Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 4:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 মৃত্যুকালে যে রমণীরা তার শুশ্রূষা করছিল, তারা বলল, ভয় নেই, তুমি একটি পুত্রসন্তান প্রসব করেছ। কিন্তু সে কোন উত্তর দিল না বা কোন কথায় মন সংযোগ করল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তখন তার মৃত্যুকালে যে স্ত্রী-লোকেরা কাছে দাঁড়িয়েছিল, তারা বললো, ভয় নেই, তুমি তো পুত্র প্রসব করলে। কিন্তু সে কিছুই উত্তর দিল না, কিছুই মনোযোগ করলো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 সে যখন মারা যাচ্ছিল, তার শুশ্রুষাকারী স্ত্রীলোকেরা বলল, “হতাশ হোয়ো না; তুমি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছ।” কিন্তু সে উত্তর দেয়নি বা তাদের কথায় মনোযোগও দেয়নি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তখন তাহার মরণ সময়ে যে স্ত্রীলোকেরা নিকটে দাঁড়াইয়াছিল, তাহারা কহিল, ভয় নাই, তুমি ত পুত্র প্রসব করিলে। কিন্তু সে কিছুই উত্তর দিন না, কিছুই মনোযোগ করিল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 সে যখন প্রায় মরণাপন্ন তখন যে সমস্ত স্ত্রীলোক তার দেখাশুনা করছিল তারা বলল, “দুঃখ করো না। তোমার পুত্র হয়েছে।” কিন্তু এলির পুত্রবধূ সে কথায় কান দিল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তখন তার মৃত্যুর দিনের যে স্ত্রীলোকেরা কাছে দাঁড়িয়েছিল, তারা বলল, “ভয় নেই, তোমার ছেলে হয়েছে।” কিন্তু সে কোন উত্তরই দিল না, কোন কথায় মনোযোগও দিল না।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 4:20
5 ক্রস রেফারেন্স  

সন্তান প্রসবের সময় নারী বেদনায় আর্ত হয় কিন্তু সন্তান বূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সে ভুলে যায় তার যন্ত্রণা, একটি শিশুর আগমন হয়েছে এই জগতে-এই আনন্দই তাকে করে উদ্বেল।


সঙ্কটের দিনে আমি প্রভু পরমেশ্বরের অন্বেষণ করি, সারাটি রাত হস্ত প্রসারিত করে আমি অবিরত নিবিষ্ট থাকি প্রার্থনায়, কোন সান্ত্বনা মানে না আমার মন।


পরে তাঁরা বেথেল ছেড়ে চলে গেলেন এবং এফ্রাথা থেকে কিছু দূরে পথের মধ্যে রাহেলের প্রসব বেদনা সুরু হল। তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন।


তাঁর পুত্রবধূ পিনহসের স্ত্রী সেই সময় গর্ভবতী এবং আসন্নপ্রসবা ছিল। ঈশ্বরের চুক্তিসিন্দুক অধিকৃত এবং তার শ্বশুর ও স্বামী মৃত, এই সংবাদ শুনে হঠাৎ তার প্রসব বেদনা শুরু হল, সে একটি সন্তানের জন্মদান করে মারা গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন