১ শমূয়েল 11:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)4 এই সংবাদ নিয়ে কয়েকজন লোক শৌলের বাসস্থান গিবিয়া নগরে গিয়ে সেখানকার লোকদের সমস্ত ব্যাপার জানাল। সেখানকার অধিবাসীরা এই সংবাদ শুনে হাহাকার করতে লাগল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পরে দূতেরা তালুতের বাসস্থান গিবিয়ায় এসে লোকদের ঐ কথা অবগত করলো, তাতে সমস্ত লোক চিৎকার করে কান্নাকাটি করতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 দূতেরা যখন শৌলের নগর গিবিয়াতে এসে লোকদের কাছে এইসব শর্তের খবর দিল, তারা সবাই চিৎকার করে কান্নাকাটি করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পরে দূতগণ শৌলের [বাসস্থান] গিবিয়ায় আসিয়া লোকদের কর্ণগোচরে ঐ কথা কহিল, তাহাতে সমস্ত লোক উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 বার্তাবাহকরা গিবিয়ায় এল; সেখানেই শৌল থাকতেন। তারা লোকদের খবরটি জানালে লোকরা কেঁদে উঠল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 পরে দূতেরা শৌলের [বাড়ি] গিবিয়ায় এসে লোকেদের কানের কাছে এই কথা বলল, “তাতে সব লোক খুব জোরে কাঁদতে লাগলো৷” অধ্যায় দেখুন |
গিবিয়া নিবাসী শেমার পুত্র অহিয়েষর ও যোয়াশ ছিলেন এঁদের নেতা। অন্যান্যদের নাম যথাক্রমে: অস্মাবৎ-এর পুত্র যিষিয়েল ও পেলট। অনামোৎ নিবাসী বরাখা ও যেহু। গিবিয়োনের যিস্ময়িয়। ইনি বিখ্যাত যোদ্ধাএবং ত্রিশজন বীরের অন্যতম ছিলেন। গদেরার যিরমিয়, যহষিয়েল, যোহানন ও যোষাবদ। হরূফের ইলিয়ুষয়, যিরিমোৎ, বালিয়া, শমরিয়া ও শফটিয়। কোরহ্ গোষ্ঠীর ইল্কানা, যিশিয়, অষবেল, যোয়েষর ও যাশোবিয়াম। গদর নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়।