Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ করিন্থীয় 10:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমাদের যুদ্ধের হাতিয়ার এ জগতের নয়, ঐশী শক্তি সম্পন্ন সেই হাতিয়ার প্রতিরোধের দুর্গ ভেঙ্গে ফেলার ক্ষমতা রাখে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র দুনিয়াবী নয়, কিন্তু দুর্গসমূহ ভেঙ্গে ফেলবার জন্য আল্লাহ্‌র সাক্ষাতে পরাক্রমী। আমরা লোকদের বাজে বিতর্ক সকল ধ্বংস করছি,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা সংগ্রাম করি, তা জাগতিক নয়, কিন্তু দুর্গসকল ধ্বংস করার জন্য সেগুলির মধ্যে আছে ঐশ্বরিক পরাক্রম। আমরা সব তর্কবিতর্ক ধ্বংস করে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 জগৎ‌ যে যুদ্ধের অস্ত্র ব্যবহার করে, আমরা তার থেকে স্বতন্ত্র যুদ্ধাস্ত্র ব্যবহার করি। আমাদের যুদ্ধের অস্ত্র ঈশ্বরের পরাক্রম; এই যুদ্ধাস্ত্র শত্রুর সুদৃঢ় ঘাঁটি ধ্বংস করতে পারে। লোকদের বাজে বিতর্ক আমরা বিফল করতে পারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমরা যে সব অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করি সেটা মাংসিক নয়। তার পরিবর্তে তাদের যে ঐশ্বরিক ক্ষমতা আছে তার মাধ্যমে দুর্গসমূহ ধ্বংস করার জন্য ঈশ্বরের কাছে পরাক্রমী। আমরা সমস্ত বিতর্ক এবং,

অধ্যায় দেখুন কপি




২ করিন্থীয় 10:4
28 ক্রস রেফারেন্স  

সত্যবাদিতা এবং ঈশ্বরের পরাক্রম দ্বারা আমরা ঈশ্বরের সেবকরূপে যোগ্যতার পরিচয় দিচ্ছি। সংগ্রামের জন্য আমরা ধার্মিকতাকে অস্ত্ররূপে ধারণ করেছি।


আমি তোমার উপর জাতিবৃন্দ ও রাজ্যগুলির কর্তৃত্বভার অর্পণ করলাম। তুমি তাদের উৎখাত করবে, ভেঙ্গে ফেলবে, ধ্বংস করবে, ভূমিস্যাৎ করবে। তুমি তাদের গাছের মত রোপণ করবে—তাদের গড়ে তুলবে।


যেন তোমাদের বিশ্বাস মানবিক জ্ঞানের ভিত্তিতে নয় কিন্তু ঈশ্বরের পরাক্রমে প্রতিষ্ঠিত হয়।


বৎস তিমথি, অতীতে তোমার বিষয় সকল দিব্যবাণী স্মরণ করে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যাতে ধর্মবিশ্বাস এবং নিষ্কলুষ বিবেকের অস্ত্রে সজ্জিত হয়ে তুমি প্রাণপণে সংগ্রাম কর। অনেকে বিবেক বিসর্জন দিয়ে বিশ্বাসের তরী ডুবিয়ে দিয়েছে।


রাত্রি শেষ হয়ে এল, দিন আগত ঐ। তামসিক কার্যকলাপ পরিহার করে এস আমরা আলোকের রণসজ্জায় সজ্জিত হই।


কিন্তু আমরা দিবসের স্বজন বলেই এস, আমরা সংযমী হই, বিশ্বাস ও প্রেমের বক্ষত্রাণ এবং মুক্তির প্রত্যাশার শিরস্ত্রাণ দারণ করি।


কিন্তু ঈশ্বর তাঁর এই অমূল্য সম্পদ আমাদের মত মৃন্ময় পাত্রে রেখেছেন, এতেই বোঝা যায় যে এই অসাধারণ শক্তি একমাত্র ঈশ্বরের আমাদের নয়।


তোমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলিকে দুষ্কর্মের যন্ত্ররূপে পাপের কবলে সমর্পণ করে দিয়ো না। বরং মৃতলোক থেকে পুনর্জীবিত মানুষরূপে ঈশ্বরের চরণে নিজেদের উৎসর্গ কর, তোমাদের অঙ্গপ্রত্যঙ্গ সৎকর্মের উদ্দেশে ঈশ্বরের কাছে নিবেদন কর।


এতে আমাদের নিজেদের কোন কৃতিত্ব নেই, কোন কৃতিত্ব দাবী করার যোগ্যতাও নেই, আমাদের যোগ্যতা ঈশ্বর থেকে উদ্ভূত।


সিয়োন থেকে প্রভু পরমেশ্বর প্রেরণ করবেন তোমার পরাক্রমের রাজদণ্ড, তোমার শত্রুদলের মাঝে রাজত্ব করবে তুমি।


বিশ্বাসের ফলেই সাতদিন প্রদক্ষিণ করার পর জেরিকো নগরীর প্রাচীর ধসে পড়ল।


যীশু খ্রীষ্টের সুযোগ্য যোদ্ধার মত তুমি সমস্ত দুঃখ যন্ত্রণা বরণ কর।


মিশরী সভ্যতার সমস্ত জ্ঞান-বিজ্ঞানেই মোশি শিক্ষিত হয়ে উঠলেন। তেজস্বী বক্তা ও কর্মদক্ষ পুরুষ হয়ে উঠলেন তিনি।


যেদিন তোমাদের শত্রুদের সমস্ত দুর্গ অধিকৃত হবে এবং তাদের সমস্ত লোক নিহত হবে, সেইদিন প্রত্যেকটি পর্বত ও পাহাড় থেকে নির্গত হবে জলধারা,


তুরীধ্বনি শোনামাত্র লোকেরা রণহুঙ্কার দিয়ে উঠল। শিঙার আওয়াজ শোনামাত্র সেই প্রচণ্ড হুঙ্কারের সঙ্গে সঙ্গে ধসে পড়ল নগরের প্রাচীর। ইসরায়েলীরা ঝাঁপিয়ে পড়ল। দখল করে নিল যিরিহো নগর।


দূরে থেকে এইজন্যই আমি এইসব বিষয় লিখলাম যাতে আমি যখন তোমাদের কাছে উপস্থিত হব তখন আমাকে যেন কঠোর হতে না হয়, কারণ ভেঙ্গে ফেলার জন্য নয়, গড়ে তোলার জন্যই প্রভু আমাকে এই ক্ষমতা দিয়েছেন।


কেউ কি কখনও সেনাবাহিনীতেও যোগ দিয়ে নিজের ব্যয়ভার বহন করে? দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে কে তার ফল না খায়? কোন রাখাল তার পালের গরুর দুধ খায় না?


আমার বাণী আগুনের মত, হাতুড়ির মত আমার বাণী, যা পাথরকে ভেঙ্গে খণ্ড-বিখণ্ড করে।


তোমাদের ধ্বংস করার জন্য নয়, কিন্তু গড়ে তোলার অধিকার প্রভু আমাদের দিয়েছেন। সেই সম্পর্কে আমি যদি কিছু বেশি গর্ব প্রকাশ করে থাকি তবে তার জন্য আমাকে লজ্জায় পড়তে হবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন