোনদের মঙ্গলের কথা চিন্তা করা যেন তাদের বিশ্বাস দৃঢ়তর হয় ও সমাজের সার্বিক কল্যাণ হয়।


বন্ধুগণ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদের সকলের কাছে আমার আবেদন, তোমরা একমত হও, তোমাদের মধ্যে বিভেদ না আসুক, সকলে একচিত্তে একই লক্ষ্যে স্থির থাক।


আমি ভীত, সন্ত্রস্ত ও দুর্বল হয়েই তোমাদের কাছে গিয়েছিলাম,


কারণ তিনি দুর্বলের মত ক্রুশে বিদ্ধ হলেও ঈশ্বরের পরাক্রমে জীবিত। আমরা তাঁরই দুর্বলতার অংশীদার। কিন্তু ঈশ্বরের পরাক্রমে আমরা তাঁরই সঙ্গে তোমাদের জন্য জীবনধারণ করব।


যখন আমাদের মধ্যে মৃত্যু সক্রিয়, তখন তোমাদের মধ্যে সেই জীবন কাজ করে চলেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন