Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 দশটি হৃষ্টপুষ্ট বৃষ, সদ্য মাঠ থেকে আনা পালের কুড়িটা গরু, আর একশো মেষ। এছাড়াও ছিল হরিণ, কৃষ্ণসার হরিণ ও হাঁস-মুরগী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 দশটা পুষ্ট গরু ও মাঠ থেকে আনা কুড়িটা গরু ও এক শত ভেড়া; এছাড়া হরিণ, মৃগী, কালসার ও পুষ্ট পাখি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 গোশালায় জাবনা খাওয়া দশটি গবাদি পশু, বাইরে চরে খাওয়া কুড়িটি গবাদি পশু এবং একশোটি মেষ ও ছাগল, তথা হরিণ, গজলা হরিণ, কৃষ্ণসার হরিণ ও বাছাই করা বড়ো বড়ো কিছু জলচর পাখি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 দশটা পুষ্ট গোরু, ও মাঠ হইতে আনীত কুড়িটা গোরু, ও এক শত মেষ; ইহা ছাড়া হরিণ, মৃগী, কালসাব ও পুষ্ট পক্ষী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 ঘরে খাওয়ানো দশটা গরু, চরে খাওয়ানো কুড়িটা গরু এবং একশোটা ভেড়া; তাছাড়া হরিণ, কৃষ্ণসার, চিতল হরিণ এবং মোটাসোটা হাঁস ও মুরগী।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:23
5 ক্রস রেফারেন্স  

শলোমনের প্রাসাদের জন্য দৈনিক খাদ্য সরবরাহের পরিমাণ ছিল ত্রিশ কোর ময়দা, ষাট কোর আটা,


ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে তিপ্‌শা থেকে গাজা পর্যন্ত সমস্ত রাজ্যের উপর তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ইউফ্রেটিসের পশ্চিম পারের সমস্ত রাজা তাঁর অধীনতা স্বীকার করেছিলেন, রাজ্যের সর্বত্র শান্তি বিরাজিত ছিল।


আমি সংগ্রহ করলাম বহু দাসদাসী, আমার গৃহে যে দাসদাসী ছিল, তাদেরও বংশবৃদ্ধি হল। জেরুশালেমে আমার মত এত পশুসম্পদ আর কারও ছিল না কোনদিন।


হরিণ, কৃষ্ণসার, বন্য গরু, বন্য ছাগল, সাদা লেজ বিশিষ্ট হরিণ, সম্বর হরিণ ও পাহাড়ী ছাগল-এই পশুগুলি হবে তোমাদের ভক্ষ্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন