Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 3:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 মন্দিরে দীপ তখনও নিভে যায়নি, প্রভু পরমেশ্বরের মন্দিরে যেখানে ঈশ্বরের চুক্তিসিন্দুকটি ছিল শমুয়েল সেখানে শুয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আল্লাহ্‌র প্রদীপ নিভে যায় নি এবং আল্লাহ্‌র সিন্দুক যে স্থানে ছিল, শামুয়েল সেই স্থানে অর্থাৎ মাবুদের গৃহের মধ্যে শুয়ে আছেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সদাপ্রভুর প্রদীপ তখনও নেভানো হয়নি, এবং শমূয়েল সদাপ্রভুর সেই গৃহে শুয়েছিলেন, যেখানে ঈশ্বরের নিয়ম-সিন্দুক রাখা থাকত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 এক দিন এলি স্বস্থানে শয়ন করিয়া আছেন, ঈশ্বরীয় প্রদীপ নির্ব্বাণ হয় নাই, এবং ঈশ্বরীয় সিন্দুক যে স্থানে ছিল, শমূয়েল সেই স্থানে অর্থাৎ সদাপ্রভুর মন্দিরমধ্যে শুইয়া আছেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 শমূয়েল প্রভুর পবিত্র মন্দিরে শুয়ে ছিল। সেখানেই ঈশ্বরের পবিত্র সিন্দুক ছিল। প্রভুর প্রদীপ তখনও জ্বলছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 একদিন এলি তাঁর নিজের জায়গায় শুয়ে ছিলেন, ঈশ্বরের উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালানো হয়েছিল তা তখনও নিভে যায় নি এবং ঈশ্বরের যে সিন্দুক যে জায়গায় ছিল, শমূয়েল সেই জায়গায় অর্থাৎ ঈশ্বরের মন্দিরের মধ্যে শুয়ে আছেন।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 3:3
10 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের কাছে আমি জানিয়েছি শুধু একটি আবেদন, তারই সন্ধানে আমি থাকব নিয়ত, যেন প্রভুরই ভবনে আমি বাস করি আজীবন। যেন দু চোখ ভরে দেখি তাঁর মোহন রূপ, যেন তাঁর মন্দিরে তাঁরই করি ধ্যান।


প্রভুর ভীম গর্জনে ভীত হরিণীরা অকালে করে প্রসব, ঝরে যায় অরণ্যের পত্ররাশি, মন্দিরে সকলে করে তাঁর ভয়ালরূপের বন্দনা গান।


অপার তোমার অবিচল প্রেম, তারই গুণে আমি প্রবেশ করব তোমার ভবনে। তোমার পবিত্র আবাসের দিকে চেয়ে আমি করব তোমার আরাধনা, সসম্ভ্রমে করব প্রণিপাত।


প্রতিদিন সকাল সন্ধ্যায় তাঁরা ঈশ্বরের সামনে ধূপদান করেন এবং হোমে পূর্ণাহুতির জন্য পশু বলিদান করেন, বেদীর উপরে প্রভুর উপস্থিতির প্রতীক রুটি নিবেদন করেন। এই রুটি আনুষ্ঠানিকভাবে অতি পবিত্র। প্রতি সন্ধ্যায় তাঁরা সোনার দীপাধারে প্রদীপ জ্বেলে দেন। আমরা যা কিছু করি সবই ঈশ্বরের আদেশ অনুযায়ীই করি কিন্তু তোমরা তাঁকে পরিত্যাগ করেছ।


প্রভু পরমেশ্বর হান্নাকে বন্ধ্যা করেছিলেন বলে তাঁর সপত্নী তাঁকে উত্যক্ত করে তুলতেন।


তুমি নিখাদ সোনা দিয়ে একটি দীপাধার তৈরী করবে সোনার পুরু পাত দিয়ে দীপাধারের তলদেশ, কাণ্ড ও শাখা তৈরি করবে। কুঁড়ি সমেত ফুল কাণ্ডের সঙ্গে অখণ্ডভাবে গড়বে।


একবার শীলোতে তাঁদের খাওয়াদাওয়ার পাট সারা হলে হান্না উঠে মন্দিরে গেলেন পুরোহিত এলি তখন প্রভু পরমেশ্বরের মন্দিরের দ্বারের পাশে একটি আসনে বসেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন