Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 8:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 তাই মিনতি করি হে ইসরায়েলের ঈশ্বর, তোমার সেবক, আমার পিতা দাউদের কাছে যে প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে, তা এবার পূর্ণ কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 এখন, হে ইসরাইলের আল্লাহ্‌, আরজ করি, তোমার গোলাম আমার পিতা দাউদের কাছে যে কথা তুমি বলেছিলে, তা সফল হোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 আর এখন, হে ইস্রায়েলের ঈশ্বর, আমার বাবা তোমার দাস দাউদের কাছে তুমি যে প্রতিজ্ঞা করলে, তা যেন সত্যি হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 এখন, হে ইস্রায়েলের ঈশ্বর, বিনয় করি, তোমার দাস আমার পিতা দায়ূদের কাছে যে কথা তুমি বলিয়াছিলে, তাহা দৃঢ় হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 আবার প্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আমি আপনাকে আমার পিতাকে দেওয়া এই প্রতিশ্রুতি অনুগ্রহ করে পালন করতে বলছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 তবে এখন, হে ইস্রায়েলের ঈশ্বর, যে প্রতিজ্ঞা তুমি তোমার দাস আমার বাবা দায়ূদের কাছে করেছিলে তা সফল হোক।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 8:26
14 ক্রস রেফারেন্স  

আমি দান করব তোমাকে অতুল ধনরাশি অন্ধকারের গোপন কন্দর থেকে। তখনই তুমি জানবে, আমিই প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমিই ডেকেছি তোমায়, নাম ধরে তোমার।


যখন আমার প্রজাবৃন্দ জলের সন্ধান করবে, তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে, তখন আমি, প্রভু পরমেশ্বর সাড়া দেব তাদের ডাকে, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমি, আমি তাদের কখনও করব না পরিত্যাগ।


স্মরণ কর হে প্রভু পরমেশ্বর তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি, যার উপর আমার গভীর প্রত্যাশা।


তুমি ধন্য হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্তকাল অবধি! আমেন! আমেন!


হে প্রভু পরমেশ্বর, আমার পিতার কাছে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে, আজ পূর্ণ কর সেই প্রতিশ্রুতি। আজ তুমি আমাকে এমন এক জাতির রাজা করেছ, যে জাতি অসংখ্য, গণনা করা যায় না তাদের সংখ্যা।


হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, ঊর্ধ্বে স্বর্গলোকে কিম্বা নীচে, মর্ত্যলোকে তোমার মত ঈশ্বর কেউ নেই। যারা সর্বান্তঃকরণে তোমার নির্দেশিত পথে চলে, তোমার সেই দাসদের সঙ্গে তুমি চুক্তির শর্ত রক্ষা করে থাক, প্রকাশ করে থাক তোমার অবিচল ভালবাসা।


এলি তখন তাঁকে বললেন, তুমি শান্তিতে ফিরে যাও, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের কাছে তুমি যা প্রার্থনা করলে, তিনি তা পূর্ণ করুন।


তাঁরা ইসরায়েলীদেরর আরাধ্য ঈশ্বরের দর্শন লাভ করলেন। তাঁর চরণতলে ছিল আকাশের স্বচ্ছ নীলের মত নীলকান্ত মণির শিলাপীঠ।


কিন্তু হে ঈশ্বর, তুমি কি সত্যিই পৃথিবীতে বাস করবে? স্বর্গলোকও যে তোমার ধারণ করতে পারে না, কেমন করে তোমায় ধারণ করবে আমার রচিত এই ক্ষুদ্র মন্দির!


হে প্রভু পরমেশ্বর, তুমি তোমার দাস, আমার ও আমার বংশ সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছ, সেই প্রতিশ্রুতি তুমি পূর্ণ কর চিরকালের জন্য।


যে প্রতিশ্রুতি তুমি দিয়েছ তোমার ভক্তদের, তোমার এ দাসের প্রতিপূর্ণ কর সেই প্রতিশ্রুতি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন