Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 27:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তাই দাউদ নিজের ছশো অনুচর সঙ্গে নিয়ে গাতের রাজা আখিশের কাছে গেলেন। আখিশ ছিলেন মায়োকের পুত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 অতএব দাউদ উঠে তাঁর সঙ্গী ছয় শত লোক নিয়ে মায়োকের পুত্র আখীশ নামক গাতের বাদশাহ্‌র কাছে গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 অতএব দাউদ ও তাঁর সঙ্গে থাকা 600 জন লোক দেশ ছেড়ে মায়োকের ছেলে গাতের রাজা আখীশের কাছে পৌঁছে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 অতএব দায়ূদ উঠিয়া আপনার সঙ্গী ছয় শত লোক লইয়া মায়োকের পুত্র আখীশ নামক গাতের রাজার নিকটে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সুতরাং 600 জন পুরুষ নিয়ে দায়ূদ ইস্রায়েল ছেড়ে চলে গেলেন। তারা মায়োকের পুত্র আখীশের কাছে গেলেন। আখীশ তখন গাতের রাজা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 এই ভেবে দায়ূদ তাঁর সঙ্গের ছয়শো লোক নিয়ে সেই জায়গা ছেড়ে মায়োকের ছেলে আখীশের কাছে গেলেন। আখীশ গাতের রাজা ছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 27:2
7 ক্রস রেফারেন্স  

দাউদ তখন তাঁর অনুচরদের বললেন, তোমরা প্রত্যেকে তরবারি নিয়ে তৈরী হও। তখন প্রত্যেকে যে যার তরবারি নিয়ে তৈরী হল, দাউদ নিজেও তৈরী হলেন। তাঁর সঙ্গে প্রায় চারশো লোক অভিযানে বেরিয়ে গেল। শ’দুয়েক লোক মালপত্র পাহারা দেওয়ার জন্য সেখানেই থাকল।


দাউদ সেদিনই শৌলের ভয়ে গাতের রাজা আখীশের কাছে পালিয়ে গেলেন।


অবিয়াথর দাউদের কাছে এফোদ নিয়ে এলেন। দাউদ প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি ঐ দস্যুদলের পিছনে তাড়া করে গেলে ওদের ধরতে পারব কি? প্রভু উত্তর দিলেন, ওদের পিছনে তাড়া করে যাও, ওদের নিশ্চয়ই ধরতে পারবে ও সবাইকে উদ্ধার করতে পারবে।


দাউদ ও তাঁর ছশো অনুচর রওনা হয়ে বেশোর নামে এক পাহাড়ী নদীর কাছে উপস্থিত হলেন। পরিত্যক্ত কিছু লোকজন সেখানে ছিল।


রাজা শৌলের ভয়ে দাউদ যখন পালিয়ে গিয়ে সিক্লগে ছিলেন তখন অনেক বীর অভিজ্ঞ যোদ্ধা তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন।


আখীশের পারিষদবর্গ তাঁকে বলল, ইনিই কি দেশের রাজা দাউদ নন? এঁর সম্পর্কেই কি লোকে নেচে নেচে গান গেয়ে বলেনি, হাজার হাজার মেরেছেন শৌল, দাউদ মেরেছেন অযুত অযুত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন