Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 2:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 বিক্রমীদের ধনু ভেঙ্গে চুরমার হয়ে গেল কিন্তু দুর্বল পেল অমিত পরাক্রম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 শক্তিশালীদের ধনুক ভগ্ন হল, যাদের স্খলন হয়েছে তারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 “যোদ্ধাদলের ধনুসকল ভগ্ন হয়েছে, কিন্তু যারা ঠোকর খেয়েছে তারা সুসংলগ্ন হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 বিক্রমীদের ধনুক ভগ্ন হইল, স্খলিতেরা পরাক্রমে বদ্ধকটি হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 বলবান সৈন্যর ধনু ভেঙ্গে যায় এবং দুর্বল লোক শক্তিশালী হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 শক্তিমানদের ধনুক ভেঙে গেল, যারা পড়ে গিয়েছিল তারা শক্তিতে পরিপূর্ণ হলো।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 2:4
16 ক্রস রেফারেন্স  

সেখানে তিনি চূর্ণ করেছেন শত্রুর বিদ্যুৎ শিখাসম শররাজি, চূর্ণ করেছেন ঢাল, তরবারি ও যুদ্ধাস্ত্রসমূহ। সেলা


কিন্তু নিজেদের অস্ত্রে তারা নিজেরাই হবে বিদ্ধ, ভগ্ন হবে তাদের ধনু।


যিনি আমাকে শক্তি জোগান, তাঁর শক্তিতে আমি সব কিছু করতে পারি।


পৃথিবীর প্রান্ত অবধি তিনি যুদ্ধ নিবৃত্ত করেন। ধনুক ভগ্ন করেন তিনি, বর্শা করেন খণ্ডবিখণ্ড রথসমূহ আগুনে পুড়িয়ে দেন।


লেলিহান অগ্নি নির্বাপিত করেছেন, তরবারির কবল থেকে নিষ্কৃতি পেয়েছেন, দুর্বলতারর মাঝেই শক্তি লাভ করেছেন, যুদ্ধে বিক্রম প্রদর্শন করেছেন, বিদেশী সেনাবাহিনীকে বিতাড়িত করেছেন।


কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট, যেখানে দুর্বলতা সেখানেই আমার শক্তি পূর্ণরূপে প্রকাশিত হয়। সেইজন্য আমি আমার দুর্বলতা সম্পর্কে সানন্দে গর্ব করব যেন খ্রীষ্টের শক্তি আমার মধ্যে সঞ্চারিত হয়।


প্রভু পরমেশ্বর দুর্জনের শক্তি করেন চূর্ণ, কিন্তু ধার্মিককে করেন সুরক্ষা।


এমন কি তুমি যদি সমগ্র ব্যাবিলনীয় সৈন্যবাহিনীকে যুদ্ধে পরাজিত কর এবং তাদের মধ্যে যদি শুধুমাত্র আহত সৈন্যরাই শিবিরে শায়িত থাকে, তাহলেও তারা উঠে গিয়ে এই নগরীতে আগুন লাগিয়ে সব ভস্ম করে দেবে।


তোমরা যুদ্ধে নিহত হবে অথবা তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হবে না, শাস্তিদানের জন্য তাঁর হাত উদ্যত হয়েই থাকবে।


প্রতিরোধের জন্য দৃঢ় হয়ে দাঁড়াও। সত্য হোক তোমার কটিবন্ধ, ধার্মিকতা ও বক্ষত্রাণ,


আর কত বলব? গিদিয়োন, বারাক, শিম্‌শোন, যিপ্তহ, দাউদ, শমুয়েল এবং নবীদের কথা বলতে গেলে সময়ের সঙ্কুলান হবে না।


কারণ তুমিই বাহুবল দিয়েছ আমায়, দিয়েছ রণশক্তি, আমার বিরোধীদের তুমি করেছ আমার অধীন।


প্রভু পরমেশ্বর বলেনঃ ক্ষান্ত হও, জেন আমিই ঈশ্বর, জাতিগণের মধ্যে আমিই সমুন্নত এ পৃথিবীতে একমাত্র আমিই গৌরবান্বিত।


সজীব করেন তিনি শ্রান্তজনকে দুর্বলকে করেন শক্তিদান।


তারা এসেছে ব্যাবিলনকে ধ্বংস করতে, তার সৈন্যেরা হয়েছে বন্দী, ভেঙে গেছে তাদের ধনুক। আমি প্রতিফলদাতা ঈশ্বর, ব্যাবিলনকে আমি সমুচিত শাস্তি দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন