Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 6:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 শলোমনের মন্দির নির্মাণের কাজ শেষ হয়ে এল। সীডার কাঠের কড়ি, বরগা ও তক্তা নিয়ে তিনি তৈরী করলেন মন্দিরের ছাদ

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 এভাবে তিনি গৃহ নির্মাণ করলেন, তা সমাপ্ত করলেন এবং এরস কাঠের কড়ি ও সারি সারি (ফলক) দ্বারা গৃহ আচ্ছাদন করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 এইভাবে তিনি কড়িকাঠ ও দেবদারু কাঠের তক্তা দিয়ে মন্দিরের ছাদ বানিয়ে সেটির নির্মাণকাজ সমাপ্ত করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 এইরূপে তিনি গৃহ নির্ম্মাণ করিলেন, তাহা সমাপ্ত করিলেন, এবং এরসকাষ্ঠের কড়ি ও সারি সারি [ফলক] দ্বারা গৃহ আচ্ছাদন করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 শলোমনের মন্দির নির্মাণের কাজ শেষ হল। মন্দিরের প্রতিটি অংশ এরস গাছের তক্তা দিয়ে ঢাকা ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 এই ভাবে তিনি উপাসনা ঘরটা তৈরী করেছিলেন এবং তা শেষও করেছিলেন। তিনি এরস কাঠের পাঠাতন ও কড়িকাঠ দিয়ে তার ছাদও বানিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 6:9
8 ক্রস রেফারেন্স  

আর তাঁর রাজত্বের একাদশ বছরে বুল মাসে অর্থাৎ বছরের অষ্টম মাসে নির্দিষ্ট নকশা অনুযায়ী মন্দির নির্মাণের কাজ শেষ হয়েছিল। মন্দির নির্মাণ করতে শলোমনের সাত বছর লেগেছিল।


শলোমন মন্দির নির্মাণের কাজ শেষ করলেন।


নীচের তলার প্রবেশদ্বার ছিল মন্দিরের দক্ষিণ দিকে এবং তার সাথে দোতলা ও তিলতলায় ওঠার জন্য লাগোয়া সিঁড়ি ছিল।


আর মন্দিরের গায়ে প্রত্যেক তলায় পাঁচ হাত উঁচু কুঠরী তৈরী করালেন। তারপর সীডার কাঠের কাঠামো দিয়ে সেগুলিকে মন্দিরের সঙ্গে সংযুক্ত করে দিলেন।


শাল তরু শাখা হবে চন্দ্রাতপ মোদের বাসরের, দেওদার শাখা তার ছাদ।


এর পরে তিনি শিবির ও বেদীর চারিদিকে প্রাঙ্গণ রচনা করলেন এবং প্রাঙ্গণের দ্বারে পর্দা টাঙ্গিয়ে দিলেন। এইভাবে মোশি সমস্ত কাজ সম্পন্ন করলেন।


প্রভু পরমেশ্বরের মন্দিরে নির্মাণের কাজ শেষ হওয়ার পর শলোমন তাঁর পিতা দাউদ যেসব সোনা-রূপোর আসবাবপত্র প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করেছিলেন, সেগুলি মন্দিরের ভাণ্ডারে এনে রাখলেন।


শলোমন প্রভুর উদ্দেশে যে যজ্ঞবেদী নির্মাণ করেছিলেন, সেখানে তিনি বছরে তিনবার হোম ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করতেন এবং প্রভুর উদ্দেশে সুগন্ধি ধূপ জ্বালাতেন। শলোমনের মন্দির নির্মাণের কাজ সমাপ্ত হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন