Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 6:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তখন গাভী দুটি রাজপথ দিয়ে হাম্বারব করতে করতে সোজা বেৎ-শেমেশের দিকে চলল, দক্ষিণে কি বামে ফিরল না। ফিলিস্তিনী ভূস্বামীরা তাদের পিছন পিছন বেৎ-শেমেশের সীমান্ত পর্যন্ত গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর সেই দুই গাভী বৈৎশেমশের সোজা পথ ধরে, রাজপথ দিয়ে হাম্বারব করতে করতে চললো, ডানে বা বামে ফিরল না। ফিলিস্তিনীদের ভূপালেরাও বৈৎ-শেমশের অঞ্চল পর্যন্ত তাদের পিছনে পিছনে গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 গরুগুলি তখন সোজা পথের মাঝখান দিয়ে হাম্বা হাম্বা ডাক ছেড়ে বেত-শেমশের দিকে এগিয়ে গেল; সেগুলি ডাইনে বা বাঁয়ে, কোনোদিকেই ঘোরেনি। বেত-শেমশের সীমান্ত পর্যন্ত ফিলিস্তিনী শাসনকর্তারা সেগুলির পশ্চাদ্ধাবন করে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর সেই দুই গাভী বৈৎ-শেমশের সোজা পথ ধরিয়া চলিল, রাজপথ দিয়া হাম্বারব করিতে করিতে চলিল, দক্ষিণে কি বামে ফিরিল না; এবং পলেষ্টীয়দের ভূপালগণ বৈৎ-শেমশের অঞ্চল পর্য্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 গাভীদুটো সোজা বৈৎ‌-শেমশের দিকে গেল, সমস্ত রাস্তা তারা হাম্বা হাম্বা শব্দ করে চলল। ডাইনে কি বাঁয়ে একবারও ঘুরল না। পলেষ্টীয় শাসকরা বৈৎ‌-শেমশের সীমানা পর্যন্ত গাভী দুটোর পেছনে পেছনে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আর সেই দুটো গরু বৈৎ-শেমশের সোজা পথ ধরে চলল, রাজপথ দিয়ে হাম্বা রব করতে করতে চলল, ডানে কিম্বা বাঁয়ে ফিরল না এবং পলেষ্টীয়দের শাসনকর্তারা বৈৎ-শেমশের সীমা পর্যন্ত তাদের পিছনে পিছনে গেলেন।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 6:12
7 ক্রস রেফারেন্স  

ইসরায়েলীরা আবার তাঁর কাছে আবেদন জানাল, আমরা শুধু রাজপথ দিয়ে যাব। আমাদের পশুপাল কিংবা আমরা যদি আপনার এলাকা থেকে জল পান করি তা হলে তার জন্য দাম আমরা দেব। আমাদের শুধু পায়ে হেঁটে আপনার রাজ্য পেরিয়ে যেতে দিন।


আর লক্ষ্য কর, যদি সেটি নিজ দেশের পথে বেৎ-শেমেশের দিকে যায়, তবে বুঝবে তিনিই আমাদের এই মহা অমঙ্গল ঘটিয়েছিলেন, অন্যথায় জানব যে আমাদের উপর এই আঘাত তাঁর কাছ থেকে আসেনি, দৈবক্রমেই আমাদের এই অমঙ্গল ঘটেছে।


পরে তারা প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকটি এবং স্বর্ণমুষিক ও স্ফোটকের প্রতিমূর্তিবাহী আধারটি এনে শকটের উপরে স্থাপন করল।


সেই সময় বেৎ-শেমেশের অধিবাসীরা উপত্যকাভূমিতে গম কাটছিল, তারা চোখ তুলে ঈশ্বরের চুক্তিসিন্দুকটি দেখতে পেয়ে আনন্দিত হল।


সঙ্কটের কিছুটা নিরসন হয়েছে দেকে ফারাও-এর মন আবার কঠিন হয়ে উঠল। প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন তেমনই ফারাও মোশি ও হারোণের কথা আর গ্রাহ্য করলেন না।


তারপর বালা থেকে পশ্চিম দিকে সেয়ীর পর্বত ঘুরে জিয়ারিম পাহাড়ের উত্তরে কসালোন পর্যন্ত গেল। সেখান থেকে নীচের দিকে বেথ-শেমেশ হয়ে তিম্‌নার পাশ কাটিয়ে গেল।


বেনদেকার: মাকাস অঞ্চল, শালবিম,বেথ-শেমেল, ও এলোন-বেথ-হানান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন