Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 5:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 এই দেখে আসদোদের অধিবাসীরা বলল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুক আমাদের কাছে রাখা চলবে না কারণ আমাদের উপর এবং আমাদের দেবতা দাগোনের উপর তিনি কঠোরহস্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 পরে অস্‌দোদীয়েরা এরকম দেখে বললো, ইসরাইলের আল্লাহ্‌র সিন্দুক আমাদের কাছে থাকবে না; কেননা আমাদের উপরে ও আমাদের দেবতা দাগোনের উপরে তাঁর হাত কষ্টদায়ক হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 যা যা ঘটছিল, তা দেখে অস্‌দোদের মানুষজন বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকটি এখানে আমাদের সঙ্গে যেন না থাকে, কারণ তাঁর হাত আমাদের ও আমাদের দেবতা দাগোনের উপর ভারী হয়ে পড়েছে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 পরে অস্‌দোদীয়েরা এইরূপ দেখিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে থাকিবে না; কেননা আমাদের উপরে ও আমাদের দেবতা দাগোনের উপরে তাঁহার হস্ত ক্লেশদায়ক হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 এইসব দেখে অস্‌দোদের লোকরা বলাবলি করল, “ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক এখানে যেন না থাকে, ইস্রায়েলের ঈশ্বর আমাদের আর দেবতা দাগোনকে শাস্তি দিচ্ছেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 পরে অস্‌দোদীয়রা এইরকম দেখে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে থাকবে না; কারণ আমাদের ও আমাদের দেবতা দাগোনের উপরে তাঁর হাত যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে।”

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 5:7
15 ক্রস রেফারেন্স  

ইসরায়েলীরা যাতে তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যায় সেই জন্য মিশরীরা তাদের খুব পীড়াপীড়ি করতে লাগল। তারা বলল, তা না হলে আমরা সকলেই মারা পড়ব।


মোয়াব, তুমি নাকি নির্ভর করেছিলে আপন বাহুবল ও ঐশ্বর্যের উপর। কিন্তু হায়, তুমি এবার বিজিত হবে, বন্দী হবে শত্রুর হাতে। তোমার দেবতা কেমোশ যাবে নির্বাসনে, সঙ্গে যাবে তার পুরোহিতেরা আর রাজপুরুষেরা।


সর্বধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেন, আমি মিশরের দেবতা ও রাজাসহ মিশরের সঙ্গে থিব্‌সের দেবতাকেও শাস্তি দিতে উদ্যত হয়েছি। মিশরের রামার উপরে যারা বিশ্বাস ও নির্ভর করে, তাদের সকলকে আমি শাস্তি দেব।


প্রথমবারে তোমরা ছিলে না বলে সেটি তোমরা বয়ে আনতে পার নি এবং যথাবিহিতভাবে তাঁর উপাসনা করা হয় নি বলে আমাদের প্রভু পরমেশ্বর আমাদের দণ্ড দিয়েছিলেন।


তারপর দাউদের মনে পরম ঈশ্বর প্রভুর সম্পর্কে ভয় জাগল। তিনি ভাবতে লাগলেন এখন কি করে প্রভুর এই চুক্তিসিন্দুক আমি এনে রাখব।


বেৎ-শেমেশের অধিবাসীরা বলল এই পবিত্র ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুকে কে দাঁড়াতে পারে? তিনি আমাদের কাছ থেকে কার কাছে যাবেন? তখন তারা কিরিয়াত-জিয়ারিমের অধিবাসীদের কাছে দূত পাঠিয়ে বলল, ফিলিস্তিনীরা প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুক ফিরিয়ে দিয়েছে, তোমরা এসে সেটি তোমাদের নগরে নিয়ে যাও।


এর আগে কখনও এমন ব্যাপার ঘটে নি। সর্বনাশ! এই মহাপরাক্রমী দেবতাদের হাত থেকে কে আমাদের উদ্ধার করবে? এই দেবতারাই তো প্রান্তরে বহুবিধ মহামারী দিয়ে মিশরীদের সংহার করেছিলেন।


ফারাও-এর পারিষদবর্গ বললেন, আর কতদিন এই লোকটির ফাঁদে পড়ে আমাদের দূর্ভোগ সহ্য করতে হবে? আপনি এই লোকগুলোকে ছেড়ে দিন, ওরা গিয়ে ওদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসনা করুক। আপনি কি দেখতে পাচ্ছেন না এদের জন্য মিশর ধ্বংস হতে চলেছে?


বজ্রপাত ও শিলাবৃষ্টি যথেষ্ট হয়েছে, এর অবসানের জন্য তোমরা এখন তাঁর কাছে প্রার্থনা নিবেদন কর। আমি তোমাদের মুক্তি দেব, তোমাদের আর এখানে থাকতে হবে না।


ফারাও বললেন, বেশ, আমি তোমাদের প্রান্তরে গিয়েই তোমাদের প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করার অনুমতি দেব, কিন্তু তোমরা বেশী দূরে যেও না। তোমরা এখন আমার জন্য তোমাদের ঈশ্বরের কাছে বিনতি কর।


ফারাও তখন মোশি ও হারোণকে ডাকিয়ে এনে বললেন, আমার ও আমার প্রজাদের কাছ থেকে ব্যাঙের ঝাঁক দূর করার জন্য তোমার প্রভু পরমেশ্বরের কাছে বিনতি কর, তাহলে আমি তাঁর উদ্দেশে বলি উৎসর্গ করতে তোমার স্বজাতিকে যেতে দেব।


প্রভু পরমেশ্বর কঠোর হস্তে আসদোদের অধিবাসীদের দণ্ড দিলেন। তিনি আসদোদ এবং ঐ অঞ্চলের অধিবাসীদের দেহ বিষফোড়ার দ্বারা জর্জরিত করে শাস্তি দিলেন।


অতএব তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সমস্ত ভূস্বামীদের সমবেত করে তাদের জিজ্ঞাসা করল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুক সম্পর্কে আমাদের করণীয় কি? তাঁরা বললেন, সিন্দুকটি গাৎ-এ নিয়ে যাওয়া হোক। তখন তারা চুক্তিসিন্দুকটি গাৎ-এ নিয়ে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন