Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 13:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 বাকী লোকদের তিনি বাড়ি পাঠিয়ে দিলেন। যোনাথন গেবায় ফিলিস্তিনী সৈন্যদের আক্রমণ করে তাদের পরাজিত করল আর ফিলিস্তিনীরা সকলে এ সংবাদ জানতে পারল। তখন শৌল ইসরায়েলের সমস্ত অঞ্চলে তূরী বাজিয়ে সমগ্র ইসরায়েল জাতিকে যুদ্ধে যোগদানের জন্য আহ্বান করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পরে যোনাথন গেবাতে অবস্থিত ফিলিস্তিনীদের প্রহরী সৈন্যদলকে আঘাত করলে ফিলিস্তিনীরা তা শুনতে পেল; তখন তালুত দেশের সর্বত্র তূরী বাজিয়ে বললেন, ইব্‌রানীরা শুনুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যোনাথন গেবাতে অবস্থিত ফিলিস্তিনীদের সেনা-ছাউনি আক্রমণ করলেন, এবং ফিলিস্তিনীরা তা শুনতে পেল। তখন শৌল গোটা দেশ জুড়ে শিঙা বাজিয়ে বললেন, “হিব্রু মানুষজন শুনুক!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরে যোনাথন গেবাতে স্থিত পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলকে আঘাত করিলেন, ও পলেষ্টীয়েরা তাহা শুনিল; তখন শৌল দেশের সর্ব্বত্র তূরী বাজাইয়া কহিলেন, ইব্রীয়েরা শুনুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 যোনাথন গেবা শিবিরে পলেষ্টীয়দের প্রধান সেনাপতিকে হত্যা করল। এখবর শুনে পলেষ্টীয়রা বলল, “ইব্রীয়রা বিদ্রোহ করেছে।” শৌল বলল, “কি হয়েছে ইব্রীয়রা শুনুক।” শৌল তার লোকদের বলল সমস্ত ইস্রায়েলে তারা শিঙা বাজিয়ে দিক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পরে যোনাথন গেবাতে থাকা পলেষ্টীয়দের পাহারাদার সৈন্যদলকে আঘাত করলেন ও পলেষ্টীয়েরা তা শুনল; তখন শৌল দেশের সব জায়গায় তূরী বাজিয়ে বললেন, “ইব্রীয়েরা শুনুক৷”

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 13:3
12 ক্রস রেফারেন্স  

তারপর তুমি গিবিয়াৎ-এলোহিমে যাবে, সেখানে ফিলিস্তিনী সৈন্যদের ছাউনি আছে, সেখানে নগরে প্রবেশ করার মুখে বীণ, খঞ্জনী, বাঁশী ও রুদ্রবীণা সহযোগে ভাবাক্তি করতে করতে পাহাড়ের উপরের পীঠস্থান থেকে একদল নবী নেমে আসবেন, তাঁদের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে।


সেখান থেকে ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে পৌঁছে তিনি তূরীধ্বনি দিয়ে সঙ্কেত করে ইসরায়েলীদের যুদ্ধে যাবার জন্য ডাক দিলেন। তারা তাঁর নেতৃত্বে পার্বত্য অঞ্চল থেকে সমতলে নেমে এল।


তখন প্রভুর আত্মা গিদিয়োনের উপরে অধিষ্ঠিত হলেন এবং গিদিয়োন তুরী বাজিয়ে সঙ্কেত জানালেন। সঙ্কেত ধ্বনি শুনে অবিয়েষার গোষ্ঠীর লোকেরা তাঁর নেতৃত্বাধীনে সমবেত হল।


গেবা থেকে জেরুশালেমের দক্ষিণে অবস্থিত রিম্মোন পর্যন্ত সমগ্র এলাকা রূপান্তরিত হয়ে অরাবা উপত্যকার মত সমতল ভূমিতে পরিণত হবে, কিন্তু জেরুশালেম সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। বিন্যামীন তোরণ থেকে সাবেক তোরণ যেখানে ছিল সেই স্থান পর্যন্ত ও কোণের তোরণ থেকে হানানেল-এর মিনার পর্যন্ত এবং রাজার দ্রাক্ষাকুণ্ড পর্যন্ত লোকবসতি থাকবে।


তারা গিরিপথ পার হয়ে এসে গেবাতে রাত্রিবাস করছে। রামা শহরের অধিবাসীর ভয়ে কাঁপছে এবং শৌলের শহর গিবিয়ার মানুষ পালিয়ে গেছে।


তখন দাউদ ছিলেন একটি পার্বত্য দুর্গে। আর এদিকে একদল ফিলিস্তিনী সৈন্য বেথলেহেম দখল করে রেখেছিল।


সেখানে বিন্যামীন গোষ্ঠীর শেবা নামে একটা দুষ্ট লোক ছিল। তার বাবার নাম ছিল বিখ্রি। শেবা তুরী বাজিয়ে ঘোষণা করল, দাউদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই, যেশির ছেলের উপর আমাদের কোন দাবীও নেই। হে ইসরায়েল, তোমরা প্রত্যেকে ফিরে যাও নিজের ঘরে।


তারপর যোয়াব তূরী বাজালেন। যোয়াবের লোকেরা থেমে দাঁড়াল। যুদ্ধ থেমে গেল।


শৌল, তাঁর পুত্র যোনাথন এবং তাঁর সঙ্গী লোকজন বিন্যামীনপ্রদেশের গেবাতে রইলেন।


বিন্যামীন গোষ্ঠীর এলাকা থেকে তারা সংলগ্ন চারণভূমিসহ গিবিয়োন, গেবা, আনাথোৎ ও আল্‌মোন—এই চারটি নগর তাদের দিল।


পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট বারোটি নগর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন