Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 2:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 হাঁড়ি, কড়া, ডাবর বা গামলা ইত্যাদির মধ্যে সেই ত্রিশূল দিয়ে খোঁচা মারত এবং ত্রিশূলে গেঁথে যা উঠে আসত সবই পুরোহিত আত্নসাৎ করত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 এবং বাটিতে কিংবা হাঁড়িতে কিংবা কড়াইতে কিংবা পাত্রে তা মারত; আর সেই শূলে যা উঠতো, তা সকলই ইমাম শূলে করে নিয়ে যেত; ইসরাইলের যত লোক শীলোতে আসত, তাদের প্রত্যেকের প্রতি তারা এরকম ব্যবহার করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 এবং সেই কাঁটাচামচটি চাটু বা কেটলি বা কড়াই বা রান্নার পাত্রে সজোরে নিক্ষেপ করত। কাঁটাচামচের সঙ্গে যা উঠে আসত যাজক তা নিজের জন্য রেখে দিত। শীলোতে যেসব ইস্রায়েলী আসত, তাদের প্রতি তারা এরকমই আচরণ করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 এবং ডাবরে কিম্বা হাঁড়িতে কিম্বা কটাহে কিম্বা বহুগুণাতে তাহা মারিত; আর সেই শূলে যাহা উঠিত, তাহা সকলই যাজক শূলে করিয়া লইয়া যাইত; ইস্রায়েলের যত লোক শীলোতে আসিত, সেই সকলের প্রতি তাহারা এইরূপ ব্যবহার করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 যাজকের ভৃত্যকে সেই পাত্র থেকে কিছুটা মাংস তুলে নেবার জন্য কাঁটাটা ব্যবহার করতে হবে। সেই কাঁটায় যতটুকু মাংস উঠত যাজক শুধু সেই মাংসটুকুই পেত। যেসব ইস্রায়েলীয়রা শীলোতে বলি আনত তাদের সকলের প্রতি যাজকদের এই কাজটা করতে হত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 এবং সে ডেচকিতে কিংবা গামলাতে কিম্বা কড়াইতে কিম্বা পাত্রে খোঁচা মারত এবং সেই কাঁটাতে যে মাংস উঠে আসত তা সবই যাজক কাঁটায় করে নিয়ে যেত; ইস্রায়েলীয়দের যত লোক শীলোতে আসত তাদের প্রতি তারা এই রকম ব্যবহারই করত।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 2:14
9 ক্রস রেফারেন্স  

লোভী কুকুরের মত তারা, কিছুতেই তাদের ক্ষুধার নিবৃত্তি হয় না এদের শাসককুল বোধবুদ্ধিহীন! তারা প্রত্যেকে নিজের খুশী মত কাজ করে, তারা স্বার্থসন্ধানী।


তবে আমার নিজ নিকেতনে আমার নির্দেশিত বলি ও নৈবেদ্য কেন অবজ্ঞা করছ? আমার প্রজা ইসরায়েল প্রদত্ত সমস্ত নৈবেদ্যের শ্রেষ্ঠাংশ আত্মসাৎ করতে দিয়ে তুমি কেন আমার চেয়েও তোমার পুত্রদের বেশী গুরুত্ব দিচ্ছ?


আমি ইসরায়েলীদের প্রদত্ত স্বস্ত্যয়ন বলি থেকে বিশেষ অর্ঘ্যস্বরূপ বলির পশুর পাঁজর এবং বিশেষ দানস্বরূপ বলির পশুর ডান পা-টি গ্রহণ করে হারোণ ও তার বংশধরদের দান করেছি। ইসরায়েলীদের কাছ থেকে তা তাদের চিরকালীন প্রাপ্য হবে।


হায়, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে মন্দিরের দ্বার বন্ধ করে দিতে পারে, যেন আমার বেদীর উপর বৃথা হোমের আগুন না জ্বলে। তোমাদের উপর আমি প্রসন্ন নই, তোমাদের দেওয়া কোন নৈবেদ্য আমি গ্রহণ করব না।


কোন ব্যক্তি বলি উৎসর্গ করলে মাংস সিদ্ধ হওয়ার সময় পুরোহিতের ভৃত্য একটা ত্রিশূল হাতে নিয়ে উপস্থিত হত এবং


ইসরায়েলের যত লোক শীলোতে আসত তাদের সকলের সঙ্গেই তারা এরকম ব্যবহার করত, এমন কি মেদ অগ্নিসাৎ হওয়ার আগেই পুরোহিতের ভৃত্য এসে বসি উৎসর্গকারীকে বলত, শল্য পাকের জন্য পুরোহিতের প্রাপ্য মাংস দাও, তিনি তোমার কাছ থেকে সিদ্ধ মাংস নেবেন না, কাঁচা মাংসই চান।


তোমরা আমার প্রজাদের গ্রাস করছ, জীবন্ত অবস্থায় যেন তাদের চামড়া ছাড়িয়ে নিচ্ছ, হাত থেকে মাংস খুলে কুচি কুচি করছ তারপর হাড়গুলি টুকরো টুকরো করে গুঁড়িয়ে ফেলছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন