Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 23:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 কিন্তু দাউদের অনুচররা তাঁকে বলল, দেখুন, আমরা এই যিহুদীয়া দেশেই থাকতে ভয় পাচ্ছি, কেলিয়াতে ফিলিস্তিনী সৈন্যদের বিরুদ্ধে যাওয়া আরও বিপজ্জনক নয় কি?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 দাউদের লোকেরা তাঁকে বললো, দেখুন, আমাদের এই এহুদা দেশে থাকাই ভয়ের বিষয়; সেখানে কিয়ীলাতে ফিলিস্তিনীদের সৈন্যদের বিরুদ্ধে যাওয়া আরও কত না ভয়ের বিষয়?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 কিন্তু দাউদের লোকজন তাঁকে বলল, “এখানে এই যিহূদাতেই আমরা ভয়ে ভয়ে আছি। তবে কিয়ীলাতে ফিলিস্তিনী সৈন্যদলের বিরুদ্ধে যুদ্ধে গেলে আমাদের আরও কত না বেশি ভয় পেতে হবে!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 দায়ূদের লোকেরা তাঁহাকে কহিল, দেখুন, আমাদের এই যিহূদা দেশে থাকাই ভয়ের বিষয়; তবে কিয়ীলাতে পলেষ্টীয়দের সৈন্যগণের বিরুদ্ধে যাওয়া আরও কত না ভয়ের বিষয়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এদিকে দায়ূদের লোকরা দায়ূদকে বলল, “শুনুন, আমরা যিহূদায় থাকতেই বেশ ভয় পাচ্ছি। তাহলে চিন্তা করুন পলেষ্টীয় সৈন্যদের সঙ্গে মুখোমুখি লড়াইতে আমরা আরও কতখানি ভয় পেতে পারি।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 দায়ূদের লোকেরা তাঁকে বলল, “দেখুন, আমাদের এই যিহূদা দেশে থাকাই ভয়ের বিষয়; তবে কিয়ীলাতে পলেষ্টীয় সৈন্যদের বিরুদ্ধে যাওয়া আরও কত না ভয়ের বিষয়?”

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 23:3
7 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর বলেন, যিরমিয়, মানুষের সঙ্গে দৌড়ে যদি না পার, যদি এত ক্লান্তি আসে তোমার, তবে কেমন করে দৌড়াবে তুমি অশ্বের সাথে? সমতলভূমিতে যদি তুমি উছোট খাও, তবে কি করবে তুমি জর্ডনের তীরে অরণ্যভূমিতে?


আমি প্রভু পরমেশ্বরের শরণ নিয়েছি। তোমরা কি করে আমাকে বল: পাখির মত উড়ে পালাও পাহাড়ে,


শৌল পাহাড়ের এক পাশে এবং দাউদ ও তাঁর লোকজন পাহাড়ের আর এক পাশে গিয়ে উপস্থিত হলেন। দাউদ শৌলের ভয়ে অন্যত্র যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। কারণ তাঁকে ও তাঁর লোকজনকে ধরবার জন্য শৌল তাঁর অনুচরদের নিয়ে তাঁকে ঘিরে ফেলেছিলেন।


লোকে আমাকে বলেছে সে অত্যন্ত চতুর। তাই সে যে সব জায়গায় লুকিয়ে থাকে সেগুলি লক্ষ্য করবে এবং এখন সে কোথায় লুকিয়ে আছে তার সঠিক সংবাদ নিয়ে আমার কাছে আসবে। তখন আমি তোমাদের সঙ্গে যাব এবং সে যদি সেখানে থাকে তবে যিহুদার সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে তাকে আমি খুঁজে বার করবই।


শৌল তাঁর প্রাণনাশের চেষ্টায় বেরিয়েছেন শুনে দাউদ ভীত হলেন।


তখন তিনি প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি কি গিয়ে ঐ ফিলিস্তিনীদের আক্রমণ করব? প্রভু পরমেশ্বর দাউদকে বললেন, যাও ফিলিস্তিনীদের আক্রমণ করে কেয়িলা নগরী রক্ষা কর।


দাউদ আবার প্রভুর কাছে এ বিষয়ে জানতে চাইলেন। প্রভু পরমেশ্বর বললেন, হ্যাঁ, তুমি কেলিয়াতে যাও কারণ, আমি ফিলিস্তিনীদের তোমার হাতে সমর্পণ করব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন