Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 9:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 (আগেকার দিনে ইসরায়েলীদের মধ্যে যখন কেউ দৈব অনুসন্ধান করতে যেত তখন সে বলত, চল আমরা দিব্যদর্শীর কাছে যাই, কারণ আজকাল যাঁকে নবী বলা হয় আগেকার দিনে তাঁকে বলা হত দিব্যদর্শী)।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 (আগেকার দিনে ইসরাইলের মধ্যে আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করার জন্য যেতে হলে লোকে এরকম বলতো, চল, আমরা দর্শকের কাছে যাই; কেননা সম্প্রতি যাঁকে নবী বলা যায়, আগেকার দিনে তাকে দর্শক বলা হত।)

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 (প্রাচীনকালে ইস্রায়েল দেশে, যদি কেউ ঈশ্বরের কাছে কোনো কিছুর খোঁজ নিতে যেত, তখন তারা বলত, “এসো, দর্শকের কাছে যাওয়া যাক,” কারণ বর্তমানে যাদের ভাববাদী বলা হয়, আগে তাদের দর্শক বলা হত।)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 —পূর্ব্বকালে ইস্রায়েলের মধ্যে ঈশ্বরের নিকটে জিজ্ঞাসা করণার্থে যাইতে হইলে লোকে এইরূপ বলিত, চল, আমরা দর্শকের নিকটে যাই; কেননা সম্প্রতি যাঁহাকে ভাববাদী বলা যায়, পূর্ব্বকালে তাঁহাকে দর্শক বলা যাইত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9-11 শৌল বলল, “ভাল কথা, তাহলে চলো।” তাই তারা সেই শহরে গেল, যেখানে ঈশ্বরের ভাববাদী থাকত। শৌল ও তার ভৃত্যটি পর্বতের পথ দিয়ে শহরের দিকে যাচ্ছিল। সেই সময় যুবতীরা জল নিতে আসছে দেখে তারা জিজ্ঞাসা করল, “দর্শনকারী কি এই জায়গায় রয়েছেন?” (অতীতে ইস্রায়েলের লোকরা ভাববাদীকে “দর্শনকারী” বলেও ডাকত। তাই ঈশ্বরের কাছে কিছু বিষয়ে প্রশ্ন করতে চাইলে তারা বলত, “চলো দর্শনকারীর কাছে যাই।”)

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 আগেকার দিনের ইস্রায়েলের মধ্যে কোনো লোক যদি ঈশ্বরের কাছ থেকে কোনো বিষয় জানতে চাইত তবে সে যাবার আগে বলত, “চল, আমরা দর্শকের কাছে যাই,” এখন যাঁকে ভাববাদী বলা হয় আগেকার দিনের তাঁকে দর্শক বলা হত।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 9:9
16 ক্রস রেফারেন্স  

তারা প্রবক্তা নবীদের চুপ করে থাকতে বলে। তারা তাদের বলে, আমাদের মনের মত কথা বল, ধর্মজ্ঞানে আমাদের প্রয়োজন নেই। আমাদের গড়া মায়াজালের মধ্যেই আমাদের থাকতে দাও।


অমৎসিয় আমোসকে বললেন, ওহে দিব্যদর্শী, খুব হয়েছে, এবার যিহুদীয়ায় পালাও। সেখানে গিয়ে ভাবোক্তি করে অন্নসংস্থান কর।


রাজা দাউদের রাজত্বের প্রথম থেকে শেষ পর্যন্ত তিনজন নবী—শমুয়েল, নাথন ও গাদ-এর বিবরণে এই ইতিহাস লেখা রয়েছে।


শলোমোত ও তাঁর পরিবারের সকলের উপরে ঐ সমস্ত জিনিষ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এবং সেই সঙ্গে নবী শমুয়েল, রাজা শৌল, নেরের পুত্র অবনের এবং সরূয়ার পুত্র যোয়াবের নিবেদিত উপহার সামগ্রী রক্ষার দায়দায়িত্বও তাঁদের উপরে ছিল।


প্রভু পরমেশ্বর তাঁর বার্তাবহ ও তাঁর মুখপাত্রস্বরূপ নবীদের পাঠিয়েছিলেন ইসরায়েল ও যিহুদীয়ার লোকদের সতর্ক করে দেবার জন্য। তাঁদের মাধ্যমে বলে পাঠিয়েছিলেনঃ মন্দপথ পরিত্যাগ কর। তোমাদের পূর্বপুরুষদের আমি যে বিধান ও অনুশাসন দিয়েছি এবং আমার সেবক নবীদের মারফৎ যে নির্দেশ পাঠিয়েছি, সেগুলি পালন কর।


তখন দাউদের ভবিষ্যৎ দ্রষ্টা নবী গাদকে প্রভু পরমেশ্বর বললেন, দাউদের কাছে যাও, তাকে বল যে আমি তার সামনে তিনটে বিষয় রাখব। তার মধ্যে তাকে একটা বেছে নিতে হবে এবং সেইটাই তার উপরে ঘটবে। পরের দিন সকালে দাউদ ঘুম থেকে উঠলে


প্রভু পরমেশ্বর তোমাদের তন্দ্রালু করেছেন গভীর নিদ্রায় ডুবে যাওয়ার জন্য। তোমাদের দ্রষ্টা নবীদের দৃষ্টিও ঈশ্বর আচ্ছন্ন করেছেন।


তাঁর গর্ভে যমজ সন্তান এল। কিন্তু গর্ভমধ্যেই তাদের বিরোধ শুরু হয়ে গেল। রেবেকা বললেন, এই যদি অবস্থা হয় তবে আমার বেঁচে থেকে কি লাভ? তিনি প্রভু পরমেশ্বরের কাছে এই ব্যাপারে জানতে চাইলেন।


এতে রাজা আসা নবীর উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাঁকে শৃঙ্খলিত করে রাখলেন। এই সময় থেকে রাজা আসা কিছু কিছু লোকের উপর নির্মম ব্যবহার করতে আরম্ভ করেছিলেন।


এই সময় নবী হনানি রাজা আসার কাছে গিয়ে বললেন, যেহেতু তুমি আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর নির্ভর না করে তার পরিবর্তে সিরিয়ার রাজার উপরে নির্ভর করেছ, সেই হেতু ইসরায়েলরাজের সৈন্যদল তোমার কবল থেকে মুক্ত হয়ে গেছে।


বিভিন্ন প্রবেশ পথ ও দ্বাররক্ষার জন্য সর্বমোট দুশো বারো জনকে প্রহরী নিযুক্ত করা হয়েছিল। তাঁরা যে এলাকায় বাস করতেন, সেই এলাকা অনুযায়ী তাঁদের নাম তালিকাভুক্ত, হয়েছিল। তাঁরা যে এলাকায় বাস করতেন, সেই এলাকা অনুযায়ী তাঁদের নাম তালিকাভুক্ত হয়েছিল। রাজা দাউদ ও নবী শমুয়েল এঁদের পূর্বপুরুষদের এইসব দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত করেছিলেন।


যিহোশূয়ের মৃত্যুর পরে ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের নির্দেশ জানতে চাইল যে তাদের মধ্যে কোন গোষ্ঠী কনানীদের প্রথমে আক্রমণ করবে:


শৌল তখন তাঁর দাসকে বললেন, ঠিক বলেছ, তাহলে চল যাই। তখন তাঁরা যে নগরে সেই ঈশ্বরভক্ত ব্যক্তি ছিলেন সেখানে গেলেন।


তখন প্রভু পরমেশ্বর দাউদের নবী গাদকে বললেনঃ


তারা তখন তাকে বলল, দয়া করে তুমি ঈশ্বরের কাছে জেনে বল আমাদের যাত্রা শুভ হবে কি না।


সারা দেহ যদি কেবল চোখ হত তাহলে শোনা যেত কি করে? কিম্বা দেহ যদি শুদু কানই হত তাহলে ঘ্রাণ নেওয়া চলত কি করে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন