Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 8:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তিনি বললেন, যে রাজা তোমাদের উপরে রাজত্ব করবে, তোমাদের প্রতি তার আচরণ হবে এই রকম: সে তার রথ 3 অশ্বের পরিচর্যায় তোমাদের পুত্রদের নিযুক্ত করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আরও বললেন, তোমাদের উপরে রাজত্বকারী বাদশাহ্‌র এরকম নিয়ম হবে; তিনি তোমাদের পুত্রদের নিয়ে তাঁর রথ ও ঘোড়ার উপরে নিযুক্ত করবেন এবং তারা তাঁর রথের আগে আগে দৌড়াবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তিনি বললেন, “যে রাজা তোমাদের উপর রাজত্ব করবেন, তিনি তাঁর অধিকাররূপে তোমাদের কাছে এই দাবি জানাবেন: তিনি তোমাদের ছেলেদের নিয়ে তাঁর রথ ও অশ্বগুলির পরিচর্যাকাজে লাগাবেন, ও তারা তাঁর রথের সামনে সামনে দৌড়াবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আরও কহিলেন, তোমাদের উপরে রাজত্বকারী রাজার এইরূপ নিয়ম হইবে; তিনি তোমাদের পুত্রগণকে লইয়া আপনার রথের ও অশ্বের উপরে নিযুক্ত করিবেন, এবং তাহারা তাঁহার রথের অগ্রে অগ্রে দৌড়িবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 শমূয়েল বলল, “যদি তোমরা রাজা চাও তাহলে সে কি কি করবে শোন। সে তোমাদের পুত্রদের তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে এবং জোর করে তাদের দিয়ে নিজের সেবা করিয়ে নেবে। তাদের জোর করে সৈন্য করবে, রথ আর অশ্ববাহিনীতে ঢুকিয়ে তাদের দিয়ে লড়াই করাবে। রাজার রথকে সামলানোর জন্য সেই রথের সামনে ছুটে ছুটে তারা পাহারা দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আরও বললেন, “তোমাদের উপরে রাজত্বকারী রাজার এইরকম নিয়ম হবে; তিনি তোমাদের ছেলেদের নিয়ে তাঁর রথ ও ঘোড়ার উপর নিযুক্ত করবেন এবং তারা তাঁর রথের আগে আগে দৌড়াবে।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 8:11
14 ক্রস রেফারেন্স  

শৌল সারাজীবন ফিলিস্তিনীদের বিরুদ্ধে কঠোর যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলেন। তিনি কোন বলবান এবং বীরপুরুষের সন্ধান পেলেই তাকে তাঁর দলভুক্ত করে নিতেন।


পরে শমুয়েল জনগণের কাছে রাজার অধিকার ও কর্তব্যের বিষয় ব্যাখ্যা করলেন এবং সেগুলি একটি পুস্তকে লিপিবদ্ধ করে পবিত্র স্থানে রেখে দিলেন। তারপর শমুয়েল সমস্ত লোককে বিদায় দিলে তারা নিজেদের বাড়িতে ফিরে গেল।


এই ঘটনার পর অবশালোম নিজের জন্য রথ ও ঘোড়া এবং পঞ্চাশজন অনুচর রাখল।


চোদ্দ হাজার রথারোহী আর বারো হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে শলোমন একটি সৈন্যবাহিনী গড়েছিলেন। এর মধ্যে কিছু সৈন্য তিনি জেরুশালেমে রেখেছিলেন এবং বাকী সৈন্যদের নানা শহরের ঘাঁটিতে মোতায়েন রেখেছিলেন।


প্রভুর শক্তি এলিয়ের উপর ভর করল। তিনি শক্ত করে কোমরে কাপড় জড়িয়ে দৌড়ে আহাবের আগে যিষ্‌রিয়েল গিয়ে পৌঁছালেন।


তারা বলল, ওদের আপনি বলবেন, আমার কড়ে আঙ্গুলটা আমার বাবার কোমরের চেয়েও মোটা।


আপনার পিতা শলোমন আমাদের সঙ্গে অত্যন্ত রূঢ় ব্যবহার করতেন এবং আমাদের উপরে দুরূহ কাজের বোঝা চাপিয়ে দিয়েছেন। যদি আপনি এই বোঝা হালকা করে দেন এবং আমাদের স্বচ্ছন্দে জীবনযাপন করার সুযোগ দেন, তাহলে আমরা আপনার অনুগত প্রজা হয়ে থাকব।


হগীতের গর্ভে দাউদের পুত্র আদোনিয়র জন্ম হয়। অবশালোমের পরে সে ছিল অত্যন্ত সুপুরুষ। সে তার পিতা দাউদের প্রশ্রয়ে নিজের ইচ্ছামত কাজ করত। দাউদ তাকে কিছু বলতেন না। সে নিজের জন্য রথ, রথের চালক এবং পঞ্চাশ জনের একটি রক্ষীদল গড়ে তুলল এবং নিজেকে ভাবী রাজা বলে বড়াই করতে লাগল।


অতএব তুমি তাদের কথা শোন, কিন্তু দৃঢভাবে তাদের সতর্ক করে দাও এবং বুঝিয়ে দাও যে, তাদের প্রতি রাজার ব্যবহার কেমন হবে।


সেগুলির পরিবর্তে রহবিয়াম ব্রোঞ্জের ঢাল তৈরী করিয়ে প্রাসাদের দ্বাররক্ষী কর্মচারীদের জিম্মায় দিলেন।


তিনি তাদের সম্বোধন করে বললেন, হে বিন্যামীনকুলের লোক, তোমরা সকলে শোন, যিশয়ের পুত্র কি তোমাদের প্রত্যেককে জমিজমা ও আঙ্গুরক্ষেত দেবে? সে কি তোমাদের সকলকেই সহস্র সৈন্যের বা শত সৈন্যের নায়ক করে দেবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন