Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 27:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 দাউদ ও তাঁর অনুচরেরা এই সময়ে গসুর, গিরসি ও তাঁর অমালেকী উপজাতিদের উপর হামলা করতেন। শূর থেকে মিশর পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে অতি প্রাচীনকাল থেকে এই উপজাতিদের বাস ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 ঐ সময়ে দাউদ ও তাঁর লোকেরা গিয়ে গশূরীয়, গির্ষীয় ও আমালেকীয়দের আক্রমণ করতেন, কেননা শূর থেকে ও মিসর পর্যন্ত সমস্ত এলাকাটায় পুরাকাল থেকে সেই জাতির লোকেরা বাস করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 ইতিমধ্যে দাউদ ও তাঁর লোকজন গিয়ে গশূরীয়, গির্ষীয় ও অমালেকীয়দের উপরে অতর্কিত আক্রমণ শানিয়েছিলেন। (প্রাচীনকাল থেকেই এইসব লোকজন শূর ও মিশর পর্যন্ত বিস্তৃত এলাকায় বসবাস করত)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 ঐ সময়ে দায়ূদ ও তাঁহার লোকেরা যাইয়া গশূরীয়, গির্ষীয় ও অমালেকীয়দিগকে আক্রমণ করিতেন, কেননা শূরের সন্নিকট ও মিসর পর্য্যন্ত যে দেশ, তথায় পুরাকাল হইতে সেই জাতিরা বাস করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 দায়ূদ এবং তাঁর সঙ্গীরা অমালেকীয়, গশূরীয়, গির্ষীয় অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, যারা সেই মিশর পর্যন্ত শূরের কাছে টেলেম অঞ্চলে বাস করত। দায়ূদের কাছে তারা পরাজিত হল। তাদের সব ধনসম্পদ দায়ূদের হাতে গেলো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 সেই দিনের মধ্যে তিনি তাঁর লোকদের নিয়ে গশূরীয়, গির্ষীয় ও অমালেকীয়দের দেশে লুট পাট করতে গিয়েছিলেন। এই সব জাতির লোকেরা অনেক কাল আগে শূর থেকে মিশর পর্যন্ত সমস্ত এলাকাটায় বাস করত।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 27:8
22 ক্রস রেফারেন্স  

এই অঞ্চলগুলি এখনও বাকী রয়ে গেছে: ফিলিস্তিনীদের সমগ্র অঞ্চল, গেশুরীদের অঞ্চল,


ইসরায়েলীরা কিন্তু গেশুরী ও মাখাথীদের উচ্ছেদ করে নি, তারা আজও ইসরায়েলীদের মাঝেই বসবাস করছে।


ইফ্রয়িম গোষ্ঠীও গেষের নিবাসী কনানীদের দেশছাড়া করল না। কনানীরা তাদের সঙ্গেই বাস করতে লাগল।


কিন্তু তারা গেষর নিবাসী কনানীদের উৎখাত করল না। কনানীরা আজও ইফ্রয়িম গোষ্ঠীর মাঝে তাদের অধীন দাস হয়ে বসবাস করছে।


কিন্তু গশুর ও অরামের রাজারা যায়ীর ও কনাথের অধীন পল্লী অঞ্চলসহ ষাটটি জনপদ দখল করে নেন। সেখানকার অধিবাসীরা সকলেই ছিল গিলিয়দের পিতা মাখিরের বংশধর।


কারণ আমি যখন সিরিয়ার গশূরে ছিলাম তখন মানত করেছিলাম যে, যদি প্রভু পরমেশ্বর আবার আমাকে জেরুশালেমে ফিরিয়ে নিয়ে যান তাহলে আমি হিব্রোণে গিয়ে তাঁর উপাসনা করব।


অবশালোম বলল, কারণ তোমাকে ডেকে পাঠালাম তবু তুমি এলে না। আমি চেয়েছিলাম, তুমি রাজার কাছে গিয়ে আমার হয়ে তাঁকে জিজ্ঞাসা করবে, গশূর থেকে আমাকে কেন এখানে আসতে হল? সেখানে থাকাই আমার ভাল ছিল। আমি রাজার সঙ্গে দেখা করতে চাই। যদি আমি অপরাধী হয়ে থাকি, তিনি আমাকে হত্যা করুন।


যোয়াব গশূরে গিয়ে অবশালোমকে জেরুশালেমে ফিরিয়ে নিয়ে এলেন।


তৃতীয় দিনে দাউদ ও তাঁর অনুচরেরা সিকলগে ফিরে এলেন। ইতিমধ্যে অমালেকী উপজাতীয়েরা নেগেব অঞ্চল ও সিকলগ নগর আক্রমণ করেছিল। তারা সিকলগ নগর দখল করে পুড়িয়ে দিয়েছিল এবং


অমালেকী উপজাতির লোকেরা রফিদীমে এসে ইসরায়েলীদের আক্রমণ করল।


মোশি ইসরায়েলীদের লোহিত সাগর থেকে শুরু প্রান্তরের দিকে পরিচালিত করলেন। প্রান্তরে তিন দিন চলার পরেও তারা জলের সন্ধান পেলেন না।


হার্মোন পর্বত, সল্‌খা, গেশুরী ও মাখাথী জাতির সীমান্ত পর্যন্ত সমগ্র বাশান প্রদেশ এবং হিষবোনের রাজা সিহোনের রাজ্যের সীমানা পর্যন্ত ও গিলিয়দ প্রদেশের অপর অর্ধাংশ ছিল তাঁর অধিকারে।


আখিশ তখন দাউদকে ডেকে বললেন, জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, তুমি সৎ লোক। আমার বিবেচনায় এ অভিযানে তুমি আমার সঙ্গে গেলে ভালই হত, কারণ তুমি যেদিন আমার কাছে এসেছ, সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমার কোন দোষ দেখতে পাইনি। কিন্তু নেতারা তোমাকে ভাল চোখে দেখছেন না।


কিলিয়াব দ্বিতীয় পুত্র।কার্মেল দেসের নাবলের বিধবা স্ত্রী অবিগল তার মা। তৃতীয় পুত্র অবশালোম। গশূরের রাজা তলময়ের কন্যা মাখা তার জননী।


এদিকে যোয়াব এবং দাউদের সৈন্যেরা গিয়েছিলেন একটা জায়গায় হানা দিয়ে আক্রমণ করতে। তাঁরাও সেখানে থেকে প্রচুর জিনিষ পত্র নিয়ে লুঠ করে ঠিক সেই সময়ই ফিরে এলেন। ইতিমধ্যে অবনের দাউদের কাছে বিদায় নিয়ে হিব্রোণ থেকে রওনা হয়ে গেছেন।


নেগেব অঞ্চলে অমালেকী জাতির বাস। পাহাড়ী অঞ্চলে হিত্তীয়, যিবুষী ও ইমোরী জাতির লোকেরা বাস করে। সমুদ্রের উপকূলে ও জর্ডন নদীর তীরে বাস করে কনানী জাতি।


পর্বত নিবাসী অমালেকী ও কনানীরা পাহাড় থেকে নেমে এসে তাদের আক্রমণ করে পরাজিত করল এবং হর্মা পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন