Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 4:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 ঈশ্বরের চুক্তিসিন্দুক অধিকৃত ও তার শ্বশুর ও স্বামী মৃত এই জন্য ‘ইসরায়েলের গৌরব অন্তর্হিত’ এই কথা বলে সে শিশুটির নাম রাখল ‘ইখাবেদ’ (গৌরব বিহীন)। সে বলল, ইসরায়েলের গৌরব অন্তর্হিত কারণ ঈশ্বরের চুক্তি সিন্দুক আজ শত্রু কবলিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 পরে সে বালকটির নাম ঈখাবোদ (হীনপ্রতাপ) রেখে বললো, ইসরাইল থেকে প্রতাপ গেল; কেননা আল্লাহ্‌র সিন্দুক দুশমনদের হস্তগত হয়েছিল এবং তার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 সে এই বলে ছেলেটির নাম ঈখাবোদ রেখেছিল যে, “ইস্রায়েল থেকে প্রতাপ চলে গিয়েছে,” যেহেতু ঈশ্বরের সিন্দুক শত্রুদের করায়ত্ত হয়েছে এবং তার শ্বশুরমশাই ও স্বামীর মৃত্যু হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 পরে সে বালকটীর নাম ঈখাবোদ [হীনপ্রতাপ] রাখিয়া কহিল, ইস্রায়েল হইতে প্রতাপ গেল; কেননা ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছিল, এবং তাহার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হইয়াছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 সে বলল, “ইস্রায়েলের মহিমা ছিনিয়ে নেওয়া হয়েছে।” সে শিশুটির নাম দিল ঈখাবোদ যার অর্থ হল মহিমা নেই। সে এ কাজটি করল কারণ ঈশ্বরের পবিত্র সিন্দুক শত্রুর হাতে গিয়েছিল এবং তার শ্বশুর ও স্বামী দুজনেই মারা গিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 পরে সে ছেলেটির নাম ঈখাবোদ [হীনপ্রতাপ] রেখে বলল, “ইস্রায়েলের থেকে গৌরব চলে গেল,” কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে এবং তার শ্বশুর ও স্বামীর মৃত্যু হয়েছিল।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 4:21
12 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, আমি ভালবাসি তোমার আবাসগৃহ সেখানেই বিরাজিত তোমার গৌরব ও মহিমা।


শত্রুর কবলে তিনি সমর্পণ করলেন আপন গৌরবের প্রতীক ও পরাক্রমের আধার স্বরূপ চুক্তিসিন্দুক।


কোনও জাতি কি কখনও আরাধ্য দেবতা বদল করেছে, অবশ্য যদিও সে প্রকৃত দেবতা নয়? কিন্তু আমার প্রজারা তাদের দেবতা আমাকে করেছে বদল, যে আমি তাদের এনে দিয়েছিলাম সম্মান ও গৌরব। ঐ দেবতারা তাদের জন্য কিছুই করতে পারেনি।


তাদের পুরোহিতেরা নিপাতিত হল খড়্গের আঘাতে, তাদের বিধবারা বিলাপ করার পেল না অবকাশ।


তারা সন্তানসন্ততি লালন-পালন করলেও আমি তাদের সন্তানহীন করব, নির্বংশ করব।যখন আমি তাদের বর্জন করব তখন ভয়াবহ ঘটনা ঘটবে তাদের উপর।


ঘোরতর হত্যাকাণ্ড সংঘটিত হল এবং ইসরায়েল বাহিনীর ত্রিশ হাজার পদাতিক সৈন্য নিহত হল।


এভাবে তারা তাদের আরাধ্য ঈশ্বরের স্থানে বসাল তৃণভোজী এক বৃষের মূর্তিকে,


তাঁর সঙ্গে অনুমান ছশো সৈন্য ছিল। সৈন্যদলের সঙ্গে অহিয় এফোদ বহন করছিলেন। অহিয় ছিলেন অহিটুবের পুত্র। ইখাবোদের ভ্রাতা অহিটুর ছিলেন পিনহসের পুত্র। পিনহস ছিলেন শীলোতে অবস্থিত প্রভু পরমেশ্বরের ভজনালয়ের পুরোহিত এলির পুত্র।


তোমার দুই পুত্র হফনি ও পিনহসের জীবনে যা ঘটবে তা হবে তোমার পক্ষে চিহ্নস্বরূপ, তারা দুইজনেই একই দিনে মৃত্যুমুখে পতিত হবে।


আমি এলির পরিবারের বিরুদ্ধে যেসব কথা বলেছি, সেই দিন প্রথম থেকে শেষ পর্যন্ত সব পূর্ণ করব।


প্রভু পরমেশ্বর নিদারুণ ক্রোধে সিয়োন কন্যাকে ঘন মেঘের অন্ধকারে করেছেন আচ্ছন্ন, স্বর্গ থেকে নিক্ষিপ্ত করেছেন তিনি ইসরায়েলের ঐশ্বর্য বৈভব সেই দুরন্ত ক্রোধের দিনে স্মরণে আনেন নি তিনি তাঁর পাদ পীঠখানি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন