Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 অহিসার ছিলেন রাজপ্রসাদের অধ্যক্ষ। অবদের পুত্র অদোনিরাম ছিলেন বাধ্যতামূলকভাবে শ্রমিকদের নিয়োগকর্তা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর অহীশার বাড়ির নেতা এবং অব্দের পুত্র অদোনীরাম বাদশাহ্‌র কর্মাধীন গোলামদের নেতা ছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 অহীশার ছিলেন রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক; অব্দের ছেলে অদোনীরাম বেগার শ্রমিকদের উপর ভারপ্রাপ্ত ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর অহীশার বাটীর অধ্যক্ষ, এবং অব্দের পুত্র অদোনীরাম [রাজার] কর্ম্মাধীন দাসদের অধ্যক্ষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 অহীশারের ওপর রাজপ্রাসাদের সব কিছুর তত্ত্বাবধান করবার দায়িত্ব ছিল। অব্দের পুত্র অদোনীরামের কাজ ছিল শ্রমিকদের খবরদারি করা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 অহীশারের উপর ছিল রাজবাড়ীর দেখাশোনার ভার; অব্দের ছেলে অদোনীরামের ছিল কাজের জন্য নিয়োগ করা দাসদের অধ্যক্ষ।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:6
8 ক্রস রেফারেন্স  

তখন রাজা রহবিয়াম তাঁর বেগার মজুরদের সর্দার আদোনিরামকে ইসরায়েলীদের কাছে পাঠালেন কিন্তু তারা তাকে পাথর মেরে হত্যা করল। এই দেখে রাজা রহবিয়াম তাড়াতাড়ি রথে উঠে কোন ক্রমে জেরুশালেমে পালিয়ে গেলেন।


রাজা শলোমন মন্দির, রাজপ্রাসাদ, মিল্লো, জেরুশালেমের প্রাচীর, হাজোর, মেগিদ্দো এবং গেজের নগর নির্মাণের জন্য বেগার খাটা মজুরদের নিযুক্ত করেছিলেন।


আদোরাম ছিলেন বেগারখাটা শ্রমিকের প্রধান, অহিলুদের পুত্র যিহোশাফট ছিলেন ঐতিহাসিক,


নাথানের পুত্র অসরিয় ছিলেন স্বরাষ্ট্র সচিব। নাথানের পুত্র পুরোহিত সাবুদ ছিলেন রাজার পরামর্শদাতা।


শলোমন ইসরায়েল বারোজন রাজ্যপাল নিযুক্ত করেছিলেন। রাজা এবং রাজপরিবারের জন্য এঁরা খাদ্য সরবরাহ করতেন। প্রত্যেককে বছরে একমাস খাদ্য সরবরাহ করতে হত।


তখন রাজা রহবিয়াম তাঁর বেগার মজুরদের সর্দার আদোনিরামকে ইসরায়েলীদের কাছে পাঠালেন কিন্তু তারা তাকে পাথর মেরে হত্যা করল। এই দেখে রাজা রহবিয়াম তাড়াতাড়ি রথে উঠে কোনক্রমে জেরুশালেমে পালিয়ে গেলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন