Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 17:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 দাউদ বললেন, আপনার এই দাস তার পিতার মেষপাল চরায়। একবার একটা সিংহ আর একবার একটা ভালুক এসে পালের মধ্যে থেকে ভেড়া ধরে নিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 দাউদ তালুতকে বললেন, আপনার এই গোলাম পিতার ভেড়া রক্ষা করছিল, ইতোমধ্যে একটি সিংহ ও একটি ভালুক এসে পালের মধ্য থেকে ভেড়া ধরে নিয়ে গেল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 কিন্তু দাউদ শৌলকে উত্তর দিলেন, “আপনার এই দাস তার বাবার মেষপাল দেখাশোনা করে আসছে। যখন যখন কোনো সিংহ বা ভালুক পাল থেকে মেষ উঠিয়ে নিয়ে গিয়েছে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 দায়ূদ শৌলকে কহিলেন, আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল, ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 তখন দায়ূদ শৌলকে বললেন, “আমি তোমার ভৃত্য, পিতার মেষগুলোর দেখাশুনা করছিলাম। একটা সিংহ আর একটা ভাল্লুক পাল থেকে একটা মেষ নিয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 দায়ূদ শৌলকে বললেন, “আপনার এই দাস তার বাবার ভেড়ার পাল রক্ষা করছিল তখন একটি সিংহ ও একটি ভাল্লুক এসে পাল থেকে ভেড়া ধরে নিল;

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 17:34
18 ক্রস রেফারেন্স  

এঁরা বিশ্বাসে নির্ভর করে রাজ্য জয় করেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, প্রতিশ্রুত আশীর্বাদ লাভ করেছেন, সিংহের মুখ বন্ধ করেছেন।


তখন হঠাৎ পরমেশ্বরের মহাশক্তি শিমশোনের দেহে সঞ্চারিত হল। তিনি খালি হাতেই সিংহটাকে ছোট্ট একটা ছাগল ছানার মত ছিঁড়ে ফেললেন। এই ব্যাপার তিনি তাঁর মা-বাবাকে জানালেন না।


কিন্তু শৌল বললেন, ঐ ফিলিস্তিনী লোকটার সঙ্গে তুমি কি করে লড়াই করবে? তুমি তো বালকমাত্র আর এই লোকটা অল্প বয়স থেকেই যোদ্ধা।


আমি তখন তার পিছু পিছু ধাওয়া করে তাকে ঘায়েল করে তার মুখ থেকে ভেড়াটিকে উদ্ধার করে এনেছিলাম। সে উঠে রুখে দাঁড়ালে আমি তার টুঁটি ধরে আঘাত করে তাকে মেরে ফেললাম।


প্রভু বলেছেনঃ সিংহের মুখ থেকে মেষপালক যেমন মেষের দুটি পা কিম্বা একটি কান উদ্ধার করে আনে, শমরীয়ানিবাসী ইসরায়েলীদেরও তেমনি খাটের একটি বাজু বা পালঙ্কের একটা পায়ার মত সামান্য অংশই উদ্ধার করা হবে।


বনের পশুদের দ্বারা ছিন্নভিন্ন করা কোন মেষ আমি আপনার কাছে নিয়ে যাই নি, সে ক্ষতি আমি নিজেই স্বীকার করেছি। দিনে বা রাতে যা কিছু চুরি হয়ে যেত তার বদলে আপনি আমার কাছ থেকে ক্ষতিপূরণ নিয়েছেন।


বড় তিনজন শৌলের সঙ্গে ছিল, কিন্তু দাউদ বেথলেহেমে তাঁর পিতার মেষপাল চরাতেন আর শৌলের শিবিরে যাতায়াত করতেন।


আপনি আপনার পিতা ও তাঁর দলের লোকদের খুব ভাল করেই জানেন। তাঁরা শক্তিশালী বীর যোদ্ধা। উপরন্তু ভল্লুকীর কাছ থেকে তার বাচ্চাকে কেড়ে নিলে সে যেমন হিংস্র হয়ে থাকে, তারাও সেই রকম হিংস্র হয়ে আছে। তাছাড়া আপনার পিতা সুদক্ষ অভিজ্ঞ যোদ্ধা। তিনি কখনই দলের লোকদের সাথে রাত্রে থাকবেন না।


কাবজীল নিবাসী যিহোয়াদার পুত্র বনায় ছিলেন আর একজন নামজাদা যোদ্ধা। তিনি অনেক সাহসিকতার কাজ করেছিলেন। দুজন মোয়াবী বীর যোদ্ধাকে হত্যাও তাঁর এই কাজের মধ্যে পড়ে। একবার এক তুষার ঝরা দিনে তিনি একটা গর্তের মধ্যে ঢুকে একটা সিংহ মেরেছিলেন।


কব্‌সেলের যিহোয়াদার পুত্র বনায়ও ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা। তিনি দুজন মোয়াবী বীর যোদ্ধাকে বধ করেছিলেন এবং এ ছাড়াও আরও অনেক দুঃসাহসিক কাজ করেছিলেন। একবার তিনি এক তুষার ঝরা দিনে একটি গুহার মধ্যে ঢুকে একটা সিংহ মেরেছিলেন।


অতীতের দিনগুলি স্মরণ করি আমি, ধ্যান করি আমি তোমার সকল কীর্তি তোমার সৃষ্টির রহস্যে অভিভূত আমি।


আমিও সেইভাবে তাদের যত্ন নেব এবং যারা এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, তাদের একজায়গায় নিয়ে আসব। বিপদের অন্ধকারে যেসব জায়গায় তারা ছড়িয়ে পড়েছিল, সেইসব জায়গা থেকে আমি তাদের খুঁজে নিয়ে আসব।


রক্ত না ফেলে হত্যা করা পশুর মাংস ভক্ষণেরকু-অভ্যাস আমি দূর করব, তাদের নিষিদ্ধ খাদ্য গ্রহণের অভ্যাসদূর করব। এই জাতির অবশিষ্টাংশেরা হবে আমার প্রজাযেন যিহুদাকুলেরই এক গোষ্ঠী। যিবুষীদের মত এক্রোণ হবে আমার প্রজার অংশ।


কারণ দেখ, আমি এ দেশে এমন এক মেষপালকের উত্থান ঘটাব যে ধ্বংসমুখী মেষপালের তত্ত্বাবধান করবে না, পথহারা মেষদের সন্ধান করবে না, আহতদের শুশ্রুষা করবে না বা সুস্থদের লালনপালন করবে না, কিন্তু হৃষ্টপুষ্ট মেষগুলির মাংস খাবে, এমনকি তাদের খুরগুলিও বিচ্ছিন্ন করবে।


সেই অঞ্চলে মেষপালকেরা রাতের বেলায় মাঠে ইজেদের মেষপাল পাহারা দিচ্ছিল।


আমিই উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষপালের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়।


কারণ জানি, দুঃখভোগ সহিষ্ণুতা সৃষ্টি করে এবং এই সহিষ্ণুতা প্রমাণ করে যে আমরা পরীক্ষাসিদ্ধ হয়েছি। এই পরীক্ষাসিদ্ধিই আমাদের প্রত্যাশার ভিত্তি।


আমি যে পশুটি দেখলাম সেটি ছিল চিতাবাঘের মত। এর পাগুলি ছিল ভালুকের মত, আর মুখ সিংহের সিংহাসন ও বিরাট কর্তৃত্ব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন