Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 5:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 পরের দিন ভোরে আসদোদের অধিবাসীরা দেখল, প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে দাগোন উবুড় হয়ে পড়ে রয়েছে। তখন তারা দাগোনকে উঠিয়ে তার নিজের জায়গায় স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পরদিন অস্‌দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখলো মাবুদের সিন্দুকের সম্মুখে দাগোন ভূমিতে উবুড় হয়ে পড়ে আছে; তাতে তারা দাগোনকে তুলে পুনর্বার স্বস্থানে স্থাপন করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 অস্‌দোদের অধিবাসীরা পরদিন সকালে উঠে দেখল, সদাপ্রভুর সিন্দুকের সামনে দাগোন মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে! তারা দাগোনকে তুলে এনে আবার স্বস্থানে বসিয়ে দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরদিবসে অস্‌দোদের লোকেরা প্রত্যূষে উঠিল, আর দেখ, সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে দাগোন ভূমিতে উবুড় হইয়া পড়িয়া আছে; তাহাতে তাহারা দাগোনকে তুলিয়া পুনর্ব্বার স্বস্থানে স্থাপন করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 পরদিন সকালে অস্‌দোদের লোকরা দেখল দাগোনের মূর্ত্তিটা প্রভুর সিন্দুকের সামনেই মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। অস্‌দোদের লোকরা মূর্ত্তিটাকে তুলে তার জায়গায় ঠিক করে রাখল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পরের দিন অস্‌দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখল, সদাপ্রভুর সিন্দুকের সামনে দাগোন মাটিতে উপুড় হয়ে পড়ে আছে; তাতে তারা দাগোনকে তুলে নিয়ে আবার তার জায়গায় রাখল।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 5:3
17 ক্রস রেফারেন্স  

মিশর সম্বন্ধে দৈববাণী। মেঘরথে চড়ে দ্রুতগতিতে প্রভু পরমেশ্বর মিশরে আসছেন। মিশরের অলীক প্রতিমারা থরথর করে কাঁপছে তাঁর সামনে। মিশরীরা সাহস হারিয়েছে।


কাঁধে তুলে তাকে বয়ে নিয়ে যায় তারা, প্রতিষ্ঠা করে একটি স্থানে, সেখানেই সেটি দাঁড়িয়ে থাকে নিশ্চল হয়ে, সেখান থেকে নড়ার ক্ষমতা এই তার। কেউ যদি তার কাছে জানায় বিনতি পারে না সে উত্তর দিতে, পারে না রক্ষা করতে তাকে দুর্দৈব থেকে।


পরমেশ্বর তাদের প্রতি নির্মম হবেন, পৃথিবীর সমস্ত প্রজাকে তিনি হতমান করবেন, সর্বদেশের সর্বজাতি তাঁরই আরাধনা করবে।


অপদেবতাগ্রস্ত লোকেরা তাঁকে দেখলেই তাঁর সামনে লুটিয়ে পড়ে চীৎকার করে বলত, আপনি ঈশ্বরের পুত্র।


সকলেই তারা অজ্ঞ মূর্খ, কাষ্ঠ প্রতিমার কাছে কি শিখতে পারে তারা?


সূত্রধর স্বর্ণকারকে দান করেছে উৎসাহ, বলেছে, ‘অতি উত্তম’। ধাতু দিয়ে প্রতিমা নির্মাণের পর পেটাই করে যে তার অঙ্গ মসৃণ করে, সে উৎসাহ দেয় তাকে, যে পেরেক দিয়ে সেটি একসাথে জোড়া লাগায়, তারা বলে, নিখুঁত হয়েছে কাজ। দেবস্থানে প্রতিমাটিকে তারা পেরেক দিয়ে গেঁথে দেয় বেদীর সাথে।


সোনা বা রূপোর সংস্থান করতে অক্ষম যে, সে এমন একটি কাষ্ঠখণ্ড বেছে আনে যাতে পচন ধরে না, তারপর সে খুঁজে আনে এক নিপুণ শিল্পী যে রূপায়িত করবে সেই কাষ্ঠখণ্ডকে একটি প্রতিমায় তারপর স্থাপন করবে তাকে সুদৃঢ়ভাবে।


প্রতিমা-উপাসক, যারা অসার প্রতিমার গর্ব করে তারা সকলেই হবে লজ্জিত, কারণ সমস্ত দেবতা তাঁর সম্মুখে করে প্রণিপাত।


ঐ রাত্রে আমি মিশরের মধ্য দিয়ে যাব এবং মিশরের মানুষ ও পশু নির্বিশেষে সকলের প্রথমজাত সন্তানকে সংহার করব। আমি প্রভু পরমেশ্বর এইভাবেই মিশরের দেবতাদের দণ্ডবিধান করব।


অতএব তোমরা নিজেদের স্ফোটক ও দেশবিধ্বংসী মুষিকদের প্রতিকৃতি নির্মাণ করে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরকে উপহার দাও। তাহলে হয়তো তিনি তোমাদের উপর, তোমাদের দেবতাদের ও দেশের উপর তাঁর দণ্ড লাঘব করবেন।


প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুক সাত মাস ফিলিস্তিনীদের দেশে ছিল।


তারা একটি বৃষ নিয়ে উৎসর্গ করল এবং সকাল থেকে দুপুর পর্যন্ত চীৎকার করে বেলদেবকে আহ্বান করতে লাগল: হে বেলদেব, আমাদের ডাকে সাড়া দাও। সেই সঙ্গে নেচে নেচে তারা যজ্ঞবেদী প্রদক্ষিণ করতে লাগল। কিন্তু কোন সাড়া এল না।


হাত আছে তবু স্পর্শ শক্তি নাই পা থাকতেও চলতে পারে না এরা, ধ্বনিত হয় না কোন কথা তাদের কণ্ঠে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন