২ করিন্থীয় 12:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)16 যাই হোক, আমি তোমাদের বোঝা হইনি বলে তোমরা কি মনে কর যে আমি কৌশল করে তোমাদের বশ করেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 যা হোক, আমি তোমাদেরকে ভারগ্রস্ত করি নি, কিন্তু ধূর্ত হওয়াতে ছলনায় নাকি তোমাদেরকে ভুলিয়েছি! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 যাই হোক, একথা ঠিক, আমি তোমাদের কাছে বোঝা হইনি। তবুও, চতুর ব্যক্তি আমি নাকি তোমাদের কৌশলে বশ করেছি! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 যাহা হউক, আমি তোমাদিগকে ভারগ্রস্ত করি নাই, কিন্তু ধূর্ত্ত হওয়াতে নাকি ছলে ধরিয়াছি! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 যাই হোক্, একথা ঠিক যে আমি তোমাদের ওপর খরচের বোঝা হয়ে দাঁড়াই নি; কিন্তু তোমরা বলো আমি চালাক বলে নাকি ছলেবলে তোমাদের ধরেছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 সুতরাং, কেউ অবশ্যই বলবে যে আমি তোমাদের টাকার কথা বলিনি, আমি কৌশলে তোমাদের বাধা দিয়ে আমার নিজের প্রয়োজনের সব খরচ আমি করেছি। অধ্যায় দেখুন |