১ রাজাবলি 7:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)19 বারান্দায় দুটি থামের উপরের চূড়াগুলি ছিল চার হাত উঁচু লিলি ফুলের নকশায় তৈরী অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর বারান্দাতে দু’টি স্তম্ভের উপরিস্থ মাথলা চার হাত পর্যন্ত শোশন ফুলের আকৃতিবিশিষ্ট ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 দ্বারমণ্ডপে থামগুলির মাথায় রাখা স্তম্ভশীর্ষগুলি লিলিফুলের মতো দেখতে হল, ও সেগুলির উচ্চতা ছিল প্রায় 1.8 মিটার করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর বারাণ্ডাতে দুই স্তম্ভের উপরিস্থ মাথলা চারি হস্ত পর্য্যন্ত শোশন পুষ্পের আকৃতি-বিশিষ্ট ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 ফলতঃ স্তম্ভগুলির সওয়া হাত থেকে 5 হাত পর্যন্ত লম্বা শিখরগুলি ফুলের মত দেখতে লাগল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 থামের উপরকার মাথা দুটির উপরের চার হাত ছিল লিলি ফুলের আকারের। অধ্যায় দেখুন |