Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 2:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তিনি পদস্খলন থেকে রক্ষা করেন তাঁর ভক্তদের কিন্তু দুর্জনেরা বিলুপ্ত হবে ঘোর অন্ধকারে, কারণ নিজ বলে সিদ্ধিলাভ হয় না কারও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তিনি তাঁর বিশ্বস্তদের চরণ রক্ষা করবেন, কিন্তু দুষ্টদেরকে অন্ধকারে স্তব্ধ করা হবে; কেননা শক্তিতে কোন মানুষ জয়ী হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তিনি তাঁর ভক্তজনের চরণগুলি রক্ষা করবেন, কিন্তু দুরাচারী আঁধারে ঘেরা স্থানে নির্বাক হবে। “বলবীর্যে কেউ যুদ্ধে বিজয়শ্রী হয় না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তিনি আপন সাধুদিগের চরণ রক্ষা করিবেন, কিন্তু দুষ্টগণ অন্ধকারে স্তব্ধীকৃত হইবে; কেননা বলে কোন মনুষ্য জয়ী হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রভু তাঁর পবিত্র লোকদের হোঁচট খাওয়া থেকে রক্ষা করেন। দুষ্ট লোকরা অন্ধকারে ধ্বংস হয়ে যাবে। তাদের ক্ষমতা তাদের বিজয়ী করতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তিনি তাঁর সাধুদের চরণ রক্ষা করবেন, কিন্তু দুষ্টরা অন্ধকারে নীরব হবে; কারণ নিজের শক্তিতে কোনো মানুষ জয়ী হবে না।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 2:9
41 ক্রস রেফারেন্স  

বিচলিত হতে দেবেন না তোমার চরণ, নিদ্রায় কাতর হন না তোমার রক্ষক।


তোমরা ঈশ্বরে বিশ্বাস কর, তাই তিনি নিজ পরাক্রমে তোমাদের সেই অধিকার রক্ষা করছেন যেন তোমরা যুগান্ত কালে প্রকাশ্যে তাঁর পরিত্রাণ দেখতে পাও।


স্বর্গদূত আমাকে প্রভু পরমেশ্বরের এই বাণী জেরুব্বাবেলের কাছে পৌঁছে দিতে বললেন যে সৈন্যবলে নয়, বাহুবলেও নয়, কিন্তু আমার আত্মার সাহায্যেই–তুমি সফল হবে।


প্রভু পরমেশ্বর তাদেরই ভালবাসেন যারা মন্দকে ঘৃণা করে। তিনি তাঁর ভক্তদের জীবন রক্ষা করেন, দুর্বৃত্তদের কবল থেকে তাদের করেন উদ্ধার।


যখন আমার মনে হয়, এই বুঝি পদস্খলন হল, তখন দেখি হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম আমায় ধারণ করে আছে।


প্রভু পরমেশ্বর ন্যায়বিচারে সুপ্রসন্ন, তিনি পরিত্যাগ করেন না তাঁর ভক্তদের, চিরকাল তাদের করেন রক্ষা, কিন্তু দুষ্টদের বংশ হবে নির্মূল।


তোমার বাসগৃহ হবে নিরাপদ তোমার পশুপালের একটিও হবে না বিনষ্ট।


তিনি সত্যই ভালবাসেন তাঁর প্রজাদের তাঁর উদ্দেশে যারা পবিত্রীকৃত তাদের তিনি করেন আশীর্বাদ। তাই এস আমরা তাঁর চরণে প্রণত হই, গ্রহণ করি তাঁর উপদেশ।


মানুষ ভেবেচিন্তে পথ স্থির করতে পারে, কিন্তু তার পদক্ষেপ নির্দেশ করেন প্রভু পরমেশ্বর।


তোমার যাওয়া আসার পথে প্রভু পরমেশ্বরই রক্ষা করবেন তোমায়, এখন ও চিরকাল।


এরা জলহীন প্রস্রবণের মত। ঝড়ে উড়ে যাওয়া কুয়াশার মত। এদের জন্য ঘোর অন্ধকারাচ্ছ্ন গহ্বর নির্দিষ্ট রয়েছে।


কিন্তু রাজ্যের উত্তরাধিকারীরাই বাইরের অন্ধকারে নিক্ষিপ্ত হবে। সেখানে তারা অনুশোচনা ও আক্ষেপ করবে।


সেইদিন ক্রোধের দিন, ক্লেশ ও যন্ত্রণার দিন, সর্বনাশ ও ধ্বংসের দিন, অন্ধকার ও ঘোর তমসার দিন, মেঘ ও ঘন কুয়াশার দিন!


এ জগতে আমি আরও একটি বিষয় উপলব্ধি করলাম: যারা জোরে দৌড়াতে পারে, তারাই সব সময়ে প্রতিযোগিতায় জয়লাভ করে না, সব সময়ে সাহসী যোদ্ধারা যুদ্ধে হয় না বিজয়ী, জ্ঞানবানদের জোটে না অন্ন, বুদ্ধিমানেরা ধনী হতে পারে না সব সময়ে, কর্মদক্ষ লোকেরা উন্নীত হয় না উচ্চপদে। সময় ও সুযোগ তাদের ভাগ্য নির্ধারণ করে, মন্দভাগ্য ছায়া ফেলে প্রত্যেকেরই জীবনে।


কারণ প্রভুই তোমার ভরসা, তিনিই ফাঁদ থেকে রক্ষা করবেন তোমার চরণ।


দৈন্যের বেদনায়, বঞ্চনার হাহাকারে, রোগব্যাধি আর উদ্বেগের যাতনায়, ক্রোধের নিষ্ফল হুঙ্কারে আর হতাশার অকরুণ অন্ধকারে জীবন কাটিয়ে মানুষের কি লাভ?


তিনিই ন্যায়নীতির রক্ষক, ভক্তদের চলার পথ তাঁরই রক্ষণাধীন।


প্রভু পরমেশ্বরই তোমার রক্ষক, তিনিই তোমার আচ্ছাদন, তোমার দক্ষিণে তিনি নিত্যবিরাজিত।


সমুদ্রের উত্তাল তরঙ্গের মত তারা উদ্দাম, তাদের কুকর্ম ফেনায়িত হয়ে তরঙ্গে তরঙ্গে ভেসে ওঠে। কক্ষচ্যুত ভ্রাম্যমান গ্রহের মত তারা। ঈশ্বর পাতালের অন্তহীন ঘোর অন্ধকার তাদের জন্য নির্দিষ্ট করেছেন।


প্রিয় বন্ধুগণ, যে পরিত্রাণের শরিক আমরা সকলেই তার বিষয তোমাদের কাছে লেখবার কুব ইচ্ছা হল। মনে হল, তোমাদের উৎসাহ দেবার জন্য অবস্যই কিছু লেখা দরকার যাতে যে প্রত্যয় ঈশ্বরের আপনজনদের একবারই চিরকালের জন্য দেওয়া হয়েছে তা রক্ষার জন্য তোমরা সংগ্রাম করতে পার।


যারা ঈশ্বরের আহূত, তাঁর প্রীতিভাজন এবং যীশু খ্রীষ্টেরর জন্য সংরক্ষিত, তাদের সমীপে আমি যীশু খ্রীষ্টের সেবক যাকোবের ভ্রাতা যিহুদা তোমাদের এই পত্র লিখছি।


আমরা জানি, শাস্ত্রের বিধানে যা বলা হয়েছে, বিধান যারা স্বীকার করে তাদের প্রতি তা প্রযোজ্য, ফলে কারুরই কিছু বলার থাকে না এবং সমগ্র জগত ঈশ্বরের বিচারের সম্মুখীন হয়।


প্রভু পরমেশ্বর বলেন, জ্ঞানীরা কখনও তাদের জ্ঞানের গর্ব না করুক, বলবান না করুক শক্তির দম্ভ ধনবান না করুক ধনের অহঙ্কার।


ঈশ্বরের প্রজারা বলে, কেন আমরা এখনও বসে আছি? এস, আমরা দুর্গবেষ্টিত শহরগুলিতে পালিয়ে যাই এবং সেখানে গিয়ে মরি। আমাদের প্রভু ঈশ্বর আমাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, বিষ দিয়েছেন আমাদের পান করার জন্য, কারণ আমরা তার বিরুদ্ধে পাপ করেছি।


দরিদ্রদের মনে তিনিই আশার সঞ্চার করেন তিনিই প্রতিহত করেন অবিচার।


প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন, রক্ষা করুন তোমাদের।


হে প্রভু পরমেশ্বর, লজ্জিত হতে দিও না আমায়, আমি যে তোমায় ডাকি। দুর্জনেরা হোক লজ্জায় অধোমুখ, স্তব্ধ হোক ওরা, যাক রসাতলে।


এর দিকে আমি সতর্ক দৃষ্টি রাখি, জলসেচন করি নিয়মিত। কেউ যাতে এর কোন ক্ষতি করতে না পারে, তাই আমি দিনরাত একে পাহারা দিই।


জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, আপনার দিব্য, প্রভু আপনাকে রক্তপাতের অপরাধে লিপ্ত হতে এবং নিজের হাতে প্রতিশোধ নিতে নিষেধ করেছেন। প্রভুর শত্রুকুল, যারা প্রভুর অনিষ্ট কামনা করে তাদের দশা নাবলের মতই হোক।


জীবিতের দেশ থেকে সে বিতাড়িত হবে, নিক্ষিপ্ত হবে আলো থেকে অন্ধকারে।


তাদের সকলকে ধূলায় মিশিয়ে দাও পাতালপুরীতে তাদের মুখ বন্ধ করে রাখ।


ধার্মিকদের পথ প্রভুর রক্ষণাধীন কিন্তু দুর্জনদের পথ ধ্বংসমুখী।


তারপর তিনি মুক্ত করে আনলেন ইসরায়েলীদের তারা সঙ্গে নিয়ে এল সোনা ও রূপো, তাদের মধ্যে একজনও ছিল না অক্ষম ও দুর্বল।


যারা তাঁকে ভালবাসে তাদের রক্ষা করেন তিনি দুষ্টদের করেন সমূলে বিনাশ।


প্রভু পরমেশ্বর ব্যাবিলনের বলেন, নীরবে অন্ধকারে বসে থাক, জাতিবৃন্দের রাণী বলে তারা আর ডাকবে না তোমাকে!


কিন্তু তিনি তাঁর বিপক্ষদের উত্তাল বন্যাপ্রবাহে ধ্বংস করবেন, শত্রুদের নিক্ষেপ করবেন মৃত্যুর অন্ধকারে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন