Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 4:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 হে ফিলিস্তিনীগণ সাহস অবলম্বন কর, পৌরুষের পরিচয় দাও। ঐ ইসরায়েলীরা যেমন তোমাদের দাসত্ব করে, তেমনি তোমরাও যাতে তাদের দাস না হও তার জন্য বীরত্বের পরিচয় দাও, যুদ্ধ কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 হে ফিলিস্তিনীরা, বলবান হও, পুরুষত্ব দেখাও; ঐ ইবরানীরা যেমন তোমাদের গোলাম হল, তেমনি তোমরা যেন ওদের গোলাম না হও; পুরুষত্ব দেখাও, যুদ্ধ কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 ফিলিস্তিনীরা, শক্তপোক্ত হও! পুরুষত্ব দেখাও, তা না হলে হিব্রুরা যেভাবে তোমাদের বশীভূত হয়েছিল, তোমরাও তাদের বশীভূত হয়ে পড়বে। পুরুষের মতো যুদ্ধ করো!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 হে পলেষ্টীয়েরা, বলবান হও, পুরুষত্ব দেখাও; ঐ ইব্রীয়েরা যেমন তোমাদের দাস হইল, তদ্রূপ তোমরা যেন উহাদের দাস না হও; পুরুষত্ব দেখাও, যুদ্ধ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 হে পলেষ্টীয়রা, সাহস রাখো। বীরের মতো লড়াই করো। অতীতে ইব্রীয়রা ছিল আমাদের ক্রীতদাস। তাই বলছি, বীরের মতো লড়াই চালাও, নইলে তোমরাই তাদের ক্রীতদাস হবে!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 হে পলেষ্টীয়েরা, বলবান হও, পুরুষত্ব দেখাও; ঐ ইব্রীয়েরা যেমন তোমাদের দাস হল, তেমনি তোমরা যেন তাদের দাস না হও; পুরুষত্ব দেখাও, যুদ্ধ কর।”

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 4:9
10 ক্রস রেফারেন্স  

তোমরা সজাগ থাক, বিশ্বাসে অটল থাক, সাহসী ও শক্তিমান হও।


ইসরায়েলীরা পরমেশ্বরের দৃষ্টিতে যা মন্দ আবার সেই কাজ করতে শুরু করল। ফলে প্রভু তাদের চল্লিশ বছর ফিলিস্তিনীদের অধীন করে রাখলেন।


সাহস কর। এস আমরা আমাদের জাতির জন্য এবং আমাদের ঈশ্বরের নগরীগুলির জন্য প্রাণপণে যুদ্ধ করি। পরম ঈশ্বর প্রভুর মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক।


আমাদের শত্রুরা ধ্বংস হয়ে গেল! লুন্ঠিত ও প্রতারিত না হওয়া সত্ত্বেও তারা অপরকে লুন্ঠন ও প্রতারণা করেছে। কিন্তু এবার তাদের লুন্ঠন ও প্রতারণা করার দিন শেষ হয়ে গেল। তারা নিজেরাই লুন্ঠিত ও প্রতারিত হবে।


এর ফলে ইসরায়েলীদের বিরুদ্ধে পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল, তিনি ফিলিস্তিনী ও আম্মোনীদের হাতে তাদের তুলে দিলেন।


প্রভু পরমেশ্বরের দেওয়া দেশে ফিরে যাবার জন্য বহু জাতি ইসরায়েলীয়দের সাহায্য করবে এবং সেই সমস্ত জাতি সেখানে ইসরায়েলীদের দাসত্ব করবে। একসময় যারা ইসরায়েলীদের বন্দী করেছিল এবার ইসরায়েলীরাই তাদের বন্দী করবে এবং এক সময় যারা তাদের নিপীড়ন করেছিল, এবার ইসরায়েলীরা তাদের উপর কর্তৃত্ব করবে।


এর আগে কখনও এমন ব্যাপার ঘটে নি। সর্বনাশ! এই মহাপরাক্রমী দেবতাদের হাত থেকে কে আমাদের উদ্ধার করবে? এই দেবতারাই তো প্রান্তরে বহুবিধ মহামারী দিয়ে মিশরীদের সংহার করেছিলেন।


ইসরায়েলীদের মধ্যে যারা এরে আগে ফিলিস্তিনীদের শিবিরে এসে যোগ দিযেছিল তারা এখন ঘুরে দাঁড়িয়ে শৌল ও যোনাথনের সঙ্গী ইসরায়েলীদের পক্ষে যোগ দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন