Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 3:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 এলি বললেন, তিনি তোমাকে কি বলেছেন? আমার কাছে কিছু গোপন করো না। তিনি তোমাকে যা বলেছেন তার কিছু যদি আমার কাছে গোপন কর তবে ঈশ্বরের অভিশাপ এবং দণ্ড তোমার উপর নেমে আসবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 আলী জিজ্ঞাসা করলেন, তিনি তোমাকে কি কথা বললেন? আরজ করি, আমার কাছ থেকে তা গোপন করো না; আল্লাহ্‌ যে যে কথা তোমাকে বলেছেন, তার কোন কথা যদি আমার কাছে গোপন কর, তবে তিনি তোমাকে অমুক ও তার চেয়েও বেশি দণ্ড দিন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 “তিনি তোমাকে কী বলেছেন?” এলি প্রশ্ন করলেন। “আমার কাছে তা লুকিয়ে রেখো না। তিনি তোমাকে যা বলেছেন তার কোনো কিছু যদি তুমি আমার কাছে লুকিয়ে রাখো, তবে যেন ঈশ্বর তোমাকে কড়া শাস্তি দেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 এলি জিজ্ঞাসা করিলেন, তিনি তোমাকে কি কথা কহিলেন? বিনয় করি, আমা হইতে তাহা গোপন করিও না; ঈশ্বর যে যে কথা তোমাকে বলিয়াছেন, তাহার কোন কথা যদি আমা হইতে গোপন কর, তবে তিনি তোমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 এলি জিজ্ঞাসা করল, “প্রভু তোমায় কি বলেছেন? আমার কাছে কিছু লুকিও না। লুকোলে ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 এলি জিজ্ঞাসা করলেন, “তিনি তোমাকে কি কথা বলেছেন? অনুরোধ করি, আমার কাছ থেকে তা গোপন কর না; ঈশ্বর যে সব কথা তোমাকে বলেছেন, তার কোনো কথা যদি আমার কাছ থেকে গোপন কর, তবে তিনি তোমাকে সেই রকম ও তার থেকেও বেশি শাস্তি দিন।”

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 3:17
18 ক্রস রেফারেন্স  

সারাদিন লোকেরা দাউদকে কিছু খাওয়াবার জন্য চেষ্টা করতে লাগল কিন্তু দাউদ শপথ করে বললেন, আজ সন্ধ্যের আগে যদি আমি কোন খাদ্য স্পর্শ করি তাহলে ঈশ্বর যেন আমায় মৃত্যু দেন।


যেখানে আপনি মারা যাবেন আমিও সেখানে মরতে চাই, আর সেখানেই যেন আমার সমাধি হয়। মৃত্যু ছাড়া আর কিছুই আমাকে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। যদি অন্য কিছু করি তাহলে ঈশ্বর যেন আমাকে কঠিন শাস্তি দেন।


যীশু কিন্তু নীরব রইলেন। প্রধান পুরোহিত তাঁকে, বললেন, জীবনময় ঈশ্বরের দোহাই, আমাদের বল, তুমি কি ঈশ্বরের পুত্র সেই খ্রীষ্ট?


কিন্তু হে যাকোবকুল, একথা কি বলা উচিত? প্রভুর আত্মা কি অধৈর্য হয়ে পড়েছেন? এ সবই কি তাঁরই কীর্তি? ন্যায়পথে যে চলে, তার পক্ষে প্রভুর বাক্য কি হিতকর নয়?


দানিয়েল এই স্বপ্নের কথা শুনে আতঙ্কে বোবা হয়ে গেলেন। রাজা বললেন, বেল্টশৎসর, স্বপ্ন ও তার অর্থ বুঝে বিহ্বল হবেন না। বেল্টশৎসর বললেন, মহারাজ, এ স্বপ্ন ও স্বপ্নের বার্তা আপনার শত্রুদের উপর প্রযোজ্য হোক।


সজ্জন আমায় প্রহার করুক, করুক ভর্ৎসনা, সে হবে পরম সৌভাগ্য আমার, কিন্তু দুর্জনের তৈলে আমার মস্তক যেন না হয় অভিষিক্ত, তাদের দুষ্কর্মের বিরুদ্ধেই আমার নিরন্তর প্রার্থনা।


কিন্তু রাজা আহাব তাঁকে বললেন তুমি যখন পরমেশ্বরের নামে আমার কাছে কিছু বলবে, তখন সত্য কথা বলবে। কতবার তোমাকে একথা বলতে হবে?


দাউদ সেই সঙ্গে অমাসাকে বলতে বললেন, তুমি আমার আত্মীয়, এখন থেকে যোয়াবের পরিবর্তে তোমাকেই আমি সেনাপতি নিযুক্ত করলাম। অন্যথায় ঈশ্বর আমাকে মৃত্যু দিন।


কিন্তু যদি বুঝি যে তোমার অনিষ্ট করাই বাবার ইচ্ছা তাহলে নিশ্চয়ই আমি তোমাকে তা বলব এবং নিরাপদে তোমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যদি না করি তবে প্রভু পরমেশ্বর যেন যোনাথনকে সর্বপ্রকার দণ্ডে দণ্ডিত করেন।


এই দর্শনের কথা তিনি এলিকে জানাতে শঙ্কিত হলেন। কিন্তু শমুয়েলকে ডেকে বললেন, বৎস শমুয়েল, তিনি উত্তর দিলেন, এই যে আমি।


ঈশ্বরের দিব্য, যদি কাল সকাল পর্যন্ত আমি তার পরিবারের একটি পুরুষকেও জীবিত রাখি তাহলে যেন ঈশ্বরের সমস্ত দণ্ড দাউদের উপর বর্তায়।


রাজা সিদিকিয় আবার একদিন যিরমিয়কে ডেকে পাঠালেন এবং প্রভু পরমেশ্বরের মন্দিরের তৃতীয় প্রবেশ পথে তাঁকে নিজের কাছে আনালেন। যিরমিয়কে রাজা বললেন, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। আমি চাই, তুমি কোন কিছু গোপন করবে না, সব সত্য বলবে।


আমি বললাম, বেশ, আমি তাহলে আপনাদের কথামত আমাদের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করব এবং তিনি যা বলবেন, আপনাদের জানিয়ে দেব, কোন কথা গোপন করব না।


বিলিয়ম ফিরে এসে দেখলেন, বালাক ও মোয়াবের নেতৃবৃন্দ হোমবলির পাশে দাঁড়িয়ে রয়েছেন। বালাক তাঁকে জিজ্ঞাসা করলেন, প্রভু পরমেশ্বর আপনাকে কি বলছেন?


শৌল বললেন, ঈশ্বরের দিব্য, যোনাথন তোমাকে অবশ্যই মরতে হবে।


পরমেশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি শৌল ও তাঁর বংশধরদের কাছ থেকে রাজ্য কেড়ে নিয়ে দাউদকে ইসরায়েল ও যিহুদীয়া-দুই রাজ্যেরই রাজা করবেন। আমি যদি ঈশ্বরের এই প্রতিজ্ঞা সফল না করি তাহলে তিনি আমাকে চরম দণ্ড দিন।


রাজা তখন তাকে বললেন, দেখ, আমি তোমাকে যা জিজ্ঞাসা করব, বলবে, লুকাবে না। সে বলল, বলুন, প্রভু মহারাজ।


রাজা সখেদে চীৎকার করে বললেন, আমি যদি আজ ইলিশায়ের ঘাড় থেকে মাথা না খসাই তো পরমেশ্বর যেন আমার মৃত্যু দেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন