Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 1:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 প্রভু পরমেশ্বরের মন্দিরে গেলে হান্নার স্বামী তাঁর সঙ্গে অনুরূপ আচরণ করতেন, আর তাঁর সপত্নীও একইভাবে তাঁকে উত্যক্ত করতেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 বছর বছর যখন হান্না মাবুদের গৃহে যেতেন, তখন তাঁর স্বামী ঐরূপ করতেন এবং পনিন্নাও ঐভাবে তাঁকে বিরক্ত করতেন; তাই তিনি ভোজন না করে কান্নাকাটি করতেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 বছরের পর বছর এরকম হয়েই চলেছিল। যখনই হান্না সদাপ্রভুর মন্দিরে যেতেন, তাঁর সতীন তাঁকে প্ররোচিত করত এবং তিনি অশ্রুপাত করতেন ও ভোজনপানও করতেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 বৎসর বৎসর যখন হান্না সদাপ্রভুর গৃহে যাইতেন, তখন তাঁহার স্বামী ঐরূপ করিতেন, এবং পনিন্নাও ঐ প্রকারে তাঁহাকে বিরক্ত করিতেন; তাই তিনি ভোজন না করিয়া ক্রন্দন করিতেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 বছরের পর বছর এই ঘটনা ঘটত। যখনই ইল‌্কানা তার পরিবারের সঙ্গে শীলোয় প্রভুর গৃহে উপাসনা করতে যেত, পনিন্না হান্নাকে বিরক্ত করত। একদিন ইল‌্কানা সবাইকে যখন বলির ভাগ দিচ্ছিল, হান্না মনের দুঃখে কেঁদে ফেলল। সে কিছুই খেল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 বছরের পর বছর হান্না যখনই সদাপ্রভুর ঘরে যেতেন তখন তাঁর স্বামী ঐরকম করতেন এবং পনিন্না তাঁকে ঐভাবে বিরক্ত করতেন; তাই তিনি কিছু না খেয়ে কান্নাকাটি করতেন।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 1:7
7 ক্রস রেফারেন্স  

তাঁর মা প্রতি বৎসর তাঁর জন্য ছোট একটি পোষাক তৈরী করতেন এবং তিনি যখন তাঁর স্বামীর সঙ্গে বার্ষিক বলি উৎসর্গ করতে আসতেন তখন তাঁর জন্য সেটি নিয়ে আসতেন।


প্রভু পরমেশ্বর হান্নাকে বন্ধ্যা করেছিলেন বলে তাঁর সপত্নী তাঁকে উত্যক্ত করে তুলতেন।


হৃদয় আমার বিশীর্ণ যেন শুষ্ক তৃণ, লোপ পেয়ে গেছে ক্ষুধা তৃষ্ণা আমার।


শেখেম, শীলোহ্‌ এবং শমরিয়া থেকে আশীজন লোক সেখানে এল। তারা দাড়ি কামিয়ে, তাদের পরণের কাপড় ছিঁড়ে, নিজেদের দেহ ক্ষত বিক্ষত করে মন্দিরে আসছিল শস্য-নৈবেদ্য ও ধূপ উৎসর্গ করার জন্য।


হান্না প্রার্থনা ও স্তুতি নিবেদন করে বললেনঃ প্রভু পরমেশ্বর পূর্ণ করেছেন হৃদয় আমার পরম আনন্দে উন্নত করেছেন তিনি আমার শির শত্রুর সম্মুখে মুখরিত আমার ওষ্ঠাধর তাঁরই কৃপায় এই আনন্দ আমার।


দীর্ঘশ্বাস ও আর্তনাদে অস্থিচর্মসার হয়েছে আমার দেহ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন