১ শমূয়েল 8:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)16 তোমাদের দাসদাসী, সেরা যুবকেরা এবং গাধাগুলিকে নিয়ে সে নিজের কাজে লাগাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর তিনি তোমাদের গোলাম বাঁদী ও তোমাদের সেরা যুবকদের ও তোমাদের সমস্ত গাধা নিয়ে তাঁর নিজের কাজে নিযুক্ত করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তোমাদের দাস-দাসীদের ও সেরা পশুপাল ও গাধার পাল তিনি নিজের ব্যবহারের জন্য দখল করে নেবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর তিনি তোমাদের দাস দাসী ও সর্ব্বোত্তম যুবা পুরুষদিগকে ও তোমাদের গর্দ্দভ সকল লইয়া আপন কার্য্যে নিযুক্ত করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 “একজন রাজা তোমাদের দাস ও দাসীদের নিয়ে নেবে। সে তোমাদের সব চেয়ে সেরা গবাদি পশু ও গাধাদের নেবে। সে তার নিজের উদ্দেশ্যে তাদের ব্যবহার করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তিনি তোমাদের দাসদাসী এবং তোমাদের সেরা যুবকদের ও গাধাগুলো নিয়ে নিজের কাজে লাগাবেন। অধ্যায় দেখুন |