Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 1:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 তাঁর স্বামী এলকানা বললেন, তোমার যা ভাল মনে হয় তাই কর। শিশুটি স্তন্যত্যাগ না করা পর্যন্ত অপেক্ষা কর। প্রভু পরমেশ্বর তোমার প্রতিশ্রুতি পূর্ণ করুন। হান্না বাড়িতেই থাকলেন এবং স্তন্যত্যাগ না করা পর্যন্ত শিশুটিকে লালনপালন করতে লাগলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 তাঁর স্বামী ইল্‌কানা তাঁকে বললেন, তোমার দৃষ্টিতে যা ভাল মনে হয়, তা-ই কর; তার স্তন্য ত্যাগ পর্যন্ত বিলম্ব কর; মাবুদ কেবল তাঁর ওয়াদা সফল করুন। অতএব হান্না বাড়িতে রইলেন এবং শিশুপুত্র যতদিন স্তন্য ত্যাগ না করলো ততদিন তাকে স্তন্যপান করালেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 তাঁর স্বামী ইল্‌কানা তাঁকে বললেন, “তোমার যা ভালো বলে মনে হয়, তুমি তাই করো। তার স্তন্য-ত্যাগ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকো; সদাপ্রভু শুধু যেন তাঁর বাক্য সুস্থির করেন।” অতএব হান্না ঘরে থেকে গিয়ে ছেলেটি স্তন্য-ত্যাগ না করা পর্যন্ত তাকে স্তন্যদান করে যেতে লাগলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 তাঁহার স্বামী ইল্‌কানা তাঁহাকে কহিলেন, তোমার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই কর; তাহার স্তন্য ত্যাগ পর্য্যন্ত বিলম্ব কর; সদাপ্রভু কেবল আপন বাক্য স্থির করুন। অতএব সে স্ত্রী গৃহে রহিলেন, এবং বালকটী যাবৎ স্তন্য ত্যাগ না করিল, তাবৎ তাহাকে স্তন্যপান করাইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 ইল‌্কানা তার স্ত্রী হান্নাকে বলল, “যা ভাল বোঝ তাই কর। পুত্র বড় না হওয়া পর্যন্ত, তার শক্ত খাবার খাওয়ার শক্তি না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকতে পারে। প্রভু তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করুন।” সুতরাং পুত্র শক্ত খাবার খাওয়ার উপযুক্ত না হওয়া পর্যন্ত হান্না পুত্রের সেবা শুশ্রূষার জন্য বাড়িতে থেকে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 তাঁর স্বামী ইলকানা তাঁকে বললেন, “তোমার দৃষ্টিতে যা ভাল মনে হয় তাই কর; তার দুধ ছাড়ানো পর্যন্ত তুমি অপেক্ষা কর; সদাপ্রভু শুধু তাঁর বাক্য পূরণ করুন।” অতএব সেই স্ত্রী বাড়ীতেই রয়ে গেলেন এবং ছেলেটিকে দুধ না ছাড়ানো পর্যন্ত তাকে দুধ পান করালেন।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 1:23
12 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, তুমি তোমার দাস আমার সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছ, যে কথা বলেছ আমার বংশ সম্পর্কে, সেই কথামত তা তুমি পূর্ণ কর চিরকালের জন্য।


যীশু কথা বলে চললেন, এমন সময় একজন মহিলা উচ্চকণ্ঠে তাঁকে বলল, ধন্য সেই গর্ভ যা আপনাকে ধারণ করেছিল এবং ধন্য সেই স্তন্য যা আপনি পান করেছিলেন।


হায়, যে সব নারী তখন গর্ভবতী থাকবে, আর যাদের কোলে শিশু থাকবে তাদের কত কষ্টই না হবে।


কিন্তু যখন আমার দাস ভবিষ্যদ্বাণী করে, যখন আমি প্রেরণ করি আমার বার্তাবহকে আমার পরিকল্পনা প্রকাশের উদ্দেশে তখন সফল করি আমার সমস্ত পরিকল্পনা, সফল করি সকল ভবিষ্যদ্বাণী। আমি জেরুশালেমকে বলেছি এ কথা, মানুষ আবার বসতি করবে তোমার কোলে, তারা পুনরায় করবে নির্মাণ যিহুদীয়ার নগর জনপদ।


তুমি গর্ভ থেকে আমাকে এনেছ বাহিরে, মাতৃবক্ষে তুমিই রেখেছ নিরাপদে,


এলি তখন তাঁকে বললেন, তুমি শান্তিতে ফিরে যাও, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের কাছে তুমি যা প্রার্থনা করলে, তিনি তা পূর্ণ করুন।


কিন্তু তার স্বামী যেদিন সেকথা শুনবে সেই দিনই যদি সে তাকে নিষেধ করে, তাহলে তার কোন মানত বা শপথ বজায় থাকবে না, কারণ তার স্বামী তা বাতিল করেছে, প্রভু পরমেশ্বর সেই কারেণই তাকে অব্যাহতি দেবেন।


শৌল বললেন, চল, আমরা আজ রাত্রে ফিলিস্তিনীদের পিছনে তাড়া করি এবং সকাল পর্যন্ত তাঁদের জিনিসপত্র লুঠ করি। তাদের একজনকেও প্রাণে বাঁচতে দেব না। তারা বলল, আপনার যা ভাল মনে হয় করুন। তখন তিনি পুরোহিতকে বললেন, এই ব্যাপারে ঈশ্বরের কি ইচ্ছা জানা যাক।


তিনি সমগ্র ইসরায়েলকে বললেন, তোমরা এক দিকে দাঁড়াও, আমি এবং আমার পুত্র যোনাথন আর এক দিকে দাঁড়াই। লোকজন বলল, আপনার ইচ্ছামতই হোক।


আমি তখন ঘুমিয়ে ছিলাম। পরের দিন সকালে উঠে ছেলেকে দুধ খাওয়াতে গিয়ে দেখি সে মরে গেছে। ছেলেটিকে ভাল করে লক্ষ্য করে দেখি ছেলেটি আমার নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন