Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 15:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তিনি কেনী উপজাতির লোকদের বললেন, ইসরায়েলীরা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল তখন তোমরা তাদের প্রতি সদয় ব্যবহার করেছিলে। সুতরাং তোমরা এখন অমালেকীদের মধ্য থেকে বেরিয়ে অন্যত্র চলে যাও, তা না হলে আমি হয়তো ওদের সঙ্গে তোমাদেরও ধ্বংস করতে পারি। কেনী উপজাতির লোকেরা তখন অমালেকীদের মধ্য থেকে বেরিয়ে অন্যত্র চলে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর তালুত কেনীয়দের বললেন, তোমরা যাও, অন্য কোথাও যাও, আমালেকীয়দের মধ্য থেকে প্রস্থান কর, পাছে আমি তাদের সঙ্গে তোমাদেরকেও বিনষ্ট করি; যখন মিসর থেকে সমস্ত বনি-ইসরাইল বের হয়ে এসেছিল, তখন তোমরা তাদের প্রতি দয়া করেছিলে। অতএব কেনীয়রা আমালেকীয়দের মধ্য থেকে প্রস্থান করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 পরে তিনি কেনীয়দের বললেন, “তোমরা সরে যাও, অমালেকীয়দের সঙ্গ ত্যাগ করো, যেন তাদের সঙ্গে সঙ্গে আমি তোমাদেরও ধ্বংস করে না ফেলি; কারণ ইস্রায়েলীরা যখন মিশর থেকে বের হয়ে এসেছিল, তোমরা তাদের প্রতি দয়া দেখিয়েছিলে।” তাই কেনীয়েরা অমালেকীয়দের কাছ থেকে দূরে সরে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর শৌল কেনীয়দিগকে কহিলেন, যাও, স্থানান্তরে যাও, অমালেকীয়দের মধ্য হইতে প্রস্থান কর, পাছে আমি তাহাদের সহিত তোমাদিগকেও বিনষ্ট করি; যখন মিসর হইতে সমস্ত ইস্রায়েল-সন্তান বাহির হইয়া আসিয়াছিল, তখন তোমরা তাহাদের প্রতি দয়া করিয়াছিলে। অতএব কেনীয়গণ অমালেকের মধ্য হইতে প্রস্থান করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 কেনীয়দের শৌল বললেন, “তোমরা সবাই অমালেকীয়দের ছেড়ে দিয়ে চলে যাও। তাহলে আমি ওদের সঙ্গে তোমাদের বিনষ্ট করব না। যখন ইস্রায়েলীয়রা মিশর ছেড়ে চলে আসছিল, তোমরা ইস্রায়েলীয়দের দয়াদাক্ষিণ্য দেখিয়েছিলে।” একথা শুনে কেনীয়রা অমালেকীয়দের ছেড়ে চলে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আর শৌল কেনীয়দের বললেন, যাও, চলে যাও, অমালেকীয়দের মধ্য থেকে অন্য কোথাও চলে যাও, যাতে অমালেকীয়দের সঙ্গে আমি তোমাদেরও ধ্বংস করে না ফেলি; “যখন মিশর থেকে ইস্রায়েলীয়েরা বের হয়ে এসেছিল, তখন তোমরা তাদের প্রতি দয়া দেখিয়েছিলে।” তখন কেনীয়েরা অমালেকীয়দের মধ্য থেকে চলে গেল।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 15:6
21 ক্রস রেফারেন্স  

মোশির শ্বশুর ছিলেন কেনী উপজাতির লোক। তাঁর বংশধরেরা যিহুদা গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়ে খর্জুরপুর থেকে যিহুদীয়ার অন্তর্গত অরাদের দক্ষিণে মরু এলাকায় চলে গেল এবং সেখানকার লোকদের সঙ্গে বাস করতে লাগল।


ইতিমধ্যে কেনী জাতির হিবর নামে একজন সানন্নিমের ওক গাছের কাছে তাঁবু ফেলেছিলেন। ইনি কেনী জাতির অন্যান্য লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছিলেন। এই কেনী জাতি ছিল মোশির শ্বশুরকুলের লোক হোবাবের বংশধর।


তুমি আমার কথা শোন, আমি তোমাকে সুপরামর্শই দেব, আর ঈশ্বরও তোমার সঙ্গে থাকবেন। তুমি হবে ঈশ্বরের কাছে জনসাধারণের প্রতিনিধি। তুমিই তাদের সমস্ত সমস্যা ঈশ্বরের কাছে উপস্থিত করবে।


আখিশ যখন জিজ্ঞাসা করতেন, আজ কাদের উপর তোমরা হামলা করলে? দাউদ বলতেন, যিহুদীয়া অঞ্চলে অথবা যিরহমেলিদের অঞ্চলে অথবা কেনী উপজাতিদের অঞ্চলে।


নারী সমাজে ধন্য যায়েল, কেনী হেবরের পত্নী, তাম্বু বাসিনী নারীকুলে তিনিই পরম ধন্যা।


যে ফলের আকাঙ্ক্ষা তুমি করেছিলে তা তোমার নাগালের বাইরে তোমার রাজসিক খাদ্য-পানীয় এবং আড়ম্বর অন্তর্হিত, তুমি কোনদিন তা আর ফিরে পাবে না।


প্রভু অনেসিফোরাসের পরিবারের মঙ্গল করুন। তিনি বহুবার আমাকে সান্ত্বনা দিয়েছেন। এই বন্দীর বন্ধু হতে তিনি কখনও লজ্জাবোধ করেননি।


সুতরাং ওদের মধ্যে থেকে বেরিয়ে এস, পৃথক হও তোমরা ওদের কাছ থেকে, এড়িয়ে চল অশুচিত সংস্পর্শ। তাহলে আমি আপন করে নেব তোমাদের, একথা বলেছেন প্রভু পরমেশ্বর।


তিনি আরও বিভিন্নভাবে নিজের বক্তব্য তাদের সামনে উপস্থাপিত করলেন এবং আবেদন জানিয়ে বললেন, এ যুগের দুর্জনদের হাত থেকে নিজেদর রক্ষা কর।


নির্বোধের সংসর্গ পরিহার কর, তাহলে বাঁচবে, সুবিবেচনার পথে চল।


তিরিয়াথী, শিমিয়াথী ও সুখাথী উপজাতির লোকেরা যাবেষ নগরে বাস করত। এরা ছিল দক্ষ লিপিকার ও নকলনবীশ। কেনীয় উপজাতির লোক, যারা রেখবী গোষ্ঠীর সঙ্গে মিশ্র বিবাহের সম্পর্ক স্থাপন করেছিল—এরা ছিল তাদেরই বংশধর।


তাদের আর্তনাদ শুনে আশেপাশের ইসরায়েলীরা সকলে পালিয়ে গেল। তারা বলতে লাগল, পৃথিবী হয়তো আমাদেরও গ্রাস করবে।


দোহাই আপনার। দুর্জনদের সঙ্গে ধামির্কদেরও বিনাশ করবেন না। ধার্মিক ও দুর্জনকে এক পর্যায়ে ফেলবেন না। সারা পৃথিবীর বিচারপতি কি ন্যায় বিচার করবেন না?


শৌল তখন অমালেকী উপজাতীয়দের নগরের কাছে একটি উপত্যকায় গিয়ে আত্মগোপন করলেন।


কেনী, কেনিষী, কদমোনী এবং হিত্তীয়, পেরিষীয়, রেফায়িম, ইমোরী, কনানী,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন