Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 এই বারোজনের নাম ও তাঁদের অধীনস্থ প্রদেশগুলির নাম এই: বেনহুর: ইফ্রয়িমের পার্বত্য অঞ্চল

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তাঁদের নাম এরকম: পর্বতময় আফরাহীম প্রদেশে বিন্‌-হূর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 এই তাদের নাম: ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে বিন-হূর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তাঁহাদের নাম এই এই; পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে বিন্‌-হূর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 এই 12 জন প্রাদেশিক শাসনকর্তার নাম নীচে দেওয়া হল: ইফ্রয়িমের পার্বত্য প্রদেশের শাসক ছিলেন বিন্-হূর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তাঁদের নামগুলি হল, ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলের বিন্‌ হূর।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:8
5 ক্রস রেফারেন্স  

এর পরে হারোণের পুত্র ইলিয়াসরও ইহলোক ত্যাগ করলেন। ইসরায়েলীরা তাঁকে তাঁর পুত্র পীনহসের এলাকাভুক্ত নগর গিবিয়ায় কবর দিল। ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলের এই নগরটি পীনহসকে দেওয়া হয়েছিল।


সেই আমলে ইসরায়েলীদের কোন রাজা ছিল না। তখন ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের সীমান্তে একজন লেবীয় বাস করত। যিহূদীয়ার অন্তর্গত বেথলেহেমের এক রমণীকে সে উপপত্নীরূপে গ্রহণ করেছিল।


ইফ্রয়িম প্রদেশের পাহাড়ী অঞ্চলে মীখা নামে এক ব্যক্তি বাস করত।


শলোমন ইসরায়েল বারোজন রাজ্যপাল নিযুক্ত করেছিলেন। রাজা এবং রাজপরিবারের জন্য এঁরা খাদ্য সরবরাহ করতেন। প্রত্যেককে বছরে একমাস খাদ্য সরবরাহ করতে হত।


প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তারা ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে তিম্‌নাৎ-সেরাহ্ নগরটি যিহোশূয়কে দান করল। তিনি এই নগরটিই তাদের কাছে চেয়েছিলেন। নগরটি পুনর্গঠন করে তিনি সেখানেই বসতি স্থাপন করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন