Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 8:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 এবার রাজা শলোমন দাউদের নগর অর্থাৎ সিয়োন থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক মন্দিরে আনার জন্য ইসরায়েলের সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি, গোষ্ঠীপতি ও কুলপতিদের জেরুশালেমে আমন্ত্রণ করে আনলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে সোলায়মান দাউদ-নগর অর্থাৎ সিয়োন থেকে মাবুদের শরীয়ত-সিন্দুক উঠিয়ে আনবার জন্য ইসরাইলের প্রাচীন নেতৃবর্গদের ও সমস্ত গোষ্ঠীপতি, অর্থাৎ বনি-ইসরাইলদের পিতৃকুলের নেতৃবর্গকে জেরুশালেমে বাদশাহ্‌ সোলায়মানের কাছে উপস্থিত করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 পরে রাজা শলোমন জেরুশালেমে তাঁর কাছে দাউদ-নগর, অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য ইস্রায়েলের প্রাচীনদের, সমস্ত গোষ্ঠীপতিকে ও ইস্রায়েলী পরিবারের প্রধানদের ডেকে পাঠালেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্য ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে শলোমন রাজার নিকটে একত্র করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 এরপর রাজা শলোমন ইস্রায়েলের সমস্ত প্রবীণ ব্যক্তি, পরিবারগোষ্ঠীর প্রধান ও নেতাদের তাঁর কাছে জেরুশালেমে ডেকে পাঠালেন। শলোমন দায়ূদ নগরী থেকে সাক্ষ্যসিন্দুকটি মন্দিরে আনার সময় তাঁর সঙ্গে যোগ দেবার জন্য এইসব ব্যক্তিদের ডেকে পাঠিয়ে ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তখন রাজা শলোমন দায়ূদ শহর, অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি নিয়ে আসবার জন্য ইস্রায়েলের প্রাচীনেরা, গোষ্ঠী সর্দারদের ও ইস্রায়েলীয় বংশের প্রধান লোকদের যিরূশালেমে তাঁর কাছে উপস্থিত করলেন।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 8:1
25 ক্রস রেফারেন্স  

ইসরায়েলী নেতৃবৃন্দ ও সেনানায়কদের নিয়ে দাউদ মহাধুমধাম ও আনন্দ উৎসব করতে করতে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক আনতে ওবেদ-ইদোমের বাড়ীতে গেলেন।


এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে: ‘দেখ, আমি সিয়োনে কোণের ভিত্তিপ্রস্তররূপে স্থাপন করেছি আমার মনোনীতএক মহামূল্য শিলাখণ্ড, তার উপর যে ভরসা রাখেনিরাশ হবে না সে, হবে না হতমান।’


আমি ত্বরাম্বিত করেছি সেই বিজয়দিনের আগমন–—বিলম্ব নেই আর, আসন্ন আমার জয়। আমি উদ্ধার করব জেরুশালেমকে ভূষিত করব ইসরায়েলকে গৌরবের মহামহিমায়।


অতএব, এখন সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেন, আমি সিয়োনে স্থাপন করছি এক সুদৃঢ় প্রস্তর। সেটি হবে কোণের মূল প্রস্তর। এই প্রস্তরের উপরে লেখা থাকবে, “বিশ্বাস যার অটল, সে কখনও বিচলিত হবে না।”


যেন বিঘোষিত হয় সিয়োনে প্রভুর নাম, ও জেরুশালেমে তাঁর প্রশস্তি।


সিয়োনে অধিষ্ঠিত প্রভু পরমেশ্বরের স্তুতি গান কর তোমরা। সকল জাতির কাছে কর ঘোষণা তাঁর সুমহান কীর্তিকাহিনী।


ইসরায়েলীরা নিজ নিজ নগর জনপদে স্থায়ীভাবে বসতি স্থাপন করার পর সপ্তম মাসে তারা সকলে জেরুশালেমে সমবেত হল।


আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ পুরোহিতের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকায় প্রজারা সেই সময় জেরুশালেমে উপস্থিত হতে পারে নি। সেইজন্য প্রথম মাসের নির্দিষ্ট সময়ে তারণোৎসব পালন করা সম্ভব হয় নি। তাই রাজা হিষ্কিয় তাঁর পারিষদ এবং জেরুশালেমের নাগরিকদের সম্মতিক্রমে দ্বিতীয় মাসে তারোণৎসব পালন করা স্থির করলেন। রাজা সমগ্র ইসরায়েল ও যিহুদীয়া রাজ্যে সংবাদ পাঠিয়ে দিলেন। তিনি বিশেষ যত্ন সহকারে ইফ্রয়িম ও মনঃশির গোষ্ঠীবর্গের কাছে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানে তারণোৎসব পালনের জন্য আমন্ত্রণ জানিয়ে পত্র দিলেন।


দাউদ ইসরায়েলের সমস্ত রাজকর্মচারীকে জেরুশালেমে একত্র হতে আদেশ দিলেন। তাই গোষ্ঠীবর্গের সমস্ত রাজকর্মচারী, রাজ্যের শাসনকার্য নির্বাহী সমস্ত রাজকর্মচারী, কুলপতিবৃন্দ, রাজা ও রাজপুত্রদের স্থাবর-অস্থাবর সম্পত্তির রক্ষণাবেক্ষণকারী কর্মীবৃন্দ—এক কথায় রাজপ্রাসাদের সমস্ত কর্মী, সৈন্যদলের অধিনায়কবৃন্দ, এবং গুরুত্ব ও মর্যাদাসম্পন্ন সমস্ত ব্যক্তি জেরুশালেমে একত্র হলেন।


চুক্তি সিন্দুকটি শহরে আনার সময় শৌলের কন্যা মীখল জানালা দিয়ে দেখলেন, রাজা দাউদ ভক্তির আবেগে ঘুরে ঘুরে লাফিয়ে, লাফিয়ে নাচছেন। দেখে, মীখলের মনে তাঁর প্রতি দারুণ ঘৃণা জাগল।


তারপর চুক্তি সিন্দুকটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসার জন্য সমস্ত ইসরায়েলীকে জেরুশালেমে একত্র করলেন।


দাউদ সেই দুর্গে বাস করতেন বলে নগরটির নাম হয়েছিল ‘দাউদ নগর’।


শলোমনের ঘুম ভেঙ্গে গেল। তিনি বুঝলেন, তিনি স্বপ্ন দেখছিলেন। জেরুশালেমে ফিরে এসে তিনি প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের সামনে গিয়ে দাঁড়ালেন এবং সেখানে হোম ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করলেন। তারপর তাঁর সমস্ত কর্মচারীদের জন্য ভোজের আয়োজন করলেন।


নাথানের খামারের কাছে পৌঁছালে গাড়ির বলদ দুটো হোঁচট খেল। সিন্দুকটা নড়ে উঠল। তাই উজজাহ্ হাত বাড়িয়ে চুক্তিসিন্দুকটা ধরে ফেলল।


যিহোশূয় ইসরায়েলীদের সকল গোষ্ঠীকে শিখিমের পবিত্র পীঠস্থানে ডেকে একত্র করলেন। ইসরায়েলীদের প্রবীণ নেতৃবৃন্দ গোষ্ঠীপ্রধান, বিচারক ও প্রশাসকদের তিনি ডেকে আনালেন। তাঁরা সেখানে উপস্থিত হলে


তিনি ইসরায়েলীদের সকলকে, প্রবীণ নেতৃবৃন্দ, গোষ্ঠীপ্রধান, বিচারক ও প্রশাসকদের ডেকে একত্র করে বললেন, আমি এখন বৃদ্ধ হয়েছি, বয়সও হয়েছে অনেক।


দাউদ মারা গেলেন। দাউদ নগরে তাঁকে সমাধি দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন