Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 5:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কাজেই, আমার জন্য লেবানন পাহাড়ে সীডার বৃক্ষ কাটতে আপনার লোকদের আদেশ দিন। আমার লোকেরা আপনার লোকদের সঙ্গে কাজ করবে। আপনার লোকদের জন্য আপনি যে মজুরী ঠিক করে দেবেন, আমি তা-ই দেব। কারণ আপনি ভাল করেই জানেন, কাঠ কাটার ব্যাপারে আপনার সীদোনী লোকদের মত আমাদের লোকেরা দক্ষ নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 অতএব এখন আপনি আপনার লোকদেরকে আমার জন্য লেবাননে গিয়ে এরস গাছ কাটতে হুকুম করুন, আর আমার গোলামেরা আপনার গোলামদের সঙ্গে থাকবে; আর আপনি যা বলবেন, সেই অনুসারেই আমি আপনার গোলামদেরকে বেতন দেব; কেননা আপনি জানেন, কাঠ কাটতে সীদোনীয়দের মত দক্ষ লোক আমাদের মধ্যে কেউ নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 “তাই আদেশ দিন, যেন আমার জন্য লেবাননের দেবদারু গাছগুলি কাটা হয়। আমার লোকজন আপনার লোকজনের সঙ্গে থেকে কাজ করবে, এবং আপনার ঠিক করে দেওয়া বেতনই আমি আপনার লোকজনকে দেব। আপনি তো জানেনই যে সীদোনীয়দের মতো আমাদের কাছে কাঠ কাটার কাজে এত নিপুণ কোনও লোক নেই।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 অতএব এখন আপনি আপনার লোকদিগকে আমার নিমিত্ত লিবানোনে গিয়া এরস বৃক্ষ ছেদন করিতে আজ্ঞা করুন, আর আমার দাসগণ আপনার দাসগণের সহিত থাকিবে; আর আপনি যাহা বলিবেন, তদনুসারেই আমি আপনার দাসদিগকে বেতন দিব; কেননা আপনি জানেন, কাষ্ঠ ছেদন করিতে সীদোনীয়দের ন্যায় দক্ষ লোক আমাদের মধ্যে কেহ নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আর একাজে আমি আপনার সাহায্য চাই। এর জন্য আপনি দয়া করে লিবানোনে আপনার লোকজন পাঠান। তারা সেখানে এসে আমার এই কাজের জন্য এরস গাছ কাটবে। আমার নিজের ভৃত্যরাও আপনার লোকদের সঙ্গে হাত লাগাবে। একাজের জন্য আপনার ভৃত্যদের যে পারিশ্রমিক দেওয়া উচিৎ‌ বলে আপনি মনে করবেন আমি তাই দেব, কিন্তু আপনার সাহায্য অবশ্যই চাই। আমাদের এখানকার ছুতোররা সীদোনের ছুতোরদের মতো দক্ষ নয়।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কাজেই আপনি হুকুম করুন যাতে আমার জন্য লিবানোন দেশের এরস গাছ কাটা হয়। অবশ্য আমার লোকেরা আপনার লোকদের সঙ্গে থাকবে এবং আপনি যে মজুরী ঠিক করে দেবেন আমি সেই মজুরিই আপনার লোকদের দেব। আপনার তো জানা আছে যে, গাছ কাটবার জন্য সীদোনীয়দের মত পাকা লোক আমাদের মধ্যে কেউ নেই।”

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 5:6
20 ক্রস রেফারেন্স  

আমি জানি আপনার কাঠুরিয়ারা কাঠ কাটার কাজে অত্যন্ত দক্ষ।তাই আমার জন্য লেবানন থেকে সীডার, দেবদারু ও জুনিপার কাঠ পাঠিয়ে দিন। আমি আপনার লোকদের কাজে সাহায্যের জন্য


শেষ কথা এই, বন্ধুগণ, যা কিছু সত্য, যা কিছু মহান, ন্যায়সঙ্গত, নির্মল, আদরণীয়, আকর্ষণীয় এবং যা কিছু উৎকৃষ্ট ও প্রশংসনীয়, সেই সমস্ত বিষয়ে তোমাদের অন্তর পূর্ণ থাকুক।


কিন্তু খ্রীষ্ট তাঁর নিজের বিবেচনা অনুযায়ী আমাদের প্রত্যেককে বিভিন্ন পরিমাণে বিশেষ অনুগ্রহণ দান করেছেন।


জ্ঞানের অহঙ্কার করো না। অনিষ্টের প্রতিশোধে অনিষ্ট করো না। সকলের বিচারে যা ভাল মনে হবে তাই করার চেষ্টা কর।


প্রভুর তর্জনে ভেঙ্গে পড়ে দেবদারু বৃক্ষ, বিধ্বস্ত হয় লেবাননের দেবদারু বন।


পারস্য সম্রাট সাইরাসের অনুমতি নিয়ে রাজমিস্ত্রি ও সূত্রধরের মজুরীর জন্য অর্থ সংগ্রহ করা হল এবং সমুদ্রপথে লেবানন থেকে যাফোতে সীডার কাঠ আনার জন্য বিনিময়রূপে সোর ও সীদোনের লোকদের খাদ্য, পানীয় ও জলপাই তেল দেওয়া হল।


আপনার শ্রমিক কর্মীদের খাদ্যের জন্য আমি বিশ সহস্র কোর গম, বিশ সহস্র কোর যব, বিশ সহস্র বাথ সুরা এবং বিশ সহস্র বাথ জলপাই তেল পাঠাব।


ভিতরের এই কক্ষটি ছিল কুড়ি হাত লম্বা, কুড়ি হাত চওড়া এবং কুড়ি হাত উঁচু। কক্ষটি আগাগোড়া খাঁটি সোনার পাতে মোড়া ছিল। তিনি একটি বেদী নিমার্ণ করে সীডার কাঠের আবরণ তৈরী করে দিলেন।


মন্দিরের পিছন দিকে একটি কক্ষ তৈরী করা হল। তার নাম দেওয়া হল মহাপবিত্র স্থান। কক্ষটি ছিল কুড়ি হাত লম্বা। কক্ষটির সামনে মেঝে থেকে ছাদ পর্যন্ত কাঠের তক্তা দিয়ে আড়াল করে দেওয়া হল।


কনানের সন্তান - জ্যেষ্ঠপুত্র সিদোন, হেৎ, যেবুষী, আমোরী, গির্গাশী, হিব্বতী, আরকিতি,


শলোমনের বার্তা শুনে হীরাম খুব আনন্দিত হয়ে বললেন, প্রভু পরমেশ্বরের ধন্যবাদ হোক যে তিনি এই মহান জাতির উপর রাজত্ব করার জন্য দাউদকে একটি জ্ঞানবান পুত্র দিয়েছেন।


টায়ার ও সীদোনের লোকদের সঙ্গে বন্দোবস্ত করে দাউদ প্রচুর সীডার কাঠ আনালেন।


আমি তাদের বললাম, যদি তোমরা উচিত মনে কর, তবে আমার বেতন দাও, নয়তো থাক। তারা তখন আমার বেতন হিসাব করে ত্রিশটি রৌপ্য মুদ্রা আমাকে দিল। ওদের বিচারে এই ছিল আমার সর্বোচ্চ পারিশ্রমিক।


সেই রাজা নিজের সৈন্যবাহিনীতে বেশী অশ্ব রাখবে না কিম্বা অধিক অশ্ব সংগ্রহের জন্য প্রজাদের আবার মিশরে পাঠাবে না, কারণ তোমাদের প্রতি প্রভু পরমেশ্বরের নির্দেশ এই, তোমরা আর মিশরের পথে ফিরে যাবে না।


তাঁর সমস্ত খাদ্যে ভাণ্ডারের নগরী, রথ ও অশ্ববাহিনীর ঘাঁটি জেরুশালেম, লেবানন এবং রাজ্যের সর্বত্র নিজের পরিকল্পনা অনুযায়ী যাবতীয় নির্মাণকার্য শেষ করলেন।


চোদ্দ হাজার রথারোহী আর বারো হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে শলোমন একটি সৈন্যবাহিনী গড়েছিলেন। এর মধ্যে কিছু সৈন্য তিনি জেরুশালেমে রেখেছিলেন এবং বাকী সৈন্যদের নানা শহরের ঘাঁটিতে মোতায়েন রেখেছিলেন।


চোদ্দ হাজার রথারোহী ও বারো হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে শলোমন একটি সৈন্যবাহিনী তৈরী করলেন। এর মধ্যে কিছু সৈন্য তিনি জেরুশালেমে রাখলেন এবং বাকী সৈন্যদের নানা শহরের ঘাঁটিতে মোতায়েন করে দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন