Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 13:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 শৌল ত্রিশ বৎসর বয়সে রাজা হন। তিনি কুড়ি বৎসর ইসরায়েল জাতির উপর রাজত্ব করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 তালুত ত্রিশ বছর বয়সে বাদশাহ্‌ হন। দু’বছর ইসরাইলের উপরে রাজত্ব করার পর,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 শৌল ত্রিশ বছর বয়সে রাজা হলেন, এবং তিনি ইস্রায়েলের উপর বিয়াল্লিশ বছর রাজত্ব করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 শৌল [ত্রিশ] বৎসর বয়সে রাজা হন। দুই বৎসর ইস্রায়েলের উপরে রাজত্ব করিলে পর শৌল আপনার জন্য ইস্রায়েলের মধ্যে তিন সহস্র লোক মনোনীত করিলেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 সেই সময় শৌল সবে এক বছর রাজা হয়েছেন। ইস্রায়েলের ওপর দু-বছর রাজত্ব করবার পর,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 শৌল ত্রিশ বছর বয়সে রাজা হন৷ দুই বছর ইস্রায়েলের উপরে রাজত্ব করার পর

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 13:1
4 ক্রস রেফারেন্স  

কি উপচার নিয়ে আমরা উপস্থিত হব প্রভু পরমেশ্বরের সম্মুখে? ঊর্ধ্বে আসীন ঈশ্বরের সাক্ষাতে করব প্রণিপাত? আমরা কি হোমবলির জন্য এক বৎসর বয়সের গোবৎসের পাল নিয়ে তাঁর সম্মুখে উপস্থিত হব?


পশুটি নিখুঁত এবং এক বছর বয়সের পুংশাবক হওয়া চাই। মেষ কিংবা ছাগ শাবকের যে কোন একটি হলেই চলবে।


কিন্তু যদি তোমরা এর পরেও দুষ্কর্ম করতে থাক তবে তোমরা এবং তোমাদের রাজা সকলেই ধ্বংস হয়ে যাবে।


শৌল ইসরায়েলীদের মধ্য থেকে তিন হাজার লোককে বেছে নিলেন। এদের মধ্যে দুই হাজার লোককে বেছে নিলেন। এদের মধ্যে দুই হাজার লোক মিকমস এবং বেতেলের পার্বত্য এলাকায় শৌলের সঙ্গে এবং এক হাজার লোক বিন্যামীন প্রদেশের গিবিয়াতে যোনাথনের সঙ্গে থাকল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন