Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 2:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 এইভাবে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে ঐ যুবকদের পাপ অত্যন্ত বেড়ে উঠল কারণ তারা প্রভু পরমেশ্বরের নৈবেদ্যও অবজ্ঞা করত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 এভাবে মাবুদের সাক্ষাতে ঐ যুবকদের গুনাহ্‌ অতিশয় ভারী হল, কেননা তারা মাবুদের নৈবেদ্য অবজ্ঞা করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 সদাপ্রভুর দৃষ্টিগোচরে যুবকদের এই পাপটি অত্যন্ত ভয়াবহ বলে গণ্য হল, কারণ তারা সদাপ্রভুর উপহার বলিকে তুচ্ছজ্ঞান করে যাচ্ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 এইরূপে সদাপ্রভুর সাক্ষাতে ঐ যুবকদের পাপ অতিশয় ভারী হইল, কেননা লোকেরা সদাপ্রভুর নৈবেদ্য অবজ্ঞা করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 এভাবে হফ্নি ও পীনহস প্রভুর জন্য দেওয়া বলিকে অসম্মান করত। সন্দেহ নেই প্রভুর বিরুদ্ধে এটা ছিল খুবই মারাত্মক পাপ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 এই ভাবে সদাপ্রভুর সমানে ঐ যুবকদের পাপ ভীষণ বেড়ে গেল, কারণ লোকেরা সদাপ্রভুর নৈবেদ্য তুচ্ছ করত।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 2:17
11 ক্রস রেফারেন্স  

আর একটি কথা হচ্ছে এই যে, তোমরা কান্নাকাটি কর, বিলাপ কর, চোখের জলে পরমেশ্বরের বেদী ভিজিয়ে দাও কারণ তিনি আর তোমাদের নৈবেদ্যের প্রতি ভ্রূক্ষেপ করেন না কিম্বা তোমাদের দেওয়া উপহার প্রসন্ন চিত্তে গ্রহণ করেন না।


সদোমের অধিবাসীরা অসৎ ছিল, প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে তারা মহাপাপ করেছিল।


সেই সময় পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে ভ্রষ্ট ও দৌরাত্মে পরিপূর্ণ ছিল।


বাধাবিঘ্ন সৃষ্টির জন্য জগতকে ধিক্। বাধাবিঘ্ন অবশ্যই আসবে। কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে, যে বাধা সৃষ্টি করে।


জেরুশালেমের সমূহ সর্বনাশ! যিহুদীয়ার কর্মক্ষমতা লুপ্ত হয়ে যাচ্ছে, ঘোর দুর্দিন ঘনিয়ে এসেছে! তারা যা কিছু বলে ও করে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে করে। স্বয়ং ঈশ্বরকে তারা প্রকাশ্যে অপমান করে।


তোমার বিরুদ্ধে, একমাত্র তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যা কিছু মন্দ, তা-ই করেছি আমি। সুতরাং ন্যায্য তোমার দণ্ডাদেশ, নিখুঁত তোমার বিচার।


তিনি তাঁর পুত্রকে হোমবলিরূপে উৎসর্গ করেছিলেন। তিনি মন্ত্র-তন্ত্র ও যাদুবিদ্যার অনুশীলন করতেন এবং দৈবজ্ঞ ও প্রেতসিদ্ধ লোকদের পরামর্শ নিতেন। এইভাবে তিনি মারাত্মকভাবে পাপকর্মে লিপ্ত হয়ে প্রভু পরমেশ্বরকে ভীষণ ক্রুদ্ধ করে তুলেছিলেন।


প্রভুর সাক্ষাতে তিনি ছিলেন মহাশক্তিধর ব্যাধ। এই কারণেই বলা হয়, ‘প্রভুর সাক্ষাতে মহাশক্তিধর ব্যাধ নিমরোদের তুল্য’ -


যদি সেই ব্যক্তি বলত, আগে মেদ অগ্নিসাৎ হোক পরে তোমার ইচ্ছা মত নিও, তাহলে সে বলত, না এক্ষুণি দাও নইলে জোর করে কেড়ে নেব।


আমি তাকে বলেছি যে, সে জেনে শুনে যে অপরাধ করেছে তার জন্য আমি চিরকাল তার বংশকে দণ্ড দেব, কারণ তার পুত্রেরা ঈশ্বরনিন্দা করছে জেনেও সে তাদের নিবৃত্ত করেনি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন