Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 9:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 হীরাম শহরগুলি দেখতে এলেন কিন্তু সেগুলি তাঁর পছন্দ হল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর হীরম সোলায়মানের দেওয়া সেসব নগর দেখবার জন্য টায়ার থেকে আসলেন, কিন্তু সেগুলো তাঁর দৃষ্টিতে তুষ্টিজনক হল না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 কিন্তু যে নগরগুলি শলোমন হীরমকে দিলেন, তিনি যখন সেগুলি দেখতে গেলেন, তখন সেগুলি তাঁর খুব একটি পছন্দ হয়নি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর হীরম শলোমনের দত্ত সেই সকল নগর দেখিবার জন্য সোর হইতে আসিলেন, কিন্তু সেগুলি তাঁহার দৃষ্টিতে তুষ্টিজনক হইল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 হীরম তখন সোর থেকে শলোমনের দেওয়া শহরগুলো দেখতে এলেন। কিন্তু এই শহরগুলো দেখে তিনি মোটেই খুশী হলেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 হীরম শলোমনের দেওয়া সেই শহরগুলো দেখবার জন্য সোর থেকে আসলেন, কিন্তু সেগুলো দেখে তিনি সন্তুষ্ট হলেন না।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 9:12
4 ক্রস রেফারেন্স  

তাঁর মা-বাবা বললেন, কেন, আমাদের স্বজাতি জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে কি কোন কন্যা নেই যে তুমি বে-সুন্নত ফিলিস্তিনীদের কন্যা বিবাহ করতে চাইছ? শিমশোন তাঁর বাবাকে বললেন, তুমি আমার জন্য ঐ কন্যাটিকে আন, তাকেই আমি চাই।


বিলিয়ম তখন প্রভু পরমেশ্বরের দূতকে বললেন, আমি পাপ করেছি, আমি জানতাম না যে আপনি আমাকে বাধা দেওয়ার জন্যই পথ রোধ করে দাঁড়িয়ে রয়েছেন। আপনার বিবেচনায় যদি এই যাত্রা অসঙ্গত হয় তাহলে আমি ফিরে যাব।


টায়ারের রাজা হীরাম এই কাজের জন্য শলোমনের চাহিদা অনুযায়ী সমস্ত সীডার ও দেবদারু কাঠ এবং সোনা সরবরাহ করেছিলেন। কাজ শেষ হয়ে গেলে রাজা শলোমন হীরামকে গ্যালিলি প্রদেশের কুড়িটি শহর দিয়েছিলেন।


তিনি শলোমনকে বললেন, বন্ধু, এই সব শহর তুমি আমাকে দিলে। এই জন্যই এগুলির নাম তিনি দিলেন ‘কাবুল’, আজও এগুলি এই নামেই পরিচিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন