Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 26:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 দাউদ আরও বললেন, মহারাজ, আপনার এই দাসকে আপনি কেন তাড়া করে বেড়াচ্ছেন?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তিনি আরও বললেন, আমার মালিক তাঁর গোলামের পিছনে কেন তাড়া করে বেড়াচ্ছেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তিনি এও বললেন, “আমার প্রভু কেন আমার পিছু ধাওয়া করছেন? আমি কী করেছি, ও আমি কী এমন অন্যায় করেছি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তিনি আরও কহিলেন, আমার প্রভু আপন দাসের পশ্চাতে পশ্চাতে কেন ধাবমান হন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 দায়ূদ আবার বললেন, “আপনি কেন আমার পিছু নিয়েছেন? আমি কি অন্যায় করেছি? কি আমার দোষ?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তারপর তিনি আরও বললেন, “কেন আমার মনিব তাঁর দাসের পিছনে তাড়া করে বেড়াচ্ছেন? আমি কি করেছি? কি অন্যায় করেছি?

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 26:18
12 ক্রস রেফারেন্স  

দাউদ তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর তাঁকে বললেন মহারাজ, যারা বলে, দাউদ আপনার অনিষ্ট করতে চায় তাদের কথা আপনি কেন শোনেন ?


যীশু বললেন, আমি যদি অন্যায় কথা বলে থাকি তাহলে তার প্রমাণ দাও। কিন্তু আমার কথা যদি ন্যায়সঙ্গত হয় তাহলে আমায় মারছ কেন?


তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পার? আমি যা বলি তা যদি সত্য হয় তা হলে কেন তোমরা আমাকে বিশ্বাস কর না?


অকারণে যারা বিদ্বেষ করে আমায়, তাদের সংখ্যা আমার কেশরাশির চেয়েও বেশী, যারা আমাকে ধ্বংস করতে চায় মিথ্যা অপবাদ দেয় আমার নামে, আমার চেয়েও শক্তিমান তারা। আমি যা করিনি অপহরণ তা-ও ফিরিয়ে দিতে হয়েছে আমায়।


অকারণে ওরা আমার জন্য পেতেছে গোপন ফাঁদ আমার বিনাশের জন্য খুঁড়েছে গভীর খাত।


আমি তোর দেমাক আর কুমতলবের কথা সব জানি। তুই লড়াই দেখতে এসেছিস। দাউদ বললেন, আমি কি দোষ করলাম? একটা কথা শুধু জিজ্ঞাসা করেছি বৈ তো নয়?


শাসকবর্গ অকারণে আমাকে করছে নির্যাতন, তবুও তোমার শাসন বাক্য জাগায় সম্ভ্রম আমার মনে।


তারপর আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার কাছে কিম্বা আপনার কর্মচারীদের কাছে বা এই সমস্ত লোকদের কাছে আমি কি অপরাধ করেছিলাম যে আমাকে এইভাবে বন্দী করে রাখা হল?


দাউদ নায়োথ থেকে যোনাথনের কাছে পালিয়ে এসে বললেন, আমি কি করেছি? কি আমার অপরাধ? আমি তোমার পিতার কি অনিষ্ট করেছি যে তিনি আমার প্রাণনাশের চেষ্টা করছেন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন