Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 4:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 ঘোরতর হত্যাকাণ্ড সংঘটিত হল এবং ইসরায়েল বাহিনীর ত্রিশ হাজার পদাতিক সৈন্য নিহত হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আর আল্লাহ্‌র সিন্দুক দুশমনদের হস্তগত হল এবং আলীর দুই পুত্র, হফ্‌নি ও পীনহস্‌ মারা পড়লো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 সদাপ্রভুর সিন্দুকটি শত্রুদের হস্তগত হল, এবং এলির দুই ছেলে, হফনি ও পীনহস মারা গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইল, এবং এলির দুই পুত্র, হফ্‌নি ও পীনহস, মারা পড়িল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক ছিনিয়ে নিয়ে এলির পুত্র হফ্নি আর পীনহসকে হত্যা করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আর ঈশ্বরের সিন্দুক শত্রুরা নিয়ে গেল এবং এলির দুই ছেলে, হফ্‌নি ও পীনহস, মারা পড়ল।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 4:11
10 ক্রস রেফারেন্স  

তোমার দুই পুত্র হফনি ও পিনহসের জীবনে যা ঘটবে তা হবে তোমার পক্ষে চিহ্নস্বরূপ, তারা দুইজনেই একই দিনে মৃত্যুমুখে পতিত হবে।


তাদের পুরোহিতেরা নিপাতিত হল খড়্গের আঘাতে, তাদের বিধবারা বিলাপ করার পেল না অবকাশ।


কিন্তু দুষ্টলোকদের পতন হবে। তারা অন্যের প্রতি যা করেছে, এবার তাদের প্রতিও তাই-ই করা হবে।


আপন দুর্দশার মধ্যে তুমি ঈর্ষার দৃষ্টিতে ইসরায়েলের সমস্ত শ্রীবৃদ্ধি লক্ষ্য করবে। তোমার বংশে অপরিণত বয়সেই সকলের মৃত্যু হবে।


শোন, অদূর ভবিষ্যতে আমি তোমার পরিবার ও তোমার বংশের শক্তি এমনভাবে নিঃশেষ করব যে তোমার বংশে পরিণত বয়স পর্যন্ত কেউই বেঁচে থাকবে না।


ঈশ্বরের চুক্তিসিন্দুক অধিকৃত ও তার শ্বশুর ও স্বামী মৃত এই জন্য ‘ইসরায়েলের গৌরব অন্তর্হিত’ এই কথা বলে সে শিশুটির নাম রাখল ‘ইখাবেদ’ (গৌরব বিহীন)। সে বলল, ইসরায়েলের গৌরব অন্তর্হিত কারণ ঈশ্বরের চুক্তি সিন্দুক আজ শত্রু কবলিত।


তবুও তারা পরাৎপর ঈশ্বরের বিরুদ্ধে করল বিদ্রোহ, পালন করল না তাঁর আদেশ, আঘাত হানল তাঁর অসীম ধৈর্যে।


শীলোহ্‌তে যাও, পূজিত হবার জন্য সেই স্থানকে আমি সর্বপ্রথমে মনোনীত করেছিলাম, দেখ, আমার প্রজা ইসরায়েলের পাপের জন্য আমি সেই স্থানের কি দশা করেছি!


আমি এলির পরিবারের বিরুদ্ধে যেসব কথা বলেছি, সেই দিন প্রথম থেকে শেষ পর্যন্ত সব পূর্ণ করব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন